নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী

shshahin

আমি অল্পতে সন্তুষ্ট।

shshahin › বিস্তারিত পোস্টঃ

আমার ভাবী মারা গেছে.......

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

আজ কোন রাজনৈতিক বিষয়ে নয় .... আজ অন্য একটি সামজিক দায়বদ্ধতা এবং সচেতনতা মূলক বিষয় লিখছি------

আমার ভাবী মারা গেছে গত রবিবার ০৩.০৬.১৩ ক্যানসার রোগে আক্রান্ত হয়ে। আমার ভাবীর ব্যাপারে একটি কথায় শুধু বলব যারা সিনেমায় দেখেছেন বলতে ভাবী নয় ভাবী মা। একই ব্যাক্তি কিভাবে ভাবী এবং মা হতে পারে তা আমার জীবনের ১০ বছর থেকে ২৭ বছর জীবনে দেখেছি। এই একটি উক্তি দিয়েই নিশ্চয় বুঝতে পারছেন ভাবীর সাথে আমার কেমন আত্মার সম্পর্ক ছিল।



আমার ভাবী মারা গেছে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে অনলাইনে আমি ক্যানসার সমন্ধে অনেক কিছু জেনেছি তার মধ্যে একটি তথ্য হলো মহিলারা ক্যানসারে বেশি আক্রান্ত হয়। এবার আসি আবার ভাবীর সমন্ধে আমরা ভাবীর চিকিৎসার কমতি করিনি তবে যেখানে আমাদের আফসোস যে ভাবী যখন থেকে বলেছিল তার পেটে চাকার মত এবং ব্যাথা তখন আমরা সহ ভাবী (মহিলাদের স্বাভাবিক ভাবেই নিজেদের ব্যাপারে একটু উদাসীন হয়) কেউ ব্যাপারটা খুব গুরুত্ব দেইনি। সাধারন মানে ডাক্তার দেখাই এবং ডাক্তার ব্যাথা ঔষধ দেই যা সুস্থ তো হয়নি বরং ক্যানসার আরো বৃদ্ধি পেয়েছে যখন আমরা সঠিক ডায়াগনেসিস করে জানতে পারলাম তখন সেটা মিডল স্টেজ। তারপর ও ডাক্তার আশান্বিত করেছিল । কিন্তু দুঃখের কথা হল ভাবী মারা গেল তার দুই সন্তান রেখে (বড় মেয়ে ১৩ বছর এবং ছোট ছেলে ১০ বছর)।





সেই জন্য সকল ব্লগারদের মাধ্যমে আমি জানাতে চাই যে, নারীদের যেকোন অসুখের প্রতি অবহেলা নয়। এবং নারী ব্লগারদের বলব আপনারা আরো একটু সচেতন হবেন এতে করে জাতি গড়ে উঠবে তার মায়ের স্নেহে তা নাহয় বেড়ে উঠবে আমার ভাতিজি ও ভাতিজার মত।.....

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

ফালতু বালক বলেছেন: আল্লাহ তার মঙ্গল করুক, আমীন।
তার প্রতি প্রবল দোয়া।

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: নারীরা এসব ক্ষেত্রে নিজেরাই নিজেদের অবহেলা করে।

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

পণ্ডিত মশাই বলেছেন: সমবেদনা আপনার জন্য। শুধু নারীদেরই নয় নারী পুরুষ নির্বিশেষে কারোরই রোগ নিয়ে অবহেলা করা ঠিক নয়।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: আল্লাহ ওনার মাগফেরাত দান করুক..........।

৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১২

খেয়া ঘাট বলেছেন: মহান রাব্বুল আলামীন আপনার মাতৃসময় ভাবীকে জান্নাতবাসী করুন। আল্লাহ উনার সন্তানদের দুঃখ, শোক কাটিয়ে ওঠার সাহস দিন।
বড় মেয়ে আর ছোট ছেলের জন্য খুব খারাপ লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.