নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রসাঙ্গ অনন্ত জলিল

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

তর্ক বিতর্কে আমি নাই। এরপরেও এই তর্ক বিতর্কের বিষয়ে না লিখে আর পারছিনা। গত ঈদের কথা। বউয়ের অনুরোধ, নিঃস্বার্থ ভালোবাসা (ইংলিশে মনে হয় হোয়াট ইজ লাভ হয়) দেখাতে হবে। সন্দেহ হলো, বাস্তবে যে ভালোবাসা আমি দেখাই তা কি তবে নিঃস্বার্থ নয়! ধীরে ধিরে বউয়ের অনুরোধ ঘেনঘেনানিতে রূপান্তর হলো। শীতল ক্রোধের বসে সিদ্ধান্ত নিয়েই ফেল্লাম, নিঃস্বার্থ ভালোবাসা নিজে কতটুকু দেখাই আর অনন্ত জলিল সাহেব কতটুকু দেখালেন তার একটা কমপেয়ার না করলেই না। ঈদের দিন আমরা মিডিয়ার ইঞ্জিনিয়াররা অফিস করি। মানুষ বাসায় বসে ছুটির দিন আয়েশ করে টিভি দেখে। আমরা অফিসে বসে দেখাই। সারা দিন অফিস করে বউকে নিয়ে গেলাম বসুন্ধরায়। নিঃস্বার্থ ভালোবাসার লাইনের কয়েক শত মানুষের পিছনে দাড়ালাম। ঘন্টা খানেক কচ্ছপ গতিতে লাইন সামনের দিকে গেলো। সিনেপ্লেক্সের এক ভদ্রলোক এসে খবর দিলেন, আগামি পরশুর টিকিটও শেষ। তাও আমার ইচ্ছার কমতি ছিলো না। বউ এর ইচ্ছায় ঘাটতি পড়লো। ব্যার্থ মনরথে রিক্সাযোগে ঢাকা শহর ঘুরতে বের হলাম।



ফেসবুকের কল্যাণে নিঃস্বার্থ ভালোবাসা (ইংলিশে মনে হয় হোয়াট ইজ লাভ হয়) মুভির একটা ক্লিপ দেখলাম। হৃদয় নিয়ে হৃদয়বিদারক কান্ডকারখানার অন্ত রাখেন নাই অনন্ত সাহেব। আমার কথা এই প্রসঙ্গেই।



কেউ কেউ অনন্ত সাহেবকে খুব বাহবা দেন। বাংলা সিনেমা নিম্ন রুচির হয়ে গেছে। মধ্যবিত্ত, উচ্চবিত্ত কেউ ছিব দেখতে যান না। অনন্ত সাহেব সেই না যাওয়া মধ্য ও উচ্চবিত্তদের হলমুখী করেছেন, ব্লা ব্লা ব্লা। আর আমার কেবলি মনে হয়, ভদ্রলোক চমকের নাম করে প্রতারণা করছেন রুচিশীলদের সাথে। মানুষ বারবার অত্যাধিক বাজেটের মুভি দেখতে হলে যান। আর হৃদপিন্ড বাইরে এনে এর উপর রকেট হামলার হাস্যকর টাইপ অ্যানিমেশন দেখে আসেন। লোক যে হাসেন না তা না, হাসেন। তবে এই হাসি ভানু বন্দোপাধ্যায়ের "দুই খান কথা আছে" টাইপ কথা শুনে হাসি না। জজেজ, পম গানা টাইপ কথা শুনে হাসি। টাকা খরচ করে একটা মানুষ নিজেকে কতটা সস্তা করতে পারেন, কতটা হাস্যকর করতে পারেন তার প্রমান অনন্ত সাহেব।



যারা অনন্ত সাহেবের প্রচেষ্টার কথা বলে বাহবা দেন। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা দুই হাত সামনে তাকিয়ে বাহবা দেওয়ার রাস্তাটা কেন অনন্তকে দেখতে বলছেন না? বাংলাদেশেতো ক্রিয়েটিভ ছেলেপেলের অভাব নাই! ভালো সিনেমায় লগ্নি করতে চাইলে তো তাদেরকে দিয়েও মুভি বানানো যায়। অনন্ত কিন্তু মুভির কোয়ালিটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তিনি টাকা খরচ করে নিজেকে জাহির করতে চাইছেন। যারা অনন্তের পক্ষে কথা বলেন তারা একটা বার ভেবে দেখুন - আপনার কোমলমতি শিশুটা অন্তকে দেখে শিখে গেলো, জজেজ, পম গানা...(আরো নিত্য নতুন উনি যা শিখাচ্ছেন আমাদের)। আপনার ভালো লাগবে তখন?



অনন্ত যেই রাস্তা দেখালেন টাকা খরচ করে নিজেকে জাহির করার তার ভবিষ্যত কি কি হতে পারে জানেন? ওমুক তমুকের আজকাল টাকার অভাব নাই। দেখা গেলো টাকা খরচ করে নিজের বউ, শালির ছবি বিল বোর্ডে লাগিয়ে রেখেছেন। উদ্দেশ্য, টাকা আছে তাই নিজেকে দেখাচ্ছি।

একটা গল্প বলে শেষ করছি। পাগলা গারদে এক পাগল অন্য পাগলকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। পাগলের ডাক্তার ঐ পাগলকে ডেকে বল্লেন, আপনি অন্যকে সাহায্য করাটা ফিল করেছেন। তাহলে তো সুস্থ হয়ে গেছেন! পাগল হাসি দিয়ে বল্লো - ভিজা যাচ্ছিলো, তাই তুইলা আইনা গলায় রশি পেচাইয়া গাছে বাইন্ধা শুকাইতে থুইছি। এই গল্পের কে কোথায় ফিট হবেন তা সেট করে নেওয়া পাঠকের বিবেচনায় ছেড়ে দিলাম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

না পারভীন বলেছেন: বাংলা ছবি খুব ভাল লাগে ।
নায়ক অনন্ত হোক আর জসীম ই হোক । টেনশান মুক্ত অবস্থায় দেখা যায় । শেষে সবাই সুখে শান্তিতে বাস করে ।
অনন্ত তুমি এগিয়ে যাও , :) :) :)

২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

কাউসার রানা বলেছেন: ভাই এই পযন্র্ত ওনার কোন ছবি দেখি নাই, তবে ঈদে কোন এক চ্যানেলে ওর সাক্ষাৎকার দেখলাম !
গলার ভয়েস যদি এই রকম হয় !!!

মেজাজ পুরা খারাপ। হট ইজ লাভ গানটাই উনি এনিমেশন ব্যবহার করেছেন, আরে গাধার বাচ্চা এনিমেশন এই রকম হয় ? যার সঙ্গে বাস্তবের কোন মিল নেই , আজব !

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

evilseye বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে মনে করি আমরা বাঙ্গালিরা অন্তত ভারত বা আমেরিকান দের থেকে অনেক বেশি পরিশ্রমী। আমাদের মেধা অন্তত ভারত বা আমেরিকান দের থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু উপযুক্ত সুযোগের অভাবে আমরা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করতেছি। তার উপযুক্ত এবং উৎকৃষ্ট প্রমান আমাদের নতুন raising star MA Jalil. জলিল ভাইকে অনুরোধ করব বিদেশি ছবির ছায়া অবলম্বন না করে বাংলাদেশি গল্প, কাহিনী, উপন্যাস এর ছায়া অবলম্বনে সিনেমা বানান। টাকা যখন ঢালবেনই CREATIVE জায়গায় ঢালেন। তরুণ প্রজন্ম তো বসে নাই। ১০০০ জন তরুণ-তরুণি কে ১০০০ টা নতুন গল্প লেখার দায়িত্ব দেন। একটা না একটা পছন্দ হবেই। তারপর Script লেখেন। তারপর ছবি বানান। ……………………………………………..
দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হইতে দুই পা ফেলিয়া
একটি ঘাসের ...............
একটি শিশির বিন্দু..............................।।

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

দি সুফি বলেছেন: অনন্ত কিন্তু মুভির কোয়ালিটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তিনি টাকা খরচ করে নিজেকে জাহির করতে চাইছেন।

তাহার শখ চুপার হিরু হওয়ার :-P :-P

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সাহিত্য বিষয়ক ব্লগটিতে লিখতে পারেন-
http://cholontika.com/

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার লেখার সাথে স সহমত। এই লোকটা সিনেমায় আসছে বাংলা সিনেমার উন্নতির জন্য নয়, আসছে খ্যতি কুড়াতে!

আমরাও তার এই ভাড়ামিটারে আরও লাই দিচ্ছি। যদি তার সিনেমা ব্যবসায়িক লস খাইতো তাহলে নেক্সট টাইম সেইম ভাড়ামি করার জন্য ইনভেস্ট করার সাহস করতো না! সো আলটিমেটলি আমাদের মত আবাল পাবলিকই এর জন্য দায়ি!

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

রাহুল বলেছেন: সালমান মারা যাবার পর থেকে বাংলা বানিজ্যিক মুভি দেখিনা,দেখার রুচি নাই তা জলিল বানাক র খলিল বানাক।আপনার বউ কি জলিলের বক্ত? নাকি বাংলাছবির বক্ত? :) :) :)

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

খেয়া ঘাট বলেছেন: ভদ্রলোক চমকের নাম করে প্রতারণা করছেন রুচিশীলদের সাথে।-

এই একটি লাইনেই আপনি সব বলে দিয়েছেন। সাবাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.