নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

আকাশ ভাঙ্গা বৃষ্টির অপেক্ষায়...

১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৮

আকাশ ভাঙ্গা নিরলশ বৃষ্টি কবে হবে?

শীতের এই রাতে হঠাৎ করেই

আকাশ ভাঙ্গা বৃষ্টির জন্য বড় ব্যাকুল এ হৃদয়।

যখন ছোট ছিলাম -

গ্রামের বাড়ীর সেই তুমুল বর্ষণ!!

আহা! দিনগুলি বুঝি ফেরত পাওয়া যায়না?

বড় ভিজতে ইচ্ছে করছে,

শহুরে রাস্তায় নয়, বারং গ্রামের পথে প্রান্তরে

রাস্তার পাশে যেখানে কদম ফুল,

প্রকৃতির বড় যতেœ বেখেয়ালে পড়ে আছে।

আমার ইচ্ছায় তো আর এই মাঘের শুরুতে

ঝুম বৃষ্টি হবেনা।

হবেনা গাছে কদম ফুলও।

কিন্তু যেদিন নীপবনে নামবে অঝর অলস বৃষ্টি

সেদিন আমার এই ব্যাস্ত জীবন কি আমাকে একটা দিন দিবে?

আকাশ ভাঙ্গা বৃষ্টিতে ভিজে ভিজে

রাস্তায় হাটার জন্য যে হৃদয়টা বড় ব্যাকুল হয়ে আছে!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১

ফারজানা মাহবুবা বলেছেন: আমার ইচ্ছায় তো আর এই মাঘের শুরুতে
ঝুম বৃষ্টি হবেনা।

:(

২| ১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৫

নিবেদীতা বলেছেন: আকাশ ভাঙ্গা বৃষ্টিতে ভিজে ভিজে
রাস্তায় হাটার জন্য যে হৃদয়টা বড় ব্যাকুল হয়ে আছে!
++++

শুভেচ্ছা আপনাকে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

বিহঙ্গ বলেছেন:
ওহে, প্রিয় অরুন ভাই,
মনে হয় কাউকে পেয়েছেন, তাই আর তর সইছেনা।
কবে বৃষ্টি হবে, কবে দুজনে -
"করি স্নান নবধারা জলে"

৪| ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩০

বিহঙ্গ বলেছেন:
click this link
গতকাল এ কবিতা লিখার পর আজ সকালে ঘুম থেকে ওঠে দেখি ,আবারো আকাশে মেঘের ঘনঘটা।

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৬

সুখী মানুষ বলেছেন:
মহত্মন বিহংগ,
আমাকে কেউ (মেয়েরা) ভালবাসে নাই, আমাকে কেউ ভালবাসে না। আমার রয়েছে বন্ধু, আপনার মত অনেক ভাল বন্ধু; আমার রয়েছে ষড় ঋতুর এই দেশ, মা আমার মাটি আমার... তাই প্রকৃতি নিয়ে লেখতে ভাল লাগে। এর চেয়েও ভাল লাগে যখন দেখি সুখীমানুষের ব্লগে আপনাদের মত ভাল মাপের বন্ধুরা/ব্লগাররা কমেন্ট করেন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৯

মিরাজ বলেছেন: লন্ডনে দেশের আকাশ ভাঙ্গা বৃষ্টি খুব মিস করি।

এখানকার বৃষ্টিতে ভেজা যায়না, অনেক সময় হাটলেও কেবল একটু ছোয়া পাওয়া যায় ।

১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৮

সুখী মানুষ বলেছেন: মিরাজ ভাই,
এই জন্যইতো বলি...

মাগো আমার মা, ও আমার বাংলা মা
তোমার বায়ু, তোমার মাটি, তোমার কোথাও নাই তোলনা..
মাগো মা..আমার জন্মভুমি জীবনাধিক প্রিয় বাংলা মা।...

৬| ১৯ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: +++++

৭| ১৯ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮

কালপুরুষ বলেছেন: বেশ ভাল হয়েছে। আবেগ ও অনুভূতির সহজ প্রকাশ।

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৫

সুখী মানুষ বলেছেন: আপনি ভাল বলছেন মানে হলো কবিতাটা আসলেও ভালো ;) । ধন্যবাদ কালপুরুষদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.