নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখবো এবার জগতটাকে...

::::: দেখবো এবার জগতটাকে :::::

সৌম্য

আমি সাঈদ সৌম্য। ঘুরা ঘুরি করতে ভাল্লাগে আমার ব্যাক্তিগত সাইট http://www.shoummo.com/

সৌম্য › বিস্তারিত পোস্টঃ

অমিমাংসিত রহস্যাবলী পার্ট১- দি গানস অফ বরিশাল

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৭

আজকে রাতের বেলা বাড়ি ফিরছিলাম। সায়েন্স ল্যাবে সামহোয়ার ব্লগের ব্লগার এবং ফটোগ্রাফার আলেক্সান্দার দ্যুমা ওরফে আল মারুফের সাথে দেখা হয়ে গেল। তাকে পাকড়াও করে নিয়ে তেহারী ঘরে ঢুকেছি। দুনীয়ার আলাপ হচ্ছিল। ও নিজে প্রত্ন ত্বত্তের ছাত্র। এই প্রসঙ্গে দেশের কিছু প্রাচীন অমিমাংসিত রহস্য নিয়ে আলাপ করছিলাম। কথায় কথায় বগা লেকের প্রসংগ আসলো। একটা রহস্য যেটা অনেকেই ঘুরে এসেছে, কেউই জানে না বগা লেকের আসল সমাধান। বেশির ভাগ লোকই রহস্যটাই ধরতে পারে না। ভাবলাম রাতে বগা লেক নিয়ে ব্লগর ব্লগর করবো। বগা লেকের খুব সুন্দর কিছু ছবি তুলেছিলাম। কিন্তু আপলোডিং সমস্যার কারনে পারলাম না। সমস্যা নেই অন্য আরেকটা অমিমাংসিত রহস্য নিয়ে কথা বলি। যার নাম the guns of barisal. এনসাইক্লোপিডিয়াতে নাকি এটাকে লিখা আছে দি বরিশাল গানস নামে। যার সত্যিকার সমাধান আজও অজানা রয়ে গেছে।

অনেক বছর আগে সুন্দর বনের উপর লিখা বিশাল মোটা একটা বইয়ে গানস অফ বরিশালের নাম শুনেছিলাম। রেফারেন্স গুলো ঠিক মত মনে নাই। ১৭৫৭ সামে ব্রিটিশরা ভারত বর্ষ দখলের পরে বড় বড় শহর বন্দর গুলিতে অবস্থান নিতে থাকে। ১৮৭০ একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম গানস অফ বরিশাল টার্মটা ব্যাবহার করেন। তার লিখায় জানা যায় ফ্রেব্রুয়ারী থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিন কিংবা দক্ষিন পশ্চিমে বঙ্গোপসাগর থেকে অদ্ভুত ধরনের কামান ফাটানোর শব্দ আসে। নেটিভেরা এই শব্দকে বরিশাল কামান বলে ডাকে তাই উনি নাম দিলেন গানস অফ বরিশাল। শব্দটা কি তা নিয়ে রহস্যই থেকে গেল। সাধারনত শব্দটা একবার দুবার হয়। কিন্তু এর আসল উৎস কিংবা কারন আজও অজ্ঞাত থেকে যায়।

ব্রিটিশরা প্রথম দিকে ভেবেছিল হয়তো ডাচ কিংবা পুর্তুগীজ পাইরেটস রা বরিশালে কোন গোপন ঘাটি করেছে। মোঘল যুগে বরিশাল পটুয়াখালী অঞ্চল পর্তুগীজ এবং মগ জলদস্যুদের তান্ডবে মগের মুল্লুকে পরিণত হয়, অনেকের ধারনা পর্তুগীজ পাইরেটস দের খোড়া একটা খাল যেটা দিয়ে ওরা সাগর থেকে নদীতে চলে আসতো তার নামানুসারে পর্তুগীজ খাল থেকে ক্রমান্বয়ে পটুয়াখালী এসেছে। আরেকদল যেই থিওরী দিল, তা হচ্ছে বঙ্গোপসাগরের গভীরে হয়তো কোন সাগর গর্ভস্থ আগ্নেয় গিরী কিংবা বিশালকায় খাল আছে। মৌসুমী বায়ুর প্রভাবে ওখানে হয়তো কোন বিস্ফোরন হয়। ব্রিটিশরা সাগরে উপকুল ঘেঁসে সন্ধান করে কিন্তু কোন সমাধানে আসতে পারে না। কিন্তু অত্যন্ত যৌক্তিক কারনে এই তত্ব গুলো ধোপে টেকেনি। পৃথীবীর অনেক জায়গায় বিশেষ করে উপকুল ঘেসে এধরনের শব্দ আসে, লোক জনকে আতঙ্কিত করে। বিজ্ঞানীরা আজকাল ভাবেন, সাগর তীরে টেকটোনিক প্লেটের কোন মুভমেন্ট বা অন্য কোন কারনে হয়তো এই জাতীয় শব্দের উতপত্তি। কোন জোড়ালো প্রমান অবশ্য আসে নি।

উইকিপিডিয়া http://en.wikipedia.org/wiki/Barisal_guns এর ওয়েব সাইটে বরিশাল কামান সম্পর্কে বেশি কিছু নাই। একই ধরনের রহস্যময় শব্দ পৃথীবীর আর কোথায় কোথায় হয় কি নামে ডাকে। that they are connected with the tidal bore in the Meghna estuary। কিন্তু এটা যদি মেঘনার কোন কারনে হয় তাহলে শব্দটা রেগুলার হবার কথা। রহস্যময় ভাবে একবার দুবার হবার কথা না। এছাড়া আর সম্ভাব্য কারন গুলো এরকম।

১। মিটিওরাইট। ( বরিশাল উপকুলে সাগরে ঘন ঘন মিটিওরাইট, অবিশ্বাস্য)

২।Gas escaping from vents in the earth's surface. বিশ্বাস যোগ্য। কিন্তু বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান হচ্ছে। সাঙ্গু ছাড়া আর কোন গ্যাস ক্ষেত্রের সন্ধান আমাদের জানা নেই যেটা বঙ্গোপসাগরে, বরিশাল অঞ্চলের কাছে।

এছাড়া, মিলিটারী এয়ারক্রাফটের সনিক বুম, ভুমিকম্প আরো অনেক কারন দেয়া আছে। অন্য যে সব স্থানে এই রকম সাউন্ড পাওয়া যায় তার মাঝে আছে। Similar sounds, called in the Netherlands and Belgium mistpoeffers, or in Italy brontidi, or marinas, or in the Phillipines retumbos, or elsewhere fog guns, were heard from time to time. They were reported from Passamaquoddy Bay in southwestern New Brunswick, in Belgium and Scotland, at Cedar Keys, Florida, Lough Neagh in Ireland, and in Western Australia, and in Victoria State. They were reported on an Adriatic island in 1824, at Franklinville, NY in 1896, and in northern Georgia. Lewis and Clark heard then on 4 July 1808. Though often heard at coastal locations and beside lakes, they were also heard away from bodies of water, and were described as booms, like thunder.



এনসাইক্লোপিডিয়াতে আছে, the Guns of Barisal are supposed to be caused by earth movments too feeble to be felt. কিন্তু এমন ভুমি কম্প যা কেউ টের পায়না কিন্তু খালি শব্দ হয় শুনতেও আজব লাগে।



গুগলে গানস অফ বরিশাল দিয়ে সার্চ দিলে কিছু লিঙ্ক পাবেন। এছাড়া উইকিপিডিয়াতে http://en.wikipedia.org/wiki/Barisal_guns এ সম্পর্কে কিছু কিছু তথ্য আছে। এছাড়া Click This Link



গানস অফ বরিশাল সম্পর্কে আগ্রহী হয়ে বরিশাল অঞ্চলের কয়েকজনের সাথে কথা বলেছিলাম। বেশির ভাগ লোক বরিশালের কামান শব্দটা শূনেই নি। কিন্তু বরিশাল কামান সম্পর্কে কবি সুফিয়া কামাল তার আত্ন জীবনীতেও লিখেছিলেন, তার শৈশবে এধরনের রহস্যময় বিস্ফোরনের আওয়াজের কথা তিনি মুরুব্বীদের কাছে শূনেছেন। তার কথায় ১৯৫০ এর পরে উনি কখনো এই শব্দ আর কেউ শুনেছে তা শোনেননি। হয়তো সাগরে কোন গ্যাস ফিল্ড যেটা এখন মৃত। কোন মৃত আগ্নেয়গিরী কিংবা অন্য কোন রহস্য, যেটাই হোক অনেক কিছু এখনো রয়ে গেছে আনসলভড মিস্ট্রি হিসাবে।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩

টেকনো বলেছেন: তথ্য ভাল...জানলাম

ধন্যবাদ

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪০

সৌম্য বলেছেন: নেটে ঘাটলে আরো জানতে পারবেন এসম্পর্কে। বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে

২| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪০

জটিল বলেছেন: সমাধান হলে জানা যাবে

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৮

সৌম্য বলেছেন: চলেন বগা লেকে, সিস্মোগ্রাফ আর আধুনিক টেকনোলজীর জিনিস নিয়া ঐখানেও অনেক কিছু অমিমাংসিত আছে।

৩| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৫

মিছে মন্ডল বলেছেন: ৬ বৎসর বরিশালে ছিলাম; কোনদিন এরকম শব্দের কথা কারও কাছেই শুনেছি বলে মনে পরেনা। তবে আপনার লেখা থেকে অনেক কিছু জানতে পারলাম। ভালো লাগলো। বরিশাল আমার খুবই প্রিয় স্থান। বরিশালে থাকা কালিন সময়ে যদি জানতে পারতাম , আরও ভালো লাগতো ও হয়তো কিছু খোজও নিতে পারতাম।

৪| ০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:০৭

বাবুয়া বলেছেন:
সৌম্য, খুব সুন্দর লিখেছেন। অনেক তথ্যমুলক লেখা!
আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা লেখা পোস্ট দেবার জন্য।

৫| ০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩২

ঘাসফুল বলেছেন: দারুন লেখা ---"আনসলভড মিস্ট্রি " ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.