![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিতাবুন - একটি কলম থেকে শুরু। তারপর হাযা কিতাবুন - ইহা একটি বই।
প্রাণের ভাষা আরবীর পথে যাত্রার সূচনাটি কত সহজ! বইয়ের নামটিও তেমন সুন্দর -- আত-তারিকু ইলাল আরাবিয়্যাহ--
এসো আরবী শিখি।তাহলে লেখক কেমন স্বছ-সুন্দর বলাই বাহুল্য।
আলমানহাজুল মাদানীর অন্যতম একটি শ্লোগান হল,প্রতিটি শাস্ত্রের প্রাথমিক পাঠ হবে মাতৃভাষায়।
সে লক্ষ্যে আরবীভাষা শিক্ষার প্রথম বইটি তিনি বাংলাভাষার মিশ্রণে সাজিয়েছেন।
ব্যাকরণ হলো ভাষার প্রাণ।তবে ভাষাটা শিখতে হয় আগে,পরে ব্যাকরণ ধীরে ধীরে...
কিন্তু আরবী বলুন বা আন্তর্জাতিকভাষা হিসেবে ইংরেজির কথাই বলুন।আমাদের কে ভাষা কিন্তু আগে শেখানো হয় না। বরং ব্যাকরণ মিশ্রিত এমন এক কঠিন বস্তু আমাদেরকে গ্রহণ করতে বলা হয় যা পরবর্তীতে বিপরীত ফল বয়ে আনে।
আমাদের দেশের উভয় ধারার শিক্ষাকাঠামোই এ ব্যাধিতে আক্রান্ত।
তবে মাদরাসা শিক্ষা ব্যবস্থায় বলা যায় একা আদীব হুযুরের সাধনায় এর পরিবর্তন ঘটেছে এবং ঘটছে।
ভাষা পড়ে শেখার জিনিস না।আরবীতে একটা কথা আছে,
"اللغة هي استعمال و ممارسة و تكرار فباستعمالها و ممارستها و تكرارها يحصل الاتقان"
---
ভাষা হলো চর্চা ও ব্যবহারের জিনিস।চর্চা ও ব্যবহারের মাধ্যমেই এর দক্ষতা অর্জিত হয়।
আলমানহাজুল মাদানীতে এ কাজটিই করা হয়।চর্চা।তামরীন।তাকরার।
ফলে বছরখানেক সময়ের মধ্যে হাযা কিতাবুন থেকে শুরু হওয়া সফরটি কোর'আনের সহজ আয়াতগুলো বুঝতে পারায় গিয়ে আরবীভাষার জগতে অবগাহন করার প্রবেশদ্বারে পৌঁছে যায়!
শেষ করছি উমর রাদিয়াল্লাহু আনহু এর একটি ক্বাওল দিয়ে,তিনি বলেন,
তা'আল্লামুল আরাবিয়্যাহ ফা-ইন্নাহা মিন দীনিকুম!
১৫ - ০৩ - ১৪৪৫ হি.
০১ - ১০ - ২০২৩
©somewhere in net ltd.