![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/
অনেক আগে Oldboy মুভিটি নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। আজ ঐ মুভির মতই আরেকটি নির্মম, বীভৎস আর গা শিউরে ওঠা মুভি নিয়ে লিখবো। Oldboy মুভির সাথে এই মুভিটাও রিলেটেড!
কারন Oldboy এর নায়ক Min-sik Choi এই মুভির সাইকো ভিলেন! :O সেইসাথে গা শিরশির করা আর মনে ভয় ধরানো রিভেঞ্জ তো আছেই!
আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে Oldboy এর স্টোরিলাইন এটার থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু Oldboy থেকে এটার স্নায়বিক চাপ অনেক বেশি! সারাক্ষন একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকতে হয়!
বরাবরের মতই Min-sik Choi এর অভিনয় ভাল লেগেছে, সেইসাথে মুভির নায়ক Byung-hun Lee এর অভিনয় দেখে মুগ্ধ হয়েছি।
আগেই বলে রাখছি এটা ১৮+ক্যাটাগরীতে পড়ে। যাদের হার্ট দুর্বল এবং ভায়োলেন্সে এলার্জি আছে, তাদের এই মুভিটি না দেখাই ভাল।
এই মুভিটি দেখতে গিয়ে কিছু কিছু জায়গায় আমি মনিটর অফ করে দিয়েছি; দৃশ্যের ভয়াবহতা, বীভৎসতা আর নৃশংসতা সহ্য করতে না পেরে!
১৪১ মিনিট রানটাইমের এই মুভিটি IMDB রেটিং এ 7.8 পেয়েছে। রিলিজের আগে কোরিয়ান মিডিয়া রেটিং বোর্ড ভায়োলেন্সের কারনে মুভির পরিচালক Jee-woon Kim কে মুভিটি রিকাট করতে বাধ্য করে। তা না হলে তারা এই মুভিটিকে “রেস্ট্রিক্টেড” রেটিং দিত এবং সিনেমা হলে রিলিজ পাবার সুযোগ পেতনা! তবে আমেরিকাতে আনকাট অবস্থাতেই রিলিজ দেওয়া হয়।
অনেক প্যাঁক প্যাঁক করলাম অথচ মুভির নামটাই বলা হয়নি!
“I Saw The Devil”
Choi Min-sik ভয়ংকর এক সাইকো কিলার। যে একের পর এক অল্পবয়সী এবং তরুণী মেয়েদের ধরে এনে রেপ করে ঠান্ডা মাথায় নির্মম, নিষ্ঠুর আর বিকৃত উপায়ে হত্যা করে কোন কারন ছাড়াই! এভাবেই চালিয়ে যাচ্ছিলো অনেকদিন ধরে কিন্তু পুলিশ তাকে ধরতে পারছিলনা অনেক চেষ্টা করেও।
নির্জন অন্ধকার রাস্তায় এক মেয়ের গাড়ি খারাপ হয়ে যায়। Choi Min-sik মেয়েটিকে ধরে নিয়ে যায় তার আস্তানায়। তারপর বিভিন্নভাবে টর্চারের এক পর্যায়ে মেয়েটি বলে, প্লীজ আমাকে মেরোনা। আমি প্রেগন্যান্ট! মুহুর্তের জন্য সাইকো কিলার বিহ্বল হয়ে যায়। কিন্তু না...পর মুহুর্তেই খন্ড খন্ড করে মেয়েটিকে মেরে ফেলে। তবে এবার ই প্রথম সবচেয়ে বড় ভুল করে বসে Choi Min-sik। কারন যে মেয়েটিকে সে খুন করে, সে ছিল এক সিক্রেট এজেন্ট Soo-hyun এর ফিয়াসে এবং ঐ শহরের ই সাবেক পুলিশ চীফের মেয়ে!
Soo-hyun প্রতিজ্ঞা করে খুনীকে খুজে বের করে নিষ্ঠুর ভাবে শাস্তি দিবে। দুই সপ্তাহের ছুটি নেয় অফিস থেকে। পুলিশের আগেই খুনীকে ধরে শাস্তি দিতে চায় সে।
অবশেষে Soo-hyun খুনীকে খুজে পায়। প্রচন্ড মারের এক পর্যায়ে সে খুনীকে ছোট ক্যাপসুলের মত একটা জিপিএস ট্রাকিং ডিভাইস (সাথে মাইক্রোফোন এ্যাটাস্ট) গিলে খেতে বাধ্য করে। এবং আহত অবস্থায় রেখে চলে যাবার সময় সে খুনীর কাছে অনেক টাকা রেখে যায়, যাতে সে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ্য হতে পারে।
ভাবছেন রিভেঞ্জ শেষ! কেবল শুরু হল! প্রবাদে আছে, “revenge is a dish best served cold”!
আক্ষরিক প্রতিফলন দেখা যায় এর পর থেকে। শিকারী পরিণত হয় শিকারে।
প্রতিটা শিকারকে ধরার কিছুক্ষনের মধ্যে Soo-hyun পৌছে যায়, খুনীর কাছ থেকে শিকারকে কেড়ে নিয়ে আচ্ছামত ধোলাই দিয়ে মুমুর্ষু অবস্থায় আবারো ছেড়ে দেয়!
একটা পর্যায়ে না পেরে সাইকো খুনীটা স্বগতোক্তি করে ওঠে-“He’s a fucking Pschycho”!!!
যদি ভেবে থাকেন সিনেমাটি আয়েশ করে বসে দেখবেন আর উপভোগ করবেন, মস্তবড় ভুল করবেন!
অসহনীয় রক্তপাত, গা শিরশিরানি রিভেঞ্জ, গা গুলিয়ে ওঠা ভায়োলেন্স...আপনাকে আরামে বসে মুভিটি উপভোগ করতে দিবেনা!
যদিও ভায়োলেন্সে ভরপুর, হ্যাপি এন্ডিং নেই, মুভিটির স্টোরীলাইনে বেশ কিছু গলদ আছে কিন্তু সিনেমাটোগ্রাফি তার অনেকখানিই পুষিয়ে দিয়েছে। নেগেটিভ দিকগুলি নিয়ে এখনই বলতে চাইছিনা!
আশা করি মুভিতেই বাকিটুকু দেখে নিবেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সাবটাইটেল মুভির সাথেই এমবেডেড করা আছে তাই আলাদাভাবে ডাউনলোড করতে হবেনা।
ফাইল সাইজঃ ৭৫০মেগা/ব্লুরে রিপ/MKV
পার্ট ১-
পার্ট ২-
পার্ট ৩-
পার্ট ৪-
পার্ট ৫-
***বিশেষ কৃতজ্ঞতাঃ বেশ আগে কয়েকটি মুভি নিয়ে প্রিয় ব্লগার নাফিজ মুনতাসির ভাই ছোট ছোট রিভিউ দিয়েছিলেন, তারমধ্যে এটিও ছিল। আমার হার্ডিতে মুভিটি পড়েছিল অনেকদিন, উনার রিভিউ পড়েই দেখা হল!
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১০
স্বর্ণমৃগ বলেছেন: দেখবেন ই তো! আপনি তো কত্ত আগের ব্লগার!
হার্ডিতে পড়েছিলো, নাফিজ ভাইয়ের রিভিউ পড়ে দেখা হল...
ভাল থাকুন।
২| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমি কদিন আগেই সামুতে কার পোষ্টের কমেন্ট থেকে এই মুভির নাম এবং হালকা বিবরণ জেনে ডাউনলোড করে রেখেছি।
তবে আপনার এই বিবরণ পড়ে এখন দেখবো কি দেখবো না.. তাই নিয়ে চিন্তায় আছি।
হরর ভাল লাগে.. তবে বেশি রক্তারক্তি ভাল লাগে না।
ধন্যবাদ পোষ্টের জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১২
স্বর্ণমৃগ বলেছেন: নাফিজ ভাইয়ের পোস্টে দেখেছেন মনে হয়!
রক্তারক্তি আমারো ভাল্লাগেনা, তবে মাঝে মাঝে স্বাদ পাল্টানোর জন্য দেখি...
ধন্যবাদ!
ভাল থাকুন।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৬
সিদ্দিক আহমেদ বলেছেন: বসিক মুভি
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৩
স্বর্ণমৃগ বলেছেন: ঠিক কইছো মামা! বসিক তবে একটু বেশি ভায়োলেন্ট!
৪| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: অসাধারণ মুভির অসাধারণ রিভিউ। মুভিটি দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম.......কিছু কিছু জায়গায় গা শিউড়ে উঠতে বাধ্য হয়েছিলাম।
ভাই ভুল জায়গায় কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলেছেন......আমি এই মুভির রিভিউ দেই নাই...........মুছে ফেলবেন এটা ভেবেই খুব কষ্ট লাগছে......আহারে নিজের নামটা কি সুন্দরই না লাগছে।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৮
স্বর্ণমৃগ বলেছেন: তাইলে ভুল হয়ে গেছে! কোন ব্লগারের লেখা পড়েছিলাম খেয়াল নাই কিন্তু মনে হচ্ছিল আপনার হতে পারে।
লিখেই যখন ফেলেছি, থাক না!
ধন্যবাদ নাফিজ ভাই!
ভাল থাকুন।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৩
মামুণ বলেছেন: দেখতে হইবো ।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩০
স্বর্ণমৃগ বলেছেন: দেইখা ফেলেন, আশা করি ভাল লাগবে!
ভাল থাকুন।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৬
কবি রাজ বলেছেন: রক্তারক্তি আমারে টানে না।পেশার কারণে সারাদিন রক্তের মধ্যেই ডুইবা থাকতে হয়।তবে মুভির প্লটটা চমৎকার লাগলো।আপনার লেখার ধরণটাও ভালো লেগেছে।ভবিষ্যতে আরও কিছু ভাল মুভির ভাল রিভিউর অপেক্ষায় রইলাম।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: রক্তারক্তি আমারেও টানেনা! তবে ছাত্রলীগ যা শুরু করছে, রক্তারক্তিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি!
অনেক ধন্যবাদ আপনাকে!
ইনশাল্লাহ আবারো লিখবো।
ভাল থাকুন।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৯
বিকলঙ্গ মন বলেছেন: এই ধরনের ছবি দেখতে খুব ভালো লাগে। অবষ্যই দেখুম।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৪
স্বর্ণমৃগ বলেছেন: হেহেহেহহে... ভাইজান কি ছাত্রলীগ করেন!
মাইন্ড খাইয়েন নাহ! মশকরা করলাম!
ধন্যবাদ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৪
দূর্যোধন বলেছেন: রিভিউ ভালো লাগলো স্বর্ণমৃগ।
তবে একটা কথা না বলে পারছি না ।
সিরিয়াল কিলার লোকটা কি কোষ্ঠকাঠিন্যের রোগী ? না হলে খাইযে দেওয়া ক্যাপসুল তো কবেই টয়লেটে বের হয়ে যাবার কথা !!
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৬
স্বর্ণমৃগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
আমিও ঐগুলান নিয়ে লিখতে চাইছিলাম, পরে ভাইবা দেখলাম হয়ত মুভি দেখার আগ্রহ কিছুটা হলেও কমে যাবে তাই আর ওদিকে যাইনি!
ভাল থাকুন।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৫
নাফিজ মুনতাসির বলেছেন: এই মুভিটার কিছু জায়গার টেনশন আমি নিতে পারি নাই.....হয় অংশটা টেনে দিয়েছি অথবা অন্যদিকে তাকিয়ে ছিলাম......আমিও আনকাট ভার্সন দেখেছিলাম......যাচ্ছেতাই ভায়োলেন্সের কিছু দৃশ্য আছে.................আপনার রিভিউ পড়ে আবার মনে পড়ে গেল...
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
স্বর্ণমৃগ বলেছেন: আমিও নিতে পারিনি!
ভায়োলেন্স গুলো না থাকলে অবশ্য মুভিটার এ্যাপিল টা অন্যরকম হয়ে যেতো...
১০| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯
টিনটিন` বলেছেন: আসেন একই বিষয়ের উপর কমেন্ট লেনদেন করি।
[linkhttp://www.somewhereinblog.net/blog/tintinrocks/29511846|এক সাইকোর কাহিনী। একজন শিকারীর, শিকার হয়ে যাওয়ার কাহিনী]
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৫
স্বর্ণমৃগ বলেছেন: দুঃখিত টিনটিন ভাই! আপনি এত ভাল রিভিউ লিখেছেন আগে দেখলে আর কষ্ট করে লিখতে যেতাম নাহ!
অনেক ভাল লিখেছেন আপনি!
পোস্টে মন্তব্য দিয়ে এসেছি।
ভাল থাকুন।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
টিনটিন` বলেছেন: এক সাইকোর কাহিনী। একজন শিকারীর, শিকার হয়ে যাওয়ার কাহিনী
সরি লিংক না আসায় আবার কমেন্টালাম।
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৬
স্বর্ণমৃগ বলেছেন: সমস্যা নাই। মন্তব্য দিয়ে এসেছি।
ভাল থাকুন।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯
কাউসার রুশো বলেছেন: বেশি ভায়োলেন্স আমি সহ্য করতে পারিনা।
তবে মুভিটা দেখবো। যদিও কিছুটা টেনে দেখতে হবে বলে মনে হচ্ছে
রিভিউ বরাবরের মতই দারুন হয়েছে
+++
কিছূদিন আগে ব্লগে এ মুভিটি নিয়ে রিভিউ দিয়েছিলেন টিনটিন
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৩
স্বর্ণমৃগ বলেছেন: আমিও পারিনা!
মনটারে আরেট্টু শক্ত করেন, ছাত্রলীগ যা শুরু করছে এছাড়া উপায় নাই!
অনেক অনেক ধন্যবাদ রুশো ভাই!
কেউ একজন দিয়েছিলেন এইটা জানতাম, তবে আমি ভেবেছিলাম নাফিজ ভাই!
টিনটিন ভাইয়ের ব্লগ থেকে ঘুরে আসলাম এইমাত্র।
ভাল থাকুন।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৭
কাশিফ বলেছেন: মানবতার খাতিরে লিঙ্কটি শেয়ার করলাম
তারেকের জন্য
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৩
স্বর্ণমৃগ বলেছেন: পড়ে দেখি...
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৮
ফয়সাল তূর্য বলেছেন: Saw টাইপের মুভি নাকি?? দেখতে হবে তো!
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৪
স্বর্ণমৃগ বলেছেন: অনেকটা ঐরকম ই!
দেখে ফেলেন!
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৯
আল-আমিন কবির বলেছেন: ছবি দেইখা ভয় পাইছি। হার্ট অ্যাটাক হৈয়া যাইতারে!
তখন কইলাম খবর আছে, যাইগামতো রিপোর্ট দিয়া দিমু।
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৫
স্বর্ণমৃগ বলেছেন: এত্ত সহজে তোমার হার্ট এ্যাটাক হবে না!
সাঙ্ঘাতিকদের মন অনেক শক্ত!
ভয় দেখাইয়ো না সাঙ্ঘাতিক মিয়া!
সামনে পাইলে খবর আছে কইলাম! :>
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০৮
খচ্চর বলেছেন: নামানো শুরু করলাম দেখব বলে।
ধন্যবাদ ভাই
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১৮
স্বর্ণমৃগ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ!
ভাল থাকুন।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪
অথৈ সাগর বলেছেন: ভয়াল কথা বার্তা !! দেখার লিস্টে আছে ।
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৩
স্বর্ণমৃগ বলেছেন: আপনি ভয় দেখালেন মানুষখেকোর পোস্ট দিয়া! তাই আমিও ট্রাই মারলাম আর কি!
ধন্যবাদ!
ভাল থাকুন।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮
নাঈম আহমেদ আকাশ বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৮
স্বর্ণমৃগ বলেছেন: কি হইলো!
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০২
ফেলুদার চারমিনার বলেছেন: পুরাই মারমার কাটকাট মুভি, অনেক আগের দেখা।
রিভিউ এজ ইউজ্যুয়াল ভালো হইছে, পেলাচ লন
০৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ!
ভাল থাকুন।
২০| ০৭ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪২
নষ্ট কবি বলেছেন:
জোস
০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৩
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ নষ্ট কবি!
ভাল থাকুন।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৯
নীরব দর্শক বলেছেন: দারুন রিভিউ।
০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ নীরব দর্শক!
নামে নীরব হলেও কমেন্ট দেখি ঠিক ই দেন!
২২| ০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
চাটিকিয়াং রুমান বলেছেন: দেখার ইচ্ছে রইলো।
০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৮
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ!
ভাল থাকুন।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৬
আরজু পনি বলেছেন:
রিভিয়্যুটা ভাল হইছে....
আজকেই নামাবো ভাবতেছি...
ধন্যবাদ এরকম একটা রিভিয়্যু দেওয়ার জন্য
০৭ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৩
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ পনি আপু!
ভাল থাকুন।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩০
~মাইনাচ~ বলেছেন: ভাল লাগল
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৪
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ!
ভাল থাকুন।
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৭
টুকিঝা বলেছেন: ভাল লেগেছে। সাইকো মুভি চরম ভাল লাগে!!!
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৮
স্বর্ণমৃগ বলেছেন: অনেক ধন্যবাদ! আমার ও ভাল লাগে!
এত ভোরবেলায় কমেন্ট দিয়েছেন! বাইরে থাকেন নাকি আপু?
জাস্ট কৌতুহল!
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ ভোর ৬:২৪
জিসান শা ইকরাম বলেছেন:
রিভিউ পড়েই তো গা শিরশির করছে.........
দেখতে হয়..... কতবার মনিটর অফ করতে হবে
শুভকামনা সবসময়ের জন্য........
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১০
স্বর্ণমৃগ বলেছেন: হাহহাহাহাহ...
আপনার মনে হয় অফ করন লাগবোনা! আপনার মনের জোর আছে!
আপনি ও ভাল থাকুন, সব সময়!
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪
রিফাত হোসেন বলেছেন: কত্ত আগে দেখেছি
)))