![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
রিচার্ড গেরে'র একটা কথা বলি।
ভদ্রলোককে যারা চিনেন তারাতো চিনেনই। যারা কম চিনেন তাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দিলেই চিনবেন। শিল্পা শেঠিকে জোর করে চুমা দেওয়ার ঘটনা মনে আছে তো? ঐ ভদ্রলোকের নামই রিচার্ড গেরে।
একটা সিনেমায় অভিনয়ের জন্য তিনি নিউ ইয়র্কের রাস্তায় আছেন। বাইশ দিন ধরেই অভিনয় করছেন। দূর থেকে তাকে ক্যামেরায় তাকে জুম করে অনুশরণ করছে। ভদ্রলোক অভিনয় করছেন একজন বয়ষ্ক, গরীব মানুষের। ময়লার ঝুড়ি নিয়ে এদিক সেদিক যাচ্ছেন। কোন এক রেষ্টুরেন্টের বারান্দায় হয়ত একটু রেষ্ট নিচ্ছেন। দুই একজন ছাড়া আর কেউই এই বিখ্যাত মানুষটাকে চিনতেই পারলো না!
এক মহিলাতো তাকে গরীব মানুষ মনে করে পিৎজাও কিনে দিলেন! এমনকি পিৎজাটা ঠান্ডা হয়ে গিয়েছে বলে দুঃখও প্রকাশ করেছেন।
-০-
এইটা হইলো অভিনয়। একটা চরিত্রের সাথে মিশে যাওয়া।
ম্যাকগাইভার যখন দেখি তখন কিন্তু বলি না, আহারে রিচার্ড ডিন এন্ডারসন কত ভালো অভনয় করেছে! অথচ শ্বসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করতে থাকি, দেখি ম্যাকগাইভার এই বিষয়টা কিভাবে সমাধান করে। এবং বাস্তবে কোন একটা কাজে সমস্যায় পড়লেও মনে করি, আচ্ছা ম্যাকগাইভার কিভাবে সমাধাণ করতো এইটা?
ব্রেকিং বেড সিরিয়াল দেখে আমার একটাবারও মনে হয় নাই, কেউ অভিনয় করছে। ওয়াল্টার হোয়াইট, জেসি পিংকম্যান সবাইকে বাস্তব মানুষ মনে হয়েছে। মনে হয়েছে আমি পিছু পিছু তাদের সাথে গিয়ে গিয়ে ঘটনাগুলা দেখছি। তারমানে তারা অভিনয় করেন নাই। তারা বাস্তবে ঐ মানুষগুলা হয়ে গিয়েছিলেন।
আর কিছু কিছু হিন্দি বাংলা সিনেমা দেখে আমরা বলি, বাহ্ দেখছো ওমুক খান / তুমুক কত সুন্দর অভিনয় করতেছে? তিনি সিনেমাটাতেও ওমুক খান, তুমুক খান হয়েই অভিনয় করেন। ঐ চরিত্রটা হইতে পারেন না। মানুষ হয়ত শাহরুখ খানকে মনে রাখে কিন্তু রাজকে বেমালুম ভুলে যায়।
http://nypost.com/2014/04/27/french-do-gooder-stunned-gere-was-homeless-man-she-helped/
০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬
সুখী মানুষ বলেছেন: এত রাগ নিয়ে বল্লেন? কিন্তু কথা সব সত্য বলছেন ভাই। আপনি অনেক জানেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
বিপরীত বাক বলেছেন: এর একটা কারণ হচ্ছে সিনেমা বা নাটক বানানোর ভিত্তি।।
যেমনঃ মার্কিন আর ইংরেজ রা বা উন্নত বিশ্বের প্রোডিউসার রা আগে কাহিনী আর চরিত্র বানায়।। তারপর প্রয়োজন মত নায়ক নায়িকা খোজেন।। যে বা যারা কাহিনী বা চরিত্রের সাথে ম্যাচ করবে তাকেই তারা নিবে।।
এজন্যেই দেখা যায় যে প্রায়ই কোন নতুন মুখ রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে গেছে।। যেমনঃ স্পাইকিডস সিনেমা টার আলেক্সা ভেগা বা হালের হাঙ্গার গেমসের জেনিফার লরেন্স।।
আর বাঙদেশ আর ভাঙদেশ এইসব সাবকন্টিনেন্টালের ছোটলোকের জাতেরা আগে নায়ক নায়িকা ঠিক করে তারপর কাহিনী বা সিনেমা বানায়
।।
এজন্য একই হোগা বারবার দেখতে হয়।। যেমনঃ আগে এরা ঠিক করে শাহরুখ রে বা সালমান রে রাখতেই হইবো ছবি হিট তাইলে।। তারপর সে অনুসারে কাহিনী বা সিনেমা বানায়। একই কথা শাকিব খানের ক্ষেত্রেও।।
এর আরেকটা কারণ দর্শকের রুচিবোধ।।
বাঙদেশ, ভাঙদেশ, পাকদেশ এইসব জাতিদের রুচিবোধেরর দৈন্যতা ইতিহাস খ্যাত।।।