![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ই সাধারণ একজন মানুষ। ফেসবুকেঃ https://facebook.com/MahbubHasanM/
সে সময় বাংলা কবিতা এবং সাহিত্য ছিল সমাজের উচুতলার এলিট শ্রেণীর জন্য। কবিতা কিংবা সাহিত্যে সমাজের নিচু শ্রেণীদের ঠায় ছিল না। মুসলমান সমাজের অভিযোগ ছিলো রবীন্দ্রনাথ ও সমসাময়িক কবি-সাহিত্যিকরা হিন্দুদের প্রাধান্য দিয়ে লিখছেন। প্রতিটি সাহিত্যে হিন্দুয়ানী শব্দ ও সংস্কৃতির জয়জয়কার, তাই একটা সময় পর গিয়ে মুসলমানদের মধ্যে এ কারণে রবীন্দ্রনাথ কেও বয়কটের রব উঠলো। বাংলা সাহিত্য ও কবিতা হয়তো বাংলার মুসলমান ও নিচু শ্রেণীদের থেকে বিভক্ত হয়েই যেতো, যদি না রুটির দোকানের চুলা থেকে ‘দুখু মিয়া’ নামের ঝাকড়া চুলের আস্ত একটা ধূমকেতুর সৃষ্টি না হতো!
দরিদ্র মুসলিম পরিবারে জন্ম নেওয়া দুখু মিয়া সাহিত্য কে সমাজের উচুতলা থেকে টেনে নিচে নামিয়ে আনলেন। সাহিত্য কে ছড়িয়ে দিলেন লেটো দলের বাদক হয়ে, রেলগার্ডের খানসামা হয়ে, বিশ্বযুদ্ধের সৈনিক হয়ে, ব্রিটিশবিরোধী আন্দোলনে, গীতিকার-গল্পকার-সুরকার হয়ে, কারারুদ্ধ বন্দী হয়ে, শাসকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক হয়ে। কখনো তিনি গান গেয়েছেন, কখনো পত্রিকা সম্পাদনা করেছেন, কখনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছেন। নজরুল ছিলেন ওই সময়কার প্রথম বাঙ্গালী, যে ক্ষমতাবান আর সমাজের উচুশ্রেণীর তেল দেওয়া নতজানু সাহিত্য কে ভেঙ্গে নতুন এক সবল, শক্ত ও বিদ্রোহী রুপ দিয়েছিলেন।
নজরুল তার শিকড় কে ভুলেননি কখনোই। সমাজের সব ধরণের মানুষের সাথে তিনি মিশেছিলেন। আর তাই হ্যারিসন স্ট্রিটের রিকশাওয়ালাকে তিনি বলেছিলেন – “এ্যাই তুই তো অনেককেই নিয়ে যাস রিক্সায় টেনে। ঠিক আছে আজ তুই রিক্সায় বোস আর আমি তোকে টেনে নিয়ে যাই”। নজরুল শুধু রিকশাওয়ালা কে টেনেই ক্ষান্ত হননি। কুলি, মজুর, মুচি, মেথর, কৃষক, তাঁতি, জেলে সহ সমাজে বসবাসকারী সব ধরণের জনগোষ্ঠীকে টেনে নিয়ে এসেছেন বাংলা অভিজাত সাহিত্যের অন্দরমহলে। হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ সহ সবাইকে নিয়ে তৎকালীন সাহিত্যবিভক্ত বাংলায় সৃষ্টি করেছেন সাম্যবাদ। রবীন্দ্রসৃষ্ট বিশাল সাম্রাজ্যের পাশেই নতুন এক ‘স্বতন্ত্র’ সাম্রাজ্য গড়ে তুলেছেন। যে সাম্রাজের নাম “নজরুল”।
আমাদের সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, বেদনার কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি!
২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১৭
স্বর্ণমৃগ বলেছেন: নীচু শ্রেণী বলতে কাদেরকে বুঝিয়েছি, এটা আপনি ভালো করেই বুঝেছেন।
তৎকালীন সময়ে বাংলা সাহিত্যে যে শ্রেণীর মানুষগুলো উপেক্ষিত ছিলো, যাদের প্রবেশাধিকার সংরক্ষিত ছিলো।
২| ২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মানুষের কবি, মানবতার কবি
সাম্যের কবি প্রেমের কবি
দ্রোহের কবি, জাতীয় কবি'র জন্মদিনে কবির প্রতি বিনম্র, অন্তহীন শ্রদ্ধা।
দীর্ঘ ৬ বছর ২০ দিন পর সামুতে প্রত্যাবর্তন দিবসে অভিনন্দন
ওয়েলকাম ব্যাক প্রিয় স্বর্ণমৃগ ভায়া
২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১৩
স্বর্ণমৃগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই!
সামুর এই ইমু গুলো ভীষণ ভীষণ আপন লাগে। মিস করছিলাম এটা।
৩| ২৫ শে মে, ২০২১ দুপুর ১২:২২
মাসউদুর রহমান রাজন বলেছেন: নজরুলকে নিয়া যে কোন লেখাই পড়তে ভালো লাগে। আমার প্রিয় কবি।
২৫ শে মে, ২০২১ দুপুর ১২:৩০
স্বর্ণমৃগ বলেছেন: ধন্যবাদ।
নজরুল আমারও প্রিয়।
৪| ২৫ শে মে, ২০২১ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: একবার কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি বলায়, নজরুল এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিয়েছিলেন ।
এই গল্পটি জানেন?
২৫ শে মে, ২০২১ বিকাল ৩:১৫
স্বর্ণমৃগ বলেছেন: অথেনটিক?
জানতাম না
৫| ২৫ শে মে, ২০২১ বিকাল ৩:২৩
অপু তানভীর বলেছেন: কী ব্যাপার পথ ভুল আজ সামু পাড়ায় ?
অনেক পড়ে আবার আপনাকে সামুতে পোস্ট করতে দেখে ভাল লাগলো !
২৫ শে মে, ২০২১ রাত ৮:৪৮
স্বর্ণমৃগ বলেছেন: হাহাহা..
সকালে ঘুম থেকে উঠে পেপার পড়ার অভ্যেস। চোখে পড়লো আজ কাজী নজরুলের জন্মদিন, ভাবলাম কিছু লিখে ফেলি।
৬| ২৬ শে মে, ২০২১ রাত ১:০০
নেওয়াজ আলি বলেছেন: বল বীর উন্নত মম শীর
২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১০
স্বর্ণমৃগ বলেছেন: রক্তে নাচন ধরায়...
৭| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি মধ্য গগনে থাকা অবস্থাতেই হঠাৎ ডুবে গেলেন, যা ছিল অপ্রত্যাশিত। তবে শুনেছি যে উনি না কি ওনার মায়ের প্রতি অবহেলা করতেন।
০২ রা জুন, ২০২১ সকাল ১০:৫৭
স্বর্ণমৃগ বলেছেন: আসলেই।
এ ব্যাপারে জানা নেই...
৮| ০২ রা জুন, ২০২১ বিকাল ৩:১৬
মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক !
আমাদের সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, বেদনার কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি!
৯| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৩২
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন লেখা দিন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২১ দুপুর ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কয়েকবার 'নীচু শ্রেণী' শব্দটা ব্যবহার করেছেন, ইহা দ্বারা কাহাদের বুঝায়েছেন?