নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

শরীফ বিন ঈসমাইল

আমি ভীষণ খারাপ মানুষ, তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করি, সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে

শরীফ বিন ঈসমাইল › বিস্তারিত পোস্টঃ

একটাই শর্ত, পূরন করবে তো....!!!

০২ রা মে, ২০১৬ দুপুর ১২:২৬

দীর্ঘদিন পিছে ঘুরঘুর করতে থাকা এবং বারবার প্রপোজ করে রিজেক্টেড হওয়া ছেলেটিকে মেয়েটি একদিন ডেকে বলল,

- আপনি কি সত্যিই আমাকে ভালবাসেন?
- জ্বি জ্বি অবশ্যই! তুমি শুধু একটিবার তোমার হৃদয়ে আমাকে জায়গা দিয়েই দেখো।
- আচ্ছা, আমি আপনার প্রপোজাল একসেপ্ট করতে পারি। তবে...
- তবে কি? বলো প্লিজ একটিবার বলো শুধু!
- একটা শর্তে।
- একটা কেন, তোমাকে পাওয়ার জন্য আমি হাজারটা শর্তে রাজি। তুমি জাস্ট বলেই দেখো একটিবার|
- ওকে বলছি, আপনি যদি নিজ দায়িত্বে আমার ১০ টা সিমের বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্টেশন করিয়ে এনে দিতে পারেন, তাহলে আমি আপনার প্রপোজাল একসেপ্ট করবো।
.
মেয়েটির কথা শুনে ছেলেটি হালকা বিষম খেল।
তারপর সে মেয়েটির দিকে একটানা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলো।
মেয়েটি জিজ্ঞেস করলো,
"কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন??"
ছেলেটি তবুও চুপচাপ তাকিয়ে আছে মেয়েটির দিকে।
মেয়েটি এবার একটু লজ্জা পেয়ে বললো,
"প্লিজ এভাবে তাকিয়ে থাকবেন না। আমার লজ্জা লাগছে তো!"
.
ছেলেটি তখন চোখের পলক ফেলে বলল,
"ইয়ে মানে...তোমার টানা টানা চোখ দুটো ঠিক যেন আমার মেলায় হারিয়ে যাওয়া বোনের মত। তোমার ফেস কাটিং এবং চুল গুলো একদম আমার ছোট খালাম্মার মত। যে খালাম্মাকে আমি অনেকদিন ধরে দেখি না। তোমাকে দেখেই কেন জানি আমার তাদের কথা খুব মনে পড়ছে। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। প্লিজ তুমি কি আমার বোন হবে? নাকি খালাম্মা??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.