নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শোভন মোস্তাফিজ

শোভন মোস্তাফিজ › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাই

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

জনগনই সকল ক্ষমতার উৎস।" এইডা একটা ডাহা মিথ্যা কথা।
অন্তত বংগদেশে এই কথা অধিকতর গ্রহনযোগ্য।
সেখানে অাদৌ কোন সরকার ভোটের নির্বাচিত হয়নি। যে বার যে দল ভোট কেটে নিতে পারছে তারাই বইছে ক্ষমতায়।
পাবলিক ভোট দিতে গেছে আর কলা খেতে খেতে আইছে।

এর আগে 'ক' দল ক্ষমতার জন্য ২৭ দিন অবরোধ করে ভয়াবহ ভাবে আগুন আগুন খেলে #ফিলিংস নিছে।
এখন 'খ' দল ক্ষমতার জন্য ৫ তারিখ থেকে অবরোধ চালাইতেছে এবং আগুন আগুন খেলে #ফিলিংস নিতেছে।

পাবলিক সেদিনও কলা খাইছে এখনো খাইতেছে।

আর এ ক্ষমতার পিছনে পাবলিক অাদৌ ছিল না।

গভমেন্ট ফর দ্যা পিপল,বায় দ্যা পিপল এই শুমধুর #লুল বানী বরাবরি ক্ষমতাধারীদের আনন্দ দান করছে।

পাবলিক বাসে পুরে মরে, ইটের ধিলে শিক্ষক মারা যায়।বাচ্চার হাতের কব্জি উরে যায় কক্টেলের কারনে।

ভাই,পাবলিক মুক্তি চায়।
যাদের সামর্থ্য আছে তারা দেশ ছাড়তেছে।কিন্তু যাদের নাই তারা পচে মরবে এই দুই দলের আগুন আগুন খেলার মাঝে।
ওদের মুক্তির একমাত্র পথ হল মরন কে বরণ করে নেয়া।
কারন এই মেরুদন্ডহীন জাতীর পক্ষে পরিবর্তন অসম্ভব।

১টাকার কয়েন দিয়ে টস দিলে নাই শাপলা ওঠে নয়তো মানুষ ওঠে।
ঠিক এভাবেই নয়তো 'ক' দল নয় 'খ' দল।

রাজনীতিবিদ দের শুভ বুদ্ধি উদয় না হউয়া পোন্তক আমাদের রক্ষা নাই।আল্লাহ তাদের সঠিক পথের সন্ধান দিক। আমিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.