নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

এলাচ

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২২


এলাচের সাথে আমার সম্পর্কটা বড়ই ভালোবাসার। তরকারীতে একটাও যদি এলাচ দেয়, এইটা আমার প্লেটে যে শুধু পড়ে তা না। আয়েশ করে যখন চাবানি দিবো, সাথে সাথেই ব্যুমম। খাওয়ার চৌদ্দগোষ্ঠি উদ্ধার! কুলি করার পরে খাওয়া রিষ্টার্ট করার পরেও আর আগের মত টেস পাই না।

এমনও হইছে, হয়ত আমার প্লেটে কোন এলাচি পড়ে নাই। খুব আয়েশ করে খাচ্ছি। আমার খাওয়া দেখে তিনি মায়া ভরে তার প্লেট থেকে একটু হয়ত আমার প্লেটে তুলে দিলেন। এলাচি ছুপা রোস্তমের মত এর ভিতরেই লুকায়ে হইলেও আমার মুখ পর্যন্ত পৌছাবেই পৌছাবে।

খুব চিন্তা করে বউরে একদিন বললাম
- মধ্যযুগের রাজা হইলে একটা মনের খায়েশ পুরা করতাম বউ।
তিনি সাধারণত বছরে দুই একবার আমার দিকে মধুর দৃষ্টিতে তাকান। মধুটা একটু বেশী ঢেলে, মুচকি হাসি দিয়ে বললেন
- কী করতা?
বললাম
- মাংসের মধ্যে এই এলাচী দেওয়ার বুদ্ধি যেই হারামজাদা বাবুর্চী বের করছে তারে আমি শূলে চড়াইতাম।

ঐদিন তিনি আমাকে বললেন, আসার সময় এলাচ আনবা। আমি ক্রিয়েটিভ মানুষ, সংসারের ছোটখাটো জিনিস ক্রিয়েটিভ মানুষদের মনে না থাকাটাই স্বাভাবিক। আমি নিষ্ঠার সাথে তা ভুলে গেলাম। তিনি এলাচ ছাড়াই মাংস রান্না করে আমাকে দিয়ে বললেন, খাও। মাংস মুখে দিয়া বউরে বললাম
- মাংস মাংস গন্ধ আসতেছে কেন কউ তো?
তিনি ভ্রু কুঁচকে বললেন
- মাংস খাইতেছো, তুমি কি জাফরাণের গন্ধ পাইবা?

কণ্ঠের তেজ দেখেই মনে পড়লো, কিছু একটা আকাম নিশ্চয়ই করছি। সাথে সাথে মনে পড়লো, খাইছে এলাচ তো আনি নাই! মোলায়েম কণ্ঠে বউরে বললাম
- শোন কথায় বলে হাকিম নড়ে, হুকুম নড়ে না। উল্টাটা করলাম, যাও। একই হাকিম হুকুম উল্টায়ে দিলাম।
তিনি কিছুই বুঝলেন না। বললাম
- যে বাবুর্চী এলাচ দেওয়ার বুদ্ধিটা বের করছিলো, তারে মাফ কইরা দিলাম। গলায় মুক্তার মালা থাকলে একটা ইনাম দিয়া দিতাম উল্টা।

তিনি রুষ্ঠ হয়ে ছিলেন। ফিক করে হাসলেন। তিনি জানেন হাসলে তাকে কতটা সুন্দর লাগে। তাই সুন্দর জিনিসগুলা তিনি যত্ন করে তুলে রাখেন, খরচ করতে চান না।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ ভাল বেশ হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

সুখী মানুষ বলেছেন: প্রকাশ স্যার, আপনি এত ভালো কেন বলেন তো! এই অধমের সব লেখায় আপনার মমতা মাখা পদচারণা থাকে।

২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: আমিও মুখে এলাচ সহ্য করতে পারি না।

লেখা ভালো হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

সুখী মানুষ বলেছেন: আসেন একটা চিমটি দেই। মিল আছে তো তাই :)

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

পুলহ বলেছেন: খুবই উইটি একটা লেখা। লেখায় আমার শ্রদ্ধা জানবেন।
এলাচিময় লেখাটা বড় তৃপ্তি নিয়ে উপভোগ করেছি ভাই ।
শুভকামনা।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

সুখী মানুষ বলেছেন: বিবাহ করে ফেলেন। বউয়ের ঝাড়িও তৃপ্তি নিয়ে উপভোগ করবেন ;)

৪| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

হাবীব কাইউম বলেছেন: হ রে ভাই, জীবনে বৌয়ের মতোই আমিষে এলাচ B-)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

সুখী মানুষ বলেছেন: বউয়ের পিছনে সবাই এমনই বলে ;)

৫| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

তাসলিমা আক্তার বলেছেন: পড়া শেষ করে আহা আহা করছি। এতো সুন্দর, এতো রোমান্টিক। সামান্য এলাচিওযে এতো রোমান্টিকতার জন্ম দিতে পারে!!

অন্নেক ভাল্লাগসে।প্লাস।।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

সুখী মানুষ বলেছেন: তিনি এলাচ-সহ খিচুড়ী রাঁধেন অমৃতের মত করে। না খেয়ে প্লাস দিবেন না যেন ;)। উত্তরার দিকে আসলে খেয়ে যাবেন।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

গেম চেঞ্জার বলেছেন: আহাঃ কি মধুর ভালবাসা!! কজনের ভাগ্যে জোটে।

সুখপাঠ্যটি লিখার জন্য সুখী মানুষকে ধইন্যবাদ। ;)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪

সুখী মানুষ বলেছেন: সবার ভাগ্যেই জুটে, কেউ ছুপা রোস্তম, তাই বলেনা।
সব সংসারই সুখের, শুধু অভিযোগটা যদি নিজে না করি তবেই তা ফিল করা যায়। এইটা ভাই আমার একান্ত নিজের ধারণা।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাসি এবং সুদৃষ্টি খুবই মূল্যবান দু'টো জিনিস। বেশি বেশি বের করলে দাম কমে যায়।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

সুখী মানুষ বলেছেন: আপনার বাড়ী কি নারায়নগঞ্জে ভাই? আমার তিনিও এই এলাকারই কি না ;) হে হে হে...

৮| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর গল্প পাঠে মজা পাইলাম।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

সুখী মানুষ বলেছেন: ঘরের গল্প পরকে জানাই বলে অনেকে অবশ্য মুখের উপর সত্যি কথাটাও বলে দেন। আপনার মত এমন করে কম মানুষই বলেরে ভঅই। :)

৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫০

অবনি মণি বলেছেন: এলাচের সাথে আমার সম্পর্কটা বড়ই ভালোবাসার। তরকারীতে একটাও যদি এলাচ দেয়, এইটা আমার প্লেটে যে শুধু পড়ে তা না। আয়েশ করে যখন চাবানি দিবো, সাথে সাথেই ব্যুমম। খাওয়ার চৌদ্দগোষ্ঠি উদ্ধার! কুলি করার পরে খাওয়া রিষ্টার্ট করার পরেও আর আগের মত টেস পাই না।
একই ঘটনা আমার সাথেও ঘটে।।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

সুখী মানুষ বলেছেন: আপনিতো দেখি দুই মায়ের পেটের আমার আপন বোন :)

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা :)

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

সুখী মানুষ বলেছেন: একই মন্তব্য দুইবার দিয়ে আমাকে আরো খুশি করে দিলেন। এমন দূর্মূল্যের বাজারে একটা কমেন্ট পাওয়া কি চারটি খানেক কথা! আবার যদি আমার মত এমন পাঠকহীন লেখক হয় ;)। ধন্যবাদ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৬

আহসানের ব্লগ বলেছেন: আহ ভাবির হাতের রান্না পেলে মন্দ হয়না । পিলাচ

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

সুখী মানুষ বলেছেন: উত্তরায় আসলে জানাবেন। পরের বার না হয় খেয়েই পিলাচ দিয়েন ;)

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

আরজু পনি বলেছেন:
ভাবছিলাম মন্তব্যে কেউ সমাধান দিয়ে দিবে।
আমিই দিচ্ছি...

মাংসে এলাচি বেটে দিলে আর সমস্যা হবে না। অথবা এলাচির গুড়ো আনবেন এর পরথেকে। তাতে সাপও মরবে লাঠিও ভাংবেনা।


কিন্তু আপনি পোস্ট দিয়ে হারালেন কোথায়?

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

সুখী মানুষ বলেছেন: পুত্র প্রিয় কম্পিউটারে বসতে দেয় নাই ভাই।
আপনার এলাচ বাটার কথা বউরে বললাম। তিনি ভ্রু কুঁচকে তাকাইলেন, বললেন
- এলাচ বাটার বুদ্ধি তোমার মাথা থেকে আসবো না তো কার মাথা থেকে আসবো? বাটা এলাচ খিচুড়িতে দিলে গন্ধে খাইতে পারবা? আর পায়েশে! (আই আমি কিন্তু বলি নাই বুদ্ধিটা যে আপনার)

১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"আহসানের ব্লগ বলেছেন: আহ ভাবির হাতের রান্না পেলে মন্দ হয়না।"

ভাবি যে এত সুন্দর রান্না করে সেটা কেমনে বিশ্বাস করুম যদি জন সাধারণ ব্লগার সেই খাবার খেয়ে প্রসংশা না করে =p~

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

সুখী মানুষ বলেছেন: খেতে আসতে তো মানা নাইরে ভাই।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: - মধ্যযুগের রাজা হইলে একটা মনের খায়েশ পুরা করতাম বউ। ধন্যবাদ আনকোরা লেখা উপহার দেওয়ার জন্য।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

সুখী মানুষ বলেছেন: এত মনযোগ দিয়ে পড়ছেন? কৃতজ্ঞতা জানাই ভাই।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩১

যাযাবর রাজা বলেছেন: খুব বেশি ভালো লাগলো

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

সুখী মানুষ বলেছেন: খুব বেশী অনুরোধ রইলো, যদি বিয়ে করেন তবে এরচেয়েও যেন সুখী হউন। অভিযোগহীন ভালোবাসায় সংসার স্বর্গ হয়ে যায়রে ভাই।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

কালনী নদী বলেছেন: লেখকের কামড়ে আরেক এলাচি পড়ছে মনে হয়, তাই গায়েব হয়ে গেছেন, যাই হোক ভাইটি ভাবিকে আমার সালাম দিবেন আর সবসময় যেন খোদা আপনাকে খোশি রাখেন সেই দোয়া করে গেলাম। অনেক মিষ্ঠি একটা কাপল!

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

সুখী মানুষ বলেছেন: ভাই মিষ্টি কি নাগা মরিচ দিয়া বানায় আপনাদের এলাকায় ;)
তাইলে ঠিক আছে, আমরা অনেক মিষ্টি কাপল।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: চমৎকার হইছে, একদম এলাচার দানার মত স্বাদ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

সুখী মানুষ বলেছেন: প্রামানিক ভাই, আপনি কিন্তু আমার নিজের মানুষ। আপনাকে পর মনে হয় না। সব লেখায় পাশে পাইতো তাই।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: আমারও একি অভিজ্ঞতা। এলাচ সব আমার প্লেটেই আসে।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

সুখী মানুষ বলেছেন: চিমটি :)

২০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: হ্যাঁ, এলাচ, বড়ই প্রয়োজনীয় মশলা।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬

সুখী মানুষ বলেছেন: আমি মধ্যযুগের রাজা থাকা অবস্থায় এই কথাটা যদি বলতেন, আপনার তো গর্দান যাইতো মিয়া :)

২১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

মায়াবী রূপকথা বলেছেন: মন ভাল করে দেয়া পোস্ট। মন্তব্যে এলাচ বাটা দেয়া নিয়ে আপনার স্ত্রীর উত্তর শুনেও মজা পেয়েছি :P

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

সুখী মানুষ বলেছেন: বানায়ে তো কিছু লেখতে পারি না। তাই যা দেখি তাই লেখি। সংসারের টুকিটাকি গুলা ফেসবুকে বেসি থাকে। যদি ফেসবুক ইউজ করেত তাহলে Jahangir Arun কে এড করতে পারেন। :)

২২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: লেখার বিষয়বস্তু সেটা এলাচ বা মরিচ যা ই হোক না কেন বক্তব্যের বিন্যাসটা যার ভালো হয় তিনিই লেখক । একজন লেখকের সঙ্গে অবশ্যই সমীহের সঙ্গে কথা বলতে হয় বলেই আমি সাবধানে কথা বলি আর মমতা পেতে হলে আগে মমতা ঢালতে হয় বলে মমতা ঢালি । আপনার উত্তরে অত্যন্ত আমোদ পেলাম । ধন্যবাদ।। ভাল থাকুন। আমার ব্লগে আসুন ।।।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

সুখী মানুষ বলেছেন: বড় ও জনপ্রিয় মানুষেরা একটা সময় খ্যাতির বিড়ম্বনা এড়াতে গিয়ে মানুষের সাথে রুষ্ঠ হন। সেই বিচারে আমার কোনদিনও বড় বা জনপ্রিয় কিছুই হওয়া হবে না। আপনাদেরকে একেবাের আপনজন মনে হয়। এমন আপন করে করে আর যাই হোক লেখক হওয়া যাবে? চুলায় যাক লেখক হওয়া। যা দেখি, তাই লেখে যাই...।

২৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আপনি ভাই আসলেই সুখী মানুষ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.