নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে ভেবে অবাক হই-জীবন টা এত সুন্দর কেন!!!

স্বর্ণমৃগ

খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/

স্বর্ণমৃগ › বিস্তারিত পোস্টঃ

সেক্স এডুকেশনঃ পর্ব এক | ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ

০৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৭





যে সময় টার কথা বলছি, তখন সম্ভবত ক্লাস এইটে পড়ি।

কি এক অস্বস্তিতে মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলো। ট্রাউজার এবং উরুসন্ধির সাথে ভেজা আর আঠালো কিছু লেগে আছে। প্রথমে ভেবেছিলাম ঘুমের মধ্যে প্রস্রাবের বেগ সামলাতে না পেরে হয়ত বিছানা ভিজিয়েছি। কিছুক্ষণ পর কি ঘটেছে বুঝতে পারার সাথে সাথে অস্বস্তির সাথে প্রচন্ড লজ্জা এবং অপরাধবোধে কুকড়ে গেলাম।

সেবারই প্রথম ওয়েট ড্রিম এর সাথে পরিচয়। যেটাকে আমরা বাংলাতে 'স্বপ্নদোষ' বলে থাকি। ডাক্তারী ভাষায় এই অভিজ্ঞতা কে 'নকচার্নাল এমিশন' (Nocturnal emission) বলে অভিহিত করা হয়। পিউবার্টি ফেজ এ এসে প্রায় ৯৮% ছেলের ই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। ছেলেদের পাশাপাশি মেয়েদের ও ওয়েট ড্রিম দেখার অভিজ্ঞতা হয়, তবে রেশিও টা ছেলেদের তুলনায় অনেক কম।

এবার আসুন ওয়েট ড্রিম কি এবং কেন হয় জানার চেষ্টা করি।



পিউবার্টি ফেজ অর্থাৎ বয়ঃসন্ধিকালের প্রাথমিক সময় গুলোতে ছেলেদের শরীরে নানা ধরণের পরিবর্তন আসে। মুখে এবং শরীরের অন্যান্য অংশে লোম গজায়। এ সময় শরীরের বিভিন্ন পৌরুষতন্ত্রের সঠিকভাবে বৃদ্ধি এবং নিউট্রিশন ব্যালান্সের জন্য ছেলেদের শরীর বেশি-বেশি পরিমাণে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে থাকে যা মাঝেমাঝে ঘুমের মধ্যে র‍্যাপিড আই মুভমেন্ট স্টেজে এসে ছেলেদের ইরেকশন ঘটায়। এই ইরেকশনের কারনে ছেলেরা ঘুমের মধ্যে বিপরীত লিঙ্গের কারো সাথে সেক্সুয়াল ইন্টিমেসির স্বপ্ন দেখে এবং এক পর্যায়ে পুরুষাঙ্গ দিয়ে সিমেন (যা বাংলায় 'বীর্য' বলে পরিচিত) রিলিজ হয়। অনেক সময় ইরেকশন ছাড়াও স্বপ্নদোষ হতে পারে। শুধু যে টিনএজ বয়সের ছেলেরা-ই ওয়েট ড্রিম দেখে তা নয়, প্রাপ্তবয়স্ক যেকোনো পুরুষেরই এই অভিজ্ঞতা হতে পারে।

ওয়েট ড্রিমের কারনে ট্রাউজার কিংবা বিছানার চাদর ভেজানোর পর অনেকের নাও মনে থাকতে পারে। কারো কারো স্বপ্নের মধ্যে স্পার্ম রিলিজ হবার সময় ঘুম ভেঙ্গে যায়, আবার কারো ঘুম নাও ভাঙ্গতে পারে।

ওয়েট ড্রিমের অভিজ্ঞতা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। কেউ সপ্তাহে দুই তিনবার দেখতে পারে, কেউ মাসে একবার দেখতে পারে, আবার কেউ বছরে চার/পাচবার এই অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে। অবিবাহিত পুরুষদের তুলনায় বিবাহিত পুরুষরা ওয়েট ড্রিম খুব একটা দেখেনা বললেই চলে। কারন টা আর কিছু নয়, বিবাহিত পুরুষদের প্রায় নিয়মিতই সিমেন রিলিজ হয় ফলে টেস্টোস্টেরনের ব্যালান্স ঠিক থাকে। যে সকল পুরুষেরা রেগুলার মাস্টারবেট করে, তাদের ক্ষেত্রেও সেইম ব্যাপার টি ঘটে।



ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ সম্পুর্ন স্বাভাবিক এবং প্রাকৃতিক একটি বিষয় যা ছেলেদের শরীরের প্রজননতন্ত্রের হরমোন গুলো ব্যালান্স করে। ওয়েট ড্রিম দেখার পর অনেক ছেলের মনে অপরাধবোধ এবং লজ্জা কাজ করে। কিন্তু যে জিনিসের উপর আপনার হাত নেই, সেটা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই।

ইসলামিক দৃষ্টিতে ওয়েট ড্রিম দেখার পর যদি স্পার্ম রিলিজ হয়, সেক্ষেত্রে গোসল করা ফরজ হয়ে যায়।

ওয়েট ড্রিম দেখার সাথে ব্রণ ওঠা কিংবা ভঙ্গুর স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই। আমাদের দেশের ফুটপাথে বসা হাতুড়ে গোপন রোগ বিশেষজ্ঞ ক্যানভাসারদের কারনে অনেকের মনে ওয়েট ড্রিম নিয়ে নানা ধরণের ভুল ধারণা প্রচলিত আছে। এ ধরণের কিছু ভুল ধারণা ভাঙ্গার প্রয়াস হিসাবেই এই লেখার অবতারণা। আপনাদের জানার আগ্রহ এবং সাপোর্ট থাকলে সেক্স এডুকেশন নিয়ে পোস্ট কন্টিন্যু করব।



ওয়েট ড্রিম সম্পর্কে আরো কিছু জানার থাকলে, এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কোনো লজ্জা না করে মন্তব্য করতে পারেন। উত্তর দেবার চেষ্টা করব।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:৫৩

প্রতিশোধ বলেছেন: স্বপ্নদোষ কি শুধুই ছেলেদেরই হয়?মেয়েদের কি হয় না?

অন টপিক>আপনি কি ডাক্তার?

০৫ ই মে, ২০১৫ রাত ৮:৫৭

স্বর্ণমৃগ বলেছেন: আপনি পোস্ট টি সম্ভবত মনোযোগ দিয়ে পড়েন নি। পোস্টের উপরাংশে উল্লেখ করেই দিয়েছি।

২| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৪

রাঘব বোয়াল বলেছেন: ভালো লিখেছেন।

০৫ ই মে, ২০১৫ রাত ১১:৪৪

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই মে, ২০১৫ রাত ১২:০৫

নতুন বলেছেন: খুবই ভাল লেখা...ছেলেদের জানার দরকার আছে...

নতুবা ভন্ড কবিরাজের খপ্পরে পড়ার সম্ভবনা অনেক...

০৬ ই মে, ২০১৫ সকাল ১১:২০

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই মে, ২০১৫ রাত ১:০৪

বঙ্গতনয় বলেছেন: ভাল লেগেছে চালিয়ে যান

০৬ ই মে, ২০১৫ সকাল ১১:২০

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: হুম......জীবনে এই অভিজ্ঞতা না হওয়ায় ম্যালাদিন (বিয়ার আগপর্যন্ত) হতাশা ছিলো........। কিন্তু বাস্তবতা চিন্তা করে দেখলাম........ম্যানুয়ালী ক্রেডিট ট্রান্সফার বেশি হলে ব্যালেন্সই থাকবে কি........আর স্বপ্নে কিইবা উড়াবো....... :P :P

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪১

স্বর্ণমৃগ বলেছেন: হাহাহাহাহাহ :)

৬| ০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ওয়েট ড্রিম সারাজীবনে আমার হয়েছে দুই তিনবার... কারণ... বুইঝা লন B-)) :-B

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৩

স্বর্ণমৃগ বলেছেন: বুঝছি। অল্প বয়সে বিয়া করছেন B-)

৭| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:২২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪২

স্বর্ণমৃগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৮| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৫:০২

মোঃ আব্দুল কাউসার বলেছেন: খুব ভাল্লাগছে... :-) নেক্সট পোস্টের অপেক্ষাই রইলাম

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪২

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ কাউসার

৯| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:০২

প্রীতম মাঝি বলেছেন: ওয়েট ড্রিম লাইফে একবার হয়েছে....আর ধন্যবাদ চাইলে চালিয়ে যেতে পারেন...

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৪

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপনাকেও মাঝি। ইচ্ছে আছে, দেখি।

১০| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৮

তৌফিক মাসুদ বলেছেন: আমার মনে হয় ব্লগে অল্প বয়সীরা আসেনা। সেহুতু এমন পোষ্ট দেয়া যেতেই পারে।

এমন স্বাভাবিক ব্যপারগুলী আমরা খুব বাজে ভাবে নেই। আপনার লেখায় শিক্ষনীয় দিকটি বেশ দরকারি।

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৪

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।

১১| ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: চমৎকার পোস্ট !

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৫

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ আপু থুক্কু অপু!

১২| ০৮ ই মে, ২০১৫ রাত ১:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
উপকার ও শিক্ষামূলক পোস্ট।+++

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৫

স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ

১৩| ০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৫৮

ধূর্ত উঁই বলেছেন: ওয়েটড্রিম হবার পর গোসল করা ফরয। ফরয গোসল না করে নামায পড়া হারাম ।তারমানে নামায পড়লে গুনাহ হবে ।ও ওযর মাজুর আর অভাব তিনটা কারণে সব মাসলা হাল ।

০৯ ই মে, ২০১৫ সকাল ১০:৪৬

স্বর্ণমৃগ বলেছেন: হুম

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

অরনপ বলেছেন: আমার এই সমস্যা টা হয় । ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য। আমি অনেক দিন ধরে এই রকমের একটি পোষ্ট খুঁজছিলাম। আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস। এর আগেও একটা টিপস্ পেয়েছিলাম। এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে< http://muktomoncho.com/archives/2034

১৫| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

আল ইফরান বলেছেন: বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন

কঠিনভাবে সহমত। এই সব ব্যাপারে সুন্দরভাবে খুব কম মানুষই লিখতে পারে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.