নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুঝিনা যে বুঝিনা , কি যে বুঝিনা , সেটাই বুঝিনা ..

শোভ

আমার মাঝে আমাকেই আমি খুজি

শোভ › বিস্তারিত পোস্টঃ

আজ আইভী রহমানের নবম মৃত্যুবার্ষিকী ২৪/৮/২০১৩

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫



আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় গুরুতর আহত আইভী রহমান ঘটনার চারদিন পর ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আইভী রহমানের ৯ম মৃত্যুবাষির্কী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে আছে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়াও এই দিন বাদ আছর গুলশান আইভী কনকর্ড টাওয়ার, বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে শুভার্থীদের শরিক হওয়ার জন্য আইভী রহমানের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে আইভী রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানাবে।দিবসের কর্মসূচি জানিয়ে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশেই এই আক্রমণ সংগঠিত হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বৃদ্ধিতে ভীত হয়ে সেসময় বিএনপি-জামাত জোট সরকার এই নৃশংস আক্রমণে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষকতা দান করে। তারা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য ও অসাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করার জিঘাংসা থেকেই এই হত্যাযজ্ঞ সংগঠিত করে। শেখ হাসিনা এই নৃশংস হামলায় প্রাণে বেঁচে গেলেও নারী নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতা-কর্মী ঘাতকদের নিষ্ঠুর আক্রমণে মারা যান। আহত হয়েছিলেন অগণিত আওয়ামী লীগ নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আইভী রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের আহ্বান জানিয়েছেন।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.