নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

চীনের প্রাচীর

২৬ শে মে, ২০২০ রাত ৯:১০

প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এই চীনের প্রাচীর। প্রাচীর চীনারা বানিয়েছিল বলে এখন সবাই তা দেখতে যায়। তবে যে কারনে অনেক অর্থ সম্পদ ও মানুষের জীবন বিলীন হয়েছিল এই প্রাচীর বানাতে তা বিনিময়ে এটা চীন কে সুরক্ষা দিতে পারেনি। তবুও মহা চীনের প্রাচীর বলে কথা ………


মঙ্গোল ঠেকাতে
প্রাচীর টিকাতে,
প্রান দিল লাখে লাখে
প্রজাকুল ঝাঁকে ঝাঁকে।
রাজাদের শখে হায়
প্রজাদের প্রান যায়,
তারপর ও থাকেনি
পরাজয় ঠেকেনি।
ইতিহাসে আজও তাই
যুগে যুগে পড়ে যাই।
রাজা আসে রাজা গেলে
যুগে যুগে বয়ে চলে
সাক্ষীর জয়গান
প্রাচীরের গুণগান।
বহুদুর থেকে এসে
চীনারাই দেখছে
মনে পড়ে কত কথা
ঠেকে তারা শিখছে।
চীন দেশ আজ অতি
উন্নতি দ্রুত গতি,
ঝকঝকে চারিদিক
করে শুধু ঝিকমিক,
চীনদেশে গেলে তাই
প্রাচীর দেখে ভাই,
লেগে পর নিজদেশে
দেশ সেবা কর হেসে।
চীনারা যা পেরেছে, আমরাও পারব
সোনার এই দেশটাকে, সোনা দিয়ে গড়ব।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২০ রাত ৯:৫৩

ঢাবিয়ান বলেছেন: চীন শব্দটা শুনলেই এখন মেজাজটা খারাপ হয়ে যায়।

২৬ শে মে, ২০২০ রাত ১০:১৭

শোভন শামস বলেছেন: করোনার কারনে সারা বিশ্ব এখন চীনের উপর ক্ষেপে আছে।
সাথে থাকবেন, ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: চীন দেশ খারাপ না।
ভালা পাই।

২৬ শে মে, ২০২০ রাত ১১:১৩

শোভন শামস বলেছেন: প্রযুক্তি এবং অর্থনৈতিক দিক দিয়ে চীন এগিয়ে গেছে। সাথে থাকবেন, ধন্যবাদ।

৩| ২৬ শে মে, ২০২০ রাত ১০:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চীন এসব কেয়ার করে না। চীনের সাথে পাঙ্গা নেওয়ার মতো কোন দেশ নাই পৃথিবীতে।

২৬ শে মে, ২০২০ রাত ১১:১৪

শোভন শামস বলেছেন: চীন এখন সুপার পাওয়ার, তার পরিধি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, সাথে থাকবেন, ধন্যবাদ।

৪| ২৬ শে মে, ২০২০ রাত ১১:১২

নেওয়াজ আলি বলেছেন: সময়োপযোগী পোষ্ট।

২৬ শে মে, ২০২০ রাত ১১:১৫

শোভন শামস বলেছেন: করোনার কারনে সারা বিশ্বে চীন এখন আলোচিত, সাথে থাকবেন, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.