নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাকাল333

আমি আমার দেশ ও মানুষের জন্য কাজ করতে চা্ই।

মহাকাল333 › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৭

হেরে যাওয়া মানুষদের কেউ মনে রাখে না। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। ক্লাসের ফাস্ট বয়কে সবাই মনে রাখে, কিন্তু যে ছেলেটি সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েও ক্লাসের মেরিট লিস্টে আসতে পারে নি,তাকে মনে রাখে না।বাংলাদেশের চাকরির বাজারে প্রতি বছর কিছু সংখ্যক মেধাবী হয়ত ব্যাংক বা বিসিএস এ জায়গা করে নিচ্ছে, বাকিদের মধ্যে অনেকেই হয়তো সামর্থ্যের শেষবিন্দু দিয়ে লড়াই করেও ব্যাংকার বা বি সি এস ক্যাডার হতে পারছে না,তারা কালের স্রোতে হারিয়ে যাচ্ছে।পৃথিবীটা আসলেই অনেক স্বার্থপর, বাংলাদেশের চাকরির বাজার ও সমাজ ব্যবস্থা তার চেয়েও অনেক অনেক বেশি স্বার্থপর। এখানে সামাজিক পদমর্যাদা, ভাল চাকরি ও ক্ষমতা ছাড়া সমাজ আপনার দিকে ফিরেও তাকাবে না। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে, স্টিভ জবস যদি বাংলাদেশে জন্মাতেন, সমাজ ব্যবস্থা ও পারিপার্শ্বিক চাপে তিনিও হয়তো ব্যাংকার বা বি.সি.এস ক্যাডারই হতে চাইতেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.