| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারীবদ্ধ লাশ, নারী পুরুষের কোন ভেদাভেদ নেই। ঘুমিয়ে পড়েছে মানুষ গুলো। ওরা আর জেগে উঠবেনা, ফিরে যাবেনা মায়ের কাছে নিজের সন্তানের কাছে। মৃত্যু বড় বেশি যন্ত্রনার হয় কিন্তু এই রকম নরহত্যার কেমন হয়? এরা কেউ এই ভবনে ঢুকতে চায়নি।
কেউ আজ কাজ করতে চায়নি। কিন্তু লাঠি হাতে মালিক পক্ষ তাদের দাবড়িয়ে এই মৃত্যু গুহায় প্রবেশ করিয়েছে।
রানা প্লাজার মালিক যুবলীগ করেন বলেই গতকাল ভবন ফেটে গেলেও প্রশাসন তালা ঝুলাতে পারেনি এই ভবনে। বেসরকারী টিভি চ্যানেল গুলি নিউজ করলেও তাতে ঘুম ভাঙ্গেনি হাসিনার।
রাজনীতির জন্য যে লাশ চাই তার। সেই লাশের মিছিল হচ্ছে সাভারে। আকাশ বাতাশ ভারী করে গগন বিদারী কান্নায় ভেংঙে পড়ছে স্বজনেরা।
চোখে অশ্রু নিয়ে টিভি ক্যামেরা তা লাইফ দেখাছে। তাজরিন ফ্যাশন থেকে ও এরকম লাশ দেখেছি। স্পেকট্রামও ধশে পড়ে ছিলো, আর ছোট খাটো আগুনতো প্রায়ই লাগছে। কি হচ্ছে?
কিছুই করছেনা সরকার। বরং তাদের পৃষ্টপোষকতায় চলছে হত্যাকাণ্ড।
গরীব মানুষ গুলোর আহাজারী কারো কর্ণ কুহুরেই প্রবেশ করছে না। যারা এরকম নিম্ন মানের ভবন তৈরী করে তাদের বিচারও হবেনা কোন দিন।
এই দেশের মানুষ গুলোর জীবন বড় বেশি সস্তা হয়ে গেছে আজকাল না হলে একজন প্রকৌশলী গতকাল যখন রানা প্লাজা বন্ধ করতে বরলো তখন কেন তা সিল গালা করা হলোনা?
আমাদের করিৎকর্মা স্বরাষ্ট্র মন্ত্রী আজ বলছেন ভবন নিমার্ণে নাকি ত্রুটি ছিল!
সবিনয় জ্ঞিগাসা জনাব মন্ত্রী এটা দেখার দ্বায়িত্ব কার ছিল? কোন মন্ত্রালয় এটা দেখভাল করার কথা?
আপনিই বা কার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন?
খুনি ভবন মালিক যে আপনার দলের লোক! ইতিহাস বলে আওমীলীগ কখনোই তার নিজ দলের কর্মীদের বিচার করেনা।
এবারো করবে না।
এই হত্ভাগ্য দের মত চট্রগ্রামেও ফ্লাইওভার ভেঙে পড়ে বেশ কিছু মানুষ খুন হয়ে ছিলো। ফ্লাইওভারের ঠিকাদার আওমীলীগ এর নেতা ছিলো বলেই তাকে সরকার ছাড় দিয়েছে।
অতএব মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভান্ত করার অপচেষ্ঠা ছাড়া কিছুনা ।
এই পযন্ত ১০০০ এর বেশি আহত উদ্ভার করা হয়েছে। সাংবাদিকদের প্রবেশে কড়াকরি আরোপ করা হয়েছে। সত্যী কত মানুষ নিহত হয়েছে তা হয়ত কোন দিনই জানা যাবেনা। গুম হয়ে যাবে অনেক লাশ।
তারপরও মনে প্রাণে দোয়া করছি পরম করুণাময় আল্লাহ তুমি নিহত সকলকে জান্নাত দিয়ো, আহতদের সুস্থ কর দিও। প্রতিটি লাশ যেনতার স্বজনের কাছে পৌছায় এই ব্যবস্থা করিও।
২|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
যোগী বলেছেন:
আওয়ামিলীগ না করলে সমস্যা কি বিএনপি জামাত ক্ষমতায় আসলে বিচার করবে।
৩|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২
কে বা কারা বলেছেন: আমগো পর্ধানমন্ত্রী কইছে, সাভারের মানুষগুলারে আগেই সরায়া নেওয়া হৈছিলো। হ্যারা মালামাল আনতে গিয়া আবার ঢুকছে; হেল্লাইগা চাপা পইরা মরছে।
এই গল্পডারে বিশ্বাসযোগ্য করণের লাইগা আরো একটা অ্যাডভান্স গল্প বানাইলাম।
ঐ বিল্ডিংয়ে আছিলো ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ। বিল্ডিংয়ের চাপে ব্যাংকের ভল্ট ফাইট্টা ট্যাহা-পয়সা চতুর্দিকে ছড়ায়া পড়ে। হেই ট্যাহা-পয়সার লোভে এই গরিব শর্মিকরা ঢুকতে গিয়া আটকা পড়ছে।
কেমুন ঐলো গল্প?
৪|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামীলীগতো করবেই না। এখানে আওয়ামীলীগ বিএনপি ইস্যু না। ইস্যু কর্পোরেট স্বার্থ!
তারা তাদের বাঁচায় রাখতে চায়।
বিচার চাইলে গরীব গুলানরে একত্র হইতে হইব। সংঘাতটা ধনী আর গরিবের সংঘাত....
নাম খোলস আর যত চমকদার বাহারী কথাই বলা হোক- আলটিমেট গোলটা ।ঐ খানে।
গরীব মাইরা মালিক পক্ষ ইন্সুরেন্সের ট্যাকা পায় যখন তখন গরীব বাইচা লাভ কি?????
৫|
২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মাইন রানা বলেছেন: রাজনীতি শুরু করে দিয়েছেন????????????????????????????????
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬
আিম এক যাযাবর বলেছেন: মনে প্রাণে দোয়া করছি পরম করুণাময় আল্লাহ তুমি নিহত সকলকে জান্নাত দিয়ো, আহতদের সুস্থ কর দিও। প্রতিটি লাশ যেনতার স্বজনের কাছে পৌছায় এই ব্যবস্থা করিও। আর দায়ী ব্যক্তিদের শাস্তি দিও। আমিন।