![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ক্লিন বোল্ড হয়ে গেলাম। এর আগে একটা উদাহরণ দিতে হবে। উদাহরণ ছাড়া এই অপমান বুঝানো সম্ভব না।
ক্লাশে তিন বন্ধু দেরী করে ঢুকলো। টিচার বল্লো
- কি রে তোদের দেরী কেন?
এরা তিন জন সমস্বরে বল্লো
- স্যার একজন অন্ধকে রাস্তা পার করে দিলাম, তাই দেরী।
টিচার অবাক হয়ে বল্লো
- এক অন্ধকে পার করতে তিন জন লাগলো!
ছেলেগুলা বল্লো
- স্যার অন্ধ লোকটাতো রাস্তা পার হইতে চায় নাই! জোর কইরা রাস্তা পার কইরা দিলাম তিন জনে মিল্লা।
উদাহরণ শেষ। এবার আমার কাথা বলি। অপরিচিত একটা চা দোকানে বৃষ্টিতে আটকা পড়লাম। চায়ের অর্ডার দিলাম। খেয়াল করলাম, চা দোকানদার খুব গান পাগল মানুষ। মোবাইলে রুনা লায়লার গান শুনছে ফুল ভলিওমে। কিন্ত মোবাইলের স্পিকারের সাউন্ড আর কত হবে!
ভাবলাম, একটা ছোট্ট পানির বোতল দিয়ে একটা যাদু দেখাই। পানির বোতলের ঠিক মাঝ বরাবর কেটে তলার দিক ফেলে দিতে হয়। এরপর বোতলের মুখটা রাখতে হয় মোবাইলের স্পিকারের উপর। ব্যাস্, সাউন্ডটা বোতলের অর্ধেকে একটা হলো ইফেক্ট পায়। এতে সাউন্ডটা লাউড ও ক্লিয়ার হয়।
পকেটে সুইস আর্মি নাইফ (ম্যাগগাইভার ছুড়ি) আমার সব সময়ই থাকে। বল্লাম
- মামা, একটা পানির বোতল দেন। আপনার এই মোবইলের গান দেকবেন মাইকের মত বাজবো।
মামা খুব বিনয়ী একটা হাসি দিলো। বল্লো, পানির বোতল নাই মামা। থাক, চলবো।
প্রথমে ভাবলাম, ব্যাটা কি ভদ্রভাবে অপমান করলো! পরে গোয়ন্দা নজর দিয়ে দেখলাম, সত্যি সত্যি কোন পানির বোতল নাই। কতক্ষণ পর বল্লাম
- মামা কনডেন্সড মিল্কের ঐ খালি কৌটাটা দেন। এইটাতেই চলবো।
ব্যাটা এইবার বিনয়ের হাসিটা আরো বড় করে হাসলো। একটা চওখ টিপও দিলো। বল্লো
- বাদ দেন মামা। এমনিতেই অনেক সাউন্ড।
আগ বাড়ায়ে পিরিত দেখাইতে গেলে এমনই হয়। বৃষ্টি হালকা হালকা তখনো পড়ছে। দোকান থেকে বের হয়ে আসলাম। মনে মনে বল্লাম, অপমান! মামা'র মোবাইলের স্পিকার যেন আজকের মধ্যেই নষ্ট হয়।
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
সুখী মানুষ বলেছেন: আপনার কেমন লাগে তখন?
২| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
নুর ইসলাম রফিক বলেছেন: কালকে খুজ নিয়েন অভিশাপটা পুরাপুরি লাগছে কিনা?
নইলে আবার আপনের অভিশাপটাও বৃথা যাইবো।
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
সুখী মানুষ বলেছেন: এই অভিশাপ হইলো সুইট অভিশাপরে ভাই। এইগুলা লাগার জন্য দেওয়া হয় না
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
প্রামানিক বলেছেন: ভালই বলছেন। ধন্যবাদ
২০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৯
সুখী মানুষ বলেছেন: পথ চলতে চলতে ছোটখাটো কিছু মজার বিষয় পড়ে যায়। এমন একটা সিম্পল ঘটনা, তাও লিখে শেয়ার করলাম সবার সাথে, এই যা। ধন্যবাদ ভাই আমার।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
লেখোয়াড়. বলেছেন:
ব্যাপার না।
আমারও অনেক হয়েছে এমন।