নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

আহারে লোকটা নাই, থকলে তো ...

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

লোকটা ভুলোমনা ছিলো না। কিন্তু ভুলোমনা'র কর্ম করে বেড়াইতো। দেখাগেলো কোন একদিন বাড়ী বাড়ী গিয়া জিজ্ঞাসা করতেছে
- আচ্ছা তোমাদের বাসায় কি আমাদের কুড়ালটা আছে?
দেখা গেলো গ্রামের অর্ধেক ঘরে সে ঘুরে বেড়াইলো। কারো ঘরেই কুড়াল পাওয়া গেলো না। শেষমেষ এসে দেখা গেলো কুড়াল তার নিজের ঘরের খাটেন নীচে।

হেনতেন টুকটাক বাহানায় ভদ্রলোক বাড়ী বাড়ী ঘুরে বেড়াইতেন। কোন সময়ই কারো বাড়ীতে কিছু পাওযা যাইতো না। বিষয়টা একটা পর্যায়ে মজার বিষয় হয়ে দাঁড়াইলো। তিনি যখন বাড়ী বাড়ী ঘুরেন তার পিছন পিছন বাচ্চাকাচ্চার লাইন লেগে যায়। সবার বাড়ী ঘুরে যখন নিজের বাড়ী আসেন। তখন বাচ্চাকাচ্চারাও সারা বাড়ী সেই জিনিস খোঁজে বেড়ায়। দেখা যায়, দড়জার চিপায়, খাটেন নীচে, উঠানের কোনায় সেই জিনিস পাওয়া যায়।

ভদ্রলোক বয়সের ভারেই একটা সময় মারা গেলেন। গ্রামের লোকজন একটা শূন্যতা ঠিকই টের পেলো। কয়দিন পরপর এখন আর কেউ এসে বলে না
- কি গো ভালামাইনসের ঝি, তোমাদের বাড়ীর কেউ কি আমার কোদালটা আনছিলা?

মানুষের সাথে মিশার তরিকা সবার এক না। নিজের বুদ্ধিতে সবাই যারযার মত করে মানুষের সাথে হাই/হেলো সম্পর্ক করে। কিন্তু সব মানুষই চায়, আমি মরার পর একটা শূন্যতা তৈরী হোক। মানুষজন যেন ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলে
- আহারে লোকটা নাই, থকলে তো ...।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর মনস্তাস্তিক পোষ্ট ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.