নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান এর এপিঠ / ওপিঠ

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

রাতের স্মৃতিগুলো লেখা শুরু করেছি। কামাইরা খাল এর পুল জায়গাটা বহুবার স্মৃতি কথায় এসেছে।
এবার এই পুল এর সাথে রিলেটেড একটা দিনের স্মৃতি'র কথা বলি।

গ্রামে'র মারাত্মক মেধাবী ছাত্রগুলা সাধারণত গরীব ঘরের ছেলে হয়। এদের জীবন চলে অন্যের বাড়ীতে লজিং মাষ্টারি করে। এই ছেলেটাও এমনি একজন। সারা রাত জেগে পড়াশোনা করতো, নোট তৈরী করতো। সকাল বেলা স্কুলে যাবার পথে, কামাইরা খালের পুলের উপর সে দাঁড়াইতো। সারা রাত জেগে তৈরী করা নোটগুলা ছিড়ে ছিড়ে নীচে বহমান পানিতে ফেলে দিতো। তার জ্ঞান অন্য কাউকে দিতে তিনি নারাজ।

তার বয়স চল্লিশেও বেশী। তিনি এখনো লজিং মাষ্টারিই করেন।
-০-
আমি নবায়নযোগ্য শক্তি নিয়ে পড়াশোনা করছি আজকাল। এক ভদ্রলোকের সাথে এই নিয়ে একদিন কথা উঠলো। তিনি ঘন্টা খানেক সময় নিয়ে আমাকে তার সমস্ত রিসার্চ দেখাইলেন। তার সমস্ত ডকুমেন্ট দিয়ে দিলেন। কাগজে, কলমে আঁকাআঁকি করে তার দুই দশকের জ্ঞান সংক্ষেপে আমাকে বুঝিয়ে দিলেন।

এই ভদ্রলোক অনেক বড় একটা পাওয়ার কোম্পানীর এমডি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

পথ হারা মানুষ বলেছেন: ভাল লাগল ভাই। যারা নিজেকে অনেক বড় মনে করে তারা জীবনে তেমন কিছু করতে পারে না। কারন সে শুধু নিজের আশেপাশের বিষয়গুলি নিয়েই চিন্তা করে বড় বড় ব্যাপারগুলি নিয়ে চিন্তা করতে পারে না। জ্ঞান জিনিষটা হচ্ছে বিনিময়ের একটি বিষয় এটা যত বেশি বিনিময় করা যাবে ততই ফলপ্রসু হবে। কেউ যদি এটাকে আটকে রাখে তাহলে এটা হবে একটা বুকামি।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

পাজল্‌ড ডক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.