নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুষ্ট ছেলে

স্বপ্ন বাংলা

আমার ভালোলাগার প্রতিটি মুহূ্র্ত আমি আমার মতই উপভোগ করে যাব।

স্বপ্ন বাংলা › বিস্তারিত পোস্টঃ

গরুর ডাক্তার

২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৩১

ডাক্তারের কাছে যাইতে হইবে মনে পড়িলেই মনে হয় এই বুঝি মানুষ হইয়া গরুর ডাক্তারের কাছে যাইতেছি এবং যথারিতি তাহাই প্রমানিত হয়। যখনি তাহাদের কাছে যাই, মন তাহাদের সার্টিফিকেটখানা দেখিবার ইচ্ছা পোষন করে। যদি প্রতিটি ডাক্তারের চেম্বারে তাহাদের সার্টিফিকেটখানি লটকাইয়া রাখার একটা আইন থাকিতো, তবে আমার মত অধম রুগীদের মন সামান্য হইলেও সান্তনা লাভ করিতো।ডাক্তার বাবুদের নিয়ে আমার অভিজ্ঞতা বিশেষ সুবিধার না। এই পর্যন্ত ভালো ডাক্তারের সাক্ষাত খুব কমই পাইয়াছি। কেবল পাশ করিলেই যে যথার্থ ডাক্তার হওয়া যা্যনা ওনারা তাহারই প্রমান। মনে মনে ভাবি তাহারা কি নকল করিয়া পাশ করিয়াছে, নাকি সার্টিফিকেটখানি ভূয়া !! সময় এবং অর্থ ২টার"ই অপচয়। তবু যাইতে হয় এবং তাহাদের কাছেই যাইতে হয়। কারন আমাদের মত মধ্যম আয়ের মানুষদের পক্ষে সিঙ্গাপুর/ মালায়শিয়া গিয়ে চিকিৎসা নেওয়াও যে সম্ভব নয় !! :-& :-&

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৬

টি এম মাজাহর বলেছেন: সহমত। সব দেখে মনে হয় বাংলাদেশে ডাক্তারদের ১০ সেকেন্ডে ৫০০ টাকা কামাইবার প্রতিযোগিতা চলছে! যত নামীদামী ডাক্তার, ততো রোগী দেখার সময় কম।

২০ শে মে, ২০১৫ দুপুর ২:৪০

স্বপ্ন বাংলা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.