| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকে লিখা লিখির প্রতি তেমন কোন আগ্রহ ছিল না। খুব একটা বইও পড়তাম না। বই পড়তে যে ধৈর্য লাগে তা একদমি নেই আমার। তবু জীবনের বাঁকে আজ হঠাৎ লিখতে শুরু করেছি । আমার প্রথম ব্লগটি খুব একটা ভাল হয়নি জানি তবু আমার জন্য সেটা খুব একটা খারাপ ছিল না। জীবনের কাছে যা যেভাবে চেয়েছি তা সেভাবে কখনই পাইনি। যাইহোক সেটাতো অনেক লম্বা গল্প। আমি একজন ভাল মানের ব্লগার হতে চাচ্ছি জানি কঠিন হবে তবে অসম্ভব না। আমার লিখার মান ভাল করার জন্য সকলের কাছে সাহায্য আশা করছি।
আমি একটি সিরিজ আকারের গল্প লিখতে চাচ্ছি সবাই দোয়া করবেন ।
©somewhere in net ltd.