![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বাসার সামনে গরু'র হাট বসছে।
বারান্দা দিয়া প্রিয় গরু দেখে মহা উত্তেজিত। ভাবলাম পুত্রকে কাছ থেকে গরু দেখাই। গেলাম নিচে। দূর থেকে গরু দেখেই প্রিয় উত্তেজনায় লাফাচ্ছে। কোলে রাখাই দায়। হাত পা ছুড়ে বলতেছে
- এ্যাই... ওওয়া।
গরুর কাছে গেলাম। একটা গরু আরেকটাকে গুতাগুতি শুরু করলো। প্রিয়তো ভয়ে চিৎকার দিয়া টাক ধইরা গেলো। একটু দূরে আসলাম। ভাবলাম ওর ভয়টা কাটাই। প্রিয়কে আমার শশুরের কোলে দিয়া বল্লাম
- আব্বু, আপনি প্রিয়রে রাখেন। আমি গরুর কাছে গিয়ে দেখাই যে ভয় পাওয়ার কিছু নাই।
প্রিয়কে কোলে ট্রান্সফার করে যেই গরুর দিকে হাটা শুরু করছি...। পিছন থেকে প্রিয় স্পষ্ট ভাষায় চিৎকার দিয়া বল্লো
- বাবা না, না আ আ.. বা বা... না।
ভয়ে প্রিয়'র চোখ মুখ শক্ত হয়ে গেলো। ফেরত আসলাম প্রিয়র কাছে। নিরাপদ দূরত্বে থেকে বাপ বেটা এখন উল্টা গরুকে ভয় দেখানো শুরু করলাম
- আই... আই.. যাহ্, যাহ্
এবার প্রিয় খুব মজা পাচ্ছে। আমার চাইতে বেশী সাহস এখন তার নিজের। আমার গালে হাত দিয়ে মনযোগ আকর্ষণ করে। এর পর গরুর দিকে হাত পা ছুড়ে বলে
- আই.. যাহ্ যাহ্ ...।
আর আশপাশ থেকে মানুষজন আমাদেরকে দেখছে। দুই বীরপুরুষ আমরা, গরুকে ভয় পাইনা। উল্টা গরুকে ভয় দেখাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০
সুখী মানুষ বলেছেন: গাজী ভাই, একটার যন্ত্রনায়ইতো বাঁচি না!
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ওরে আমার বীরপুরুষ।
ভালো লাগলো। ছোটবেলেয় একটু হলেও ফিরে গিয়েছিলাম। যেখানে আমি আর আমার বাবা হয়ত এমনি ছিলাম।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮
নিয়েল হিমু বলেছেন: বাচ্চাটা অনেক বড় হোক । বিজ্ঞান নিয়ে বড় হোক । ভয় ভিতি তার পায়ের কাছে যেন এসে মাথা নোয় এই কামনা থাকল ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনার ছেলে খুশী ও আনন্দের মাঝে বড় হোক; আপনার আরো সন্তান দরকার।