নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শরীরে এখনও লেগে আছে রাত্রির দগদগে ক্ষত

শ. ম. দীদার

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী।

শ. ম. দীদার › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ যেদিন আত্মহত্যা করলেন

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

ও লাল্লা! ও লাল্লা!! ও লাল্লা রে।
ও লাল্লা . . .

মার্বেল পাথরের ঝকঝকে দেয়ালে সেঁটে থাকা
রবীন্দ্রনাথ ত্রস্ত পায়ে নেমে এসে; খুব করুণ স্বরে
বললেন; দু’পেগ মালের টাকা যোগাড় করা জন্যে
আমার পি টা এতো নির্দয়ভাবে মেরে দিলে, হে!

সোনালী শিশিরে স্নাত দত্তদা’ টলতে টলতে
বললেন, কী হে রবীনদা’ পেগ দুই মেরে
দিবেন না কী, গুরু? আপনি মাইরি একটা মাল
সৃষ্টির অপার বিস্ময়!

একথা শুনে চোদনা হয়ে রবীন্দ্রনাথ
আত্মহত্যা করলেন।

তীব্র ব্যাথায়ও থাকে প্রতারণা
তুমি চলে যাবার পর।
আর আর বাঙালি প্রেমিকেদের মতন
আমিও বিয়োগ ব্যাথায় কাতর হয়ে উঠেছিলাম
সন্ধ্যাগুলো জাম্বুরাতলায় কাটিয়েছিলাম
বাঁশিতে সুর তুলে তুলে। বলতে দ্বিধা নেই
আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম।

জীবনে প্রথম পাওয়া আফটার শেভিং স্প্রে
তোমার দেয়া শর্ট পাঞ্জাবিগুলোর জন্যে
যতটা না তোমার চলে যাওয়া ভেবে ভেবে।

অহ আরও একটা জিনিস।
একদিন ক্যাম্পাস বাস এ সিট না পেয়ে
দাঁড়িয়েছিলাম দু’জনেই। আচমকা তোমার হাত
আমার হাতকে ছুঁয়ে গিয়েছিলো
আর দূরে খুব করে মেঘ করেছিলো।

চলে যাবার সময় তুমি স্প্রেটা, শর্ট পাঞ্জাবি কয়টা
নিয়ে গিয়েছিলে। শুধু
ছুঁয়াটুকু নিতে পারোনি

তুমি চলে যাবার পর।
আর আর বাঙালি প্রেমিকেদের মতন
আমি খুব ভেঁ ভেঁ করে কেঁদেছিলাম
স্প্রেটা আর শর্ট পাঞ্জাবি কয়টার জন্যে
যতটা না তোমার জন্যে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: সুন্দর।
++++

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮

শ. ম. দীদার বলেছেন: ধন্যবাদ অনেক। ভাল থাকুন নিরন্তর।

২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: কবিতার নামের স্বার্থকতা একটু ব্যাখ্যা করবেন, দয়াকরে।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

শ. ম. দীদার বলেছেন: বস প্রশ্নটা কঠিন হয়ে গ্যালো যে!

৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

শ. ম. দীদার বলেছেন: বিজন দা' অঞ্জন দত্তের ডিরেকশনে নচিকেতার গাওয়া রবীন্দ্রনাথের পাগলা হাওয়ার বাদল দিনে গানটা কলকাতার একটা বাংলা সিনেমায় দেখেছিলাম। দেখে আর শুনে মনে হল, রবীন্দ্রনাথ এই সময় বেঁচে থাকলে অঞ্জন দত্তের সাথে ঠিক এই ঘটনাটিই ঘটত। নির্ঘাত আত্মহত্যা করতেন।

আর পরেরটা একজন ছা'পোষা প্রেমিকের কাছে একটা সময় প্রেমিকার চলে যাওয়ার চেয়ে যাবার সময় দেওয়া গিফটগুলো ফেরত নেবার কষ্টটাই মূখ্য হয়ে উঠে। এই ভাবনা থেকেই এই নাম দিলাম, বস।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

অশোক বলেছেন: কি কমু। এক গান, হেমন্তের আমলে একরকম,এখনকার পশ্চিমবাংলায় গাওয়া হয় এক রকম ,বাংলা ব্যান্ড গায় একরকম,বাংলাদেশের পেশাদার/শৌখিন রবীন্দ্রশিল্পীরা গায় একরকম। নজরুলও নিস্তার পাননি। তবে কিছু রক ব্যান্ড তার (নজরুল) প্রতিবাদী কবিতাগুলি ভালোই কম্পোজ করেছে।

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২১

শ. ম. দীদার বলেছেন: ভাই মনের কথাটাই বললেন। ধন্যবাদ।

৫| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:


রবি ঠাকুর কেনো অনেক আত্মহত্যা করতো আজকের সাহিত্য দেখে কিংবা সঙ্গিতে।

বিদ্রুপ কিন্তু হেব্বি লাগল। কবিতাও।

০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

শ. ম. দীদার বলেছেন: সোজা হিসাব, ভাই। সহমত। ধন্যবাদও।

৬| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

বিজন রয় বলেছেন: একথা শুনে চোদনা হয়ে রবীন্দ্রনাথ

এটি নোংরা ভাষা। এগুলো না লেখা ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.