![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
১১ মাসের প্রিয় এখন অনেক বড় হয়ে গেছে। উদাহরণ দেই...
গিন্নির সাথে ফোনে কথা বলি। পাশ থেকে প্রিয় ঈই ঈই... করতে থাকে। একটা পর্যায়ে আমি গিন্নিকে বলি
- দাও আমার পুত্রকে দাও।
গিন্নি তখন এমন ভাবে প্রিয়কে ফোনটা দেয়! মনে হয় না জানি প্রিয় কতটা বুঝে। তিনি ফোনটা দেওয়ার সময় বলেন
- প্রিয়, এই নাও বাবা কথা বলবে।
বাপ-ব্যাটার মধ্যে অনেক কথা হয়। যেমন
- প্রিয়
- ঈই..
- পুতিস পুতিস?
- ঈই.ঈ..
- বাবা বলো, এ্যাই
প্রিয় তখন ধমকের স্বরে বলে
- আআএ্যাই...
আমি বলি
- পমপম পাখী, কুতিস কুতিস
- ঈইই...
একটু পর যখন বলি
- বাবা খেয়ে ফেলোও...
তখন প্রিয় আর কথা বলে না। আবার মাঝেমাঝে বিরক্ত হয়ে আমাকে ঝাড়িও দেয়। বলে, আআএ্যাই...।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
বাংলার জমিদার রিফাত বলেছেন: এটাই আবেগ!