নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বড় মানুষেরা ছোটখাটো নিয়মে বাঁধা পড়েন না...

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

বহু বছর আগের কথা। সোনারগা হোটেলে কী একটা সেমিনারে গেছি। সেমিনারগুলাতে সাধারণত বুফে খাওয়া থাকে। খাইতে বসছি। চামচ কোনটা কোন হাতে নিতে হবে মনে নাই। প্রথমে ডান হাতে ফর্ক (কাটা চামাচ) আর ডান হাতে স্পুন (চামচ) নিলাম। একটু পরে মনে হইলো, নাহ উল্টা হইছে। চামচ উলট পালট করলাম। বাম হাতে ফর্ক আর ডান হাতে স্পুন নিলাম। কিছুক্ষণ পর আবার বিপত্তি। মাংসের টুকরা কাটতে নাইফ নিতে হবে হাতে। বুঝতেছিনা, ফর্ক ফেলে নাইফ নিবো, নাকি স্পুন ফেলে।

খাওয়ায় মনযোগের চাইতে বেশী মনযোগ ফাইভ ষ্টার হোটেলের শৃঙ্খলার দিকে। একটু দম ফালানোর জন্য সামনের টেবিলের দিকে তাকাইলাম। দুইটা টেবিল পরেই দেখি এক ভদ্রলোক আয়েশ করে গল্প করতেছেন। আর গল্পের ফাঁকে ফাঁকে হাত দিয়ে ধরেই খাবার মুখে দিচ্ছেন। লোকটা কে তা চেনার আগে লোকটার স্মার্টনেসের দিকেই আটকে থাকলাম। একটু পর ধান্দা কেটে যাবার পর বুঝলাম, লোকটা ব্যারিষ্টার রফিক উল হক! পাশের লোকটারে কনুই দিয়া গুতা দিয়ে ঈশারা করে দেখাইলাম। ভদ্রলোক বেশ মজা নিয়ে কিছুক্ষণ দেখলেন। তারপর বললেন
- সোনারগা হোটেল কর্তৃপক্ষ হয়ত অনুমতি নিয়া ছবিও তুইলা রাখতে পারে উনার। পরে এরা এদের ব্রশিওরে এই ছবি দিয়া নীচে ক্যাপশন দিবো, ব্যারিষ্টার রফিক উল হকের মত লোক হাতে তুলে আমাদের খাবার খেয়েছেন!

সাধারণ মানুষেরাই নিয়মে বাঁধা থাকেন। যারা বড় মানুষ, তারা নিজের মত থাকেন। তাদের ঐ নিজস্বতাতেই নিদারুন সৌন্দর্য্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

অামিও সুখী বলেছেন: যারা বড় মানুষ, তারা নিজের মত থাকেন

২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হাতে তুলে খাওয়া আমাদের সংস্কৃতি কিন্তু এ জায়গায় আমরা তা ভুলে যায়, লজ্জা পায়। সাহেবি ঢং দেখাতে চাই, দেখাতে চাই আমিও সভ্য হয়েছি। লোক দেখানো কিছু করতে গেলে বিভ্রাট হতেই পারে। দুঃখজনক হলো, আমাদের সংস্কৃতি কেবল পহেলা বইশাখেই আটকা পড়ে থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.