নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছা বোকা...

০২ রা মে, ২০১৬ রাত ১০:১৯

চুল কাটাইলাম। এরপর বল্লাম
- ভাইগ্না শরীরটা একটু বানায়া দে...

মাত্র মজাটা নেওয়া শুরু করছি। দুই পিচ্চ আসছে চুল কাটাবে। একজন ফাঁকা সিটে বইসা পড়লো। আরেকজন আমার পাশে ভ্রু কুঁচকায়ে দাঁড়ায়ে আছে। মনেমনে ভাবলাম, আধাঘন্টার সুখে আমার বালি। ডিসিসান নিলাম, আর দুইটা মিনিট পরেই খেমা দিবো। এরই মধ্যে পাশ থেকে পিচ্চি কর্কশ কণ্ঠে বললো
- আংকেল, শরীর মাসাজটা কি আপনার বেশী জরুরী!

ধাম কইরা খাড়ায়া গেলাম। বললাম
- নাহ ব্যাটা মোটেই জরুরী না। তুমি বসো।

সেলুনের সুব্রত কয়
- মামা বসেন বসেন। ও দেরী করুক।
আমি বললাম
- নাহ, আমার সময়ের খুব একটা দাম নাই। সময় এখন ওদের। ওর পড়াশোনা আছে।

টাকা দিয়া দোকান থেকে বের হচ্ছি। পাশের পিচ্চি বললো
- আংকেল বাসায় গিয়া ও গেমস খেলবো, তাই এত তাড়া।

মিষ্টি একটা হাসি দিয়া বাইর হইয়া আসলাম। দুই পিচ্চি খিলখিল করে হাসা শুরু করলো। আমারে বোকা বানাইতে পারার আনন্দে এই হাসি। আমি নিশ্চিৎ করে বলতে পারি, এরা যখন বড় হবে, তখন এই গল্পটা রসায়ে রসায়ে করবে। বলবে, একটা আংকেলকে এমন করে বোকা বানাইছিলাম।

বোকা হয়েও এমন নির্মল আনন্দ দিতে পারার সুযোগ জীবনে খুব একটা আসে না।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ রাত ১০:৩৬

হুকুম আলী বলেছেন: আপনি এত জ্ঞানী জ্ঞানী কথা বলেন অথচ বাংলা লিখতে টুকটাক ভুল করেন এটাই পড়ার সময় খারাপ লাগে। যেমন ঃ - -আমারে বোকা বানাইতে পারার আন্দে এই হাসি। আমি নিশ্চিয় করে বলতে পারি,

০২ রা মে, ২০১৬ রাত ১০:৫৭

সুখী মানুষ বলেছেন: আন্দে = আনন্দে হবে
নিশ্চিয় = নিশ্চিৎ হবে

বানান দুইটা টাইপিং মিসটেক ছিলো। ঠিক করে দিয়েছি। আপনি গুনী মানুষ, তাই আপনার চোখে ধরা পড়েছে, ধন্যবাদ।

কিন্তু হুকুম আলী ভাই, আপনি আমার উপর এত রেগে আছেন কেন? আমিতো জ্ঞানী জ্ঞানী কথা বলি না, যা দেখি তাই লেখি। আমার বিদ্যার বহর কম, তাই হয়ত ভুলও বলতে পারি। ব্লগতো অফিসিয়াল কিছু না। ব্যক্তিগত ভাবনা, কথাবার্তাতো এইখানে লেখাই যায়, নাকি?

আর টাইপিং মিসটেকের / বানান ভুলের জন্য এমন শক্ত করে আঘাত করতে হয়! মীর মশারফ হোসেনের ডায়রী পড়ে দেখেন, কত বানান ভুল তাঁর। বলছিনা, ভুল করাটা ঠিক। কিন্তু উনাদের মত বড়মানুষদেরই যেখানে ভুল হয়, আমরাতো এই তুলনায় হিসাবের বাইরে রে ভাই!

২| ০২ রা মে, ২০১৬ রাত ১১:১৪

হুকুম আলী বলেছেন: এই তো আপনার কাছ থেকে আরো কিছু জ্ঞান পেলাম। মীর মশাররফ হোসেনের ডায়রী পড়ার সৌভাগ্য আমার হয় নাই, তাই আপনার কাছ থেকে মশাররফ হোসেন সম্পর্কে আরো কিছু জ্ঞান পেলাম, খোঁচা দিয়া কথা না বললে কি এইসব জ্ঞান পাওয়া যেত?

০২ রা মে, ২০১৬ রাত ১১:২৩

সুখী মানুষ বলেছেন: একটা সময় কেউ পচাইলে মনে কষ্ট হইতো। এখন বয়স হইছে, এখন মনে কষ্ট হয় না। উল্টা মনে হয়, আহারে লোকটা নিশ্চয়ই কোন না কোন কারনে বিরক্ত হইছে। এমন কি কোন ওয়ে ছিলো যে লোকটারে বিরক্ত না করেও কথাটা বলতে পারতাম / কাজটা করতে পারতাম?

এখনও এমনই হচ্ছে। আপনার আঘাতের চাইতে, নিজের ভুলটা কোথায় হচ্ছে, এই দিকেই মাথা বেশী কাজ করতেছে। ভালো থাকবেন।

৩| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৩৯

হুকুম আলী বলেছেন: সুখী মানুষ ভাই, আপনি আমার মত গরীব মানুষের কথায় বেজার হন ক্যা? আপনার লেখা আমি খুব মনযোগ দিয়া পড়ি। সেই জন্য আপনার লেখায় ছোট খাটো ত্রুটি চোখে পড়লে বুঝতে পারি টাইপিং মিসটেক, তাই ধরায়া দেই।

সেদিন আপনি একটা লেখা লিখছেন লেখাটা আমার কাছে খুবই দামী। বর্তমান সমাজের জন্য এবং ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই উপকারী লেখা। বর্তমানে সাইন বোর্ডে, লিফলেটে, রাস্তা ঘাটে অসংখ্য ভুল ছাপা হয় সেই সত্যটাই আপনি তুলে ধরেছেন। আপনার ভাল জিনিষ তুলে ধরি তারপরেও বেজার হন। আপনার সেই লেখা নিচে কপি করে দিলাম- - - -

"ওয়াই ফাই আর ওয়াইফ দুইটার দিকেই প্রতিবেশীর নজর বেশী থাকে, পাসওয়ার্ড দুর্বল হইলে কিন্তু একসেসে পেয়ে যায় - রবীন্দ্রনাথ ঠাকুর"

"চাকরীর ইন্টরভিউতে ছেলে হইলে বুকের বোতাল লাগায়ে যাবি, মেয়ে হইলে তার উল্টাটা করবি। চাকরী নিশ্চিৎ - কাজী নজরুল ইসলাম"

যারা রবীন্দ্রনাথ, নজরুল পড়েছেন তারা জানেন কথার ধরন, টপিক কোনটাই তাদের সাথে যায় না। অতএব কথাগুলা জাষ্ট ফর ফান। কিন্তু এই জাষ্ট ফর ফানকেই ঐসমস্ত মানুষ সত্যি ভেবে নিবে যাদের পড়াশোনাটা কম। আর যাদের পড়াশোনা কম, তাদের বিশ্বাসটা শক্তও হয় বেশী।

যারা এই ফনগুলা বানান, তারা এখন ভেবে দেখতে পারেন। সাময়িক আনন্দ দিবেন নাকি দীর্ঘমেয়াদী একটা ভুলের পাহাড় গড়ে দিয়ে যাবেন।

৪| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৫৫

হুকুম আলী বলেছেন: আপনি বেজাড় হন ক্যা? যে লেখে তার কাছে ভুল ধরা পড়ে না ধরা পড়ে অন্যের চোখে, আপনার ভুল আমি ধইরা দিমু আমার ভুল আপনি ধইরা দিবেন, এইখানেই তো ব্লগের সুবিধা।

৫| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:১৭

দিনাজপুরিয়া বলেছেন: ডিজিটাল ধোকাঁ খেয়েছেন আর কি !! :(

৬| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩২

আল্লার বান্দা বলেছেন: হুকুম আলী আপনার ভুল ধরিয়ে দেয়ার তরিকা ভালো লাগলো না।
সুন্দর পোস্টের জন্য লেখককে ধন্যবাদ।


০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৯

সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই। আমার কাছেও কোথায় যেন খুব অহংকারী'র মত মনে হয়েছে ভদ্রলোকের মন্তব্য। টাইপিং মিসটেক, স্পেলিং মিসটেক এইগুলা হইতেই পারে। শুধরে যদি না নেই, স্বীকার যদি না করি, তবে আমার অন্যায় হবে। কিন্তু শুরুতেই এমন এটাকিং ওয়েতে কথা শোনাটা বড়ই দুর্ভাগ্যজনক।

খুব রবীন্দ্রনাথ ঠাকুর এই নিয়া ঘাড়ত্যাড়ামী করতেন। সন্ন্যাসী বানানে তিনি যফলা দিতেন না। শেষ বয়সে গিয়ে ব্যকরণের প‌্যাঁচের কথা মাথায় রেখেই হয়ত যফলাটা দিতেন।

৭| ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:২৩

এমএইচ রনি১৯৭১ বলেছেন: মাইনষেরে খালি পচাও।
যার ভুক্তভুগি আমি। এইবার বুঝো মাইনষে ,থুক্কু পিচ্চিরা কেমন তোমারে ঠকাইলো।
আহা কি আনন্দ আকাশে বাতাসে
না, আমার পরানে ।
লোল :D

০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:০৩

সুখী মানুষ বলেছেন: পিচ্চিদের কাছে ঠকতে শিখতেছি। তুমি যেন পিচ্চিদের বন্যা বহায়ে দাও এই জন্য। ভাতিজাদের কাছে ঠকতেইতো আনন্দ কাকা। কী কও? ;)

৮| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৫০

হুকুম আলী বলেছেন: ভাই আল্লার বান্দা ভুল মাইনষের হয়। সেই ভুল ধইরা দেয়ার পর একবার সংশোধন হইলে ওই ভুল আর জীবনেও হয় না। আপনি যদি আমার ভুল ধইরা দেন, সেই ভুল যদি আমি সংশোধন হই, সেইডা কি আমার জন্য উপকার হইল না আপকার হইল। আল্লার বান্দা আপনি খাস দিলে আমার কথার জবাব দেন তো?

০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৫২

সুখী মানুষ বলেছেন: ভুল যেহেতু আপনার নজরে পড়ে, তারমানে আপনি অবশ্যই জানেন। জ্ঞানী, গুনী মানুষ। পড়ালেখাও নিশ্চয়ই আমা(দে)র চাইতে অনেক বেশী। এরপরেও একটা কথা থাকে। পৃথিবীর জন্য সম্পদ এমন একজন ব্যক্তি আমাদের ক্লাশে একবার বলছিলেন, সমালোচনা করবা সেন্ডউইচ মেথডে। আগে প্রশংসা, মাঝে ভুল/সমালোচনা, পরে আবার প্রশংসা। উদাহরণ দেই।

১ম পার্ট: হুকুম আলী ভাই আমার ভূলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি গুনী মানুষ, তাই আপনার নজড়ে বিষয়টা পড়লো। আর নাহয় এই ভুলটা সংশোধনের অভাবে অনেকের কাছেই ভুল ভাবে উপস্থাপিত হতো।
২য় পার্ট: কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনার জ্ঞানের তুলনায় আপনার ব্যবহার, কথা বলার ধরণ খুব নিম্ন মানের। আপনি ভুল ধরেছেন অহংকারীর মত, অন্যের চোখে নিজেকে হিরো প্রমান করার জন্য। আপনি বন্ধু হিসাবে ভুল ধরে দেন নাই, শুধরে নেওয়ার জন্য।
৩য় পার্ট: আমি সত্যিই খুব ভাগ্যবান মনে করছি, আপনার মত এত জ্ঞানী একজন মানুষ আমার লেখা পড়েন। সত্যিই আমি কল্পনাও করি নাই, আমার লেখা এত বড় মানুষজন পড়ে। তাই এতদিন সতর্ক ছিলাম না। এখন থেকে আমাকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে একবার ধন্যবাদ দিলে হবে না। তাই অসংখ্য ধন্যবাদ দিচ্ছি।

৯| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ভাই সুখী মানুষ, আমি নতুন ব্লগার। ব্লগার হওয়ার অনেক আগেও আপনার লেখা পড়েছি। আপনার ভুতের গল্প আমার কাছে খুব ভাল লেগেছিল। পরের পর্বগুলো দিয়েছেন কিনা আর দেখা হয় নাই। প্রথমেই আপনাকে একটু খোঁচা দিয়ে লিখেছিলাম মনোযোগ আকর্ষণের জন্য, এটা যে আপনি মাইন্ড করে বসবেন জানলে মন্তব্যই করতাম না। ধন্যবাদ আপনাকে

১০| ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: হুকুম আলী আসলেই অহংকারী। উপরের মন্তব্য আরো কয়েকজনের লেখায় দেখলাম। আমারো লেখায় কি কি সব লিখছে তবে খোঁচা দিলেও ভুলগুলোই ধরে দিয়েছে। তবে তার লেখা পেলাম না। পেলে দেখতাম কি রকম ধাচের লেখা সে লেখে।

১১| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:০৫

হুকুম আলী বলেছেন: বুঝতে পারলাম ভুল ধরাটা কেউ পছন্দ করে না। থাক আর ভুল ধরবো না।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫৩

সুখী মানুষ বলেছেন: আপনি বেলাইনে ভাবতেছেন কেন রে ভাই?
প্রথম কথা হইলো, বানান ভুলের চাইতে সামান্য কম ভুল হইলো টাইপিং মিসটেকের ভুল। দুইটাই ভুল, তবে পরেরটা গৌন। আর ভুল ধরায়ে দিতে তো আপনারে কেউ নিষেধ করে নাই। কিন্তু ধরায়ে দেওয়ার তরিকাটা নিশ্চয়ই অপমান করে না। "আপনি এত জ্ঞানী জ্ঞানী কথা বলেন" কথাটায় কত অবজ্ঞা মিশানো আছে ভাবছেন একবার?

১২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৩১

সুখী মানুষ বলেছেন: প্রামানিক ভাই, আমার লেখায় তিন চার জন পাঠক আছেন আপনারা। আপনাকে বড় ভাইয়ের মত সম্মানের চোখে দেখি। আপনার প্রতিটা।মন্তব্য আমাকে।সম্মানিত করেছে। এমন কোন মনতব্য পাই নাই যেখানে এর ব্যতিক্রম।সনে হয়েছে

এই আপনি আমাকে এই মাত্র এত বড় আঘাতটা দিলেন! :(

১৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:১৯

প্রামানিক বলেছেন: ভাই সুখী মানুষ, আপনি যেমন আমারে বড় ভাইয়ের মত সম্মান করেন আমিও আপনাকে ছোট ভাইয়ের মত দেখি। এইখানে একটা ডিজিটাল মিসটেক হইছে। অন্য ব্লগ থেকে হুকুম আলীর মন্তব্য কপি করে আপনার ব্লগে পেষ্ট করে দুই শব্দ না লিখতেই আমার বাসার পিচ্চি পোলা এন্টারে চাপ দিয়েছে, আর সাথে সাথে মন্তব্য পোষ্ট। এখন মন্তব্যর ধরন এমন হয়েছে আমিই হুকুম আলী। আসলে আমি হুকুম আলীর মন্তব্যর ধরনটা বুঝাতে গিয়া পিচ্চি পোলার আঙুল চাপে ফেসে গেলাম।
ভুল বুঝবেন না ভাই, আপনি যেমেন আমাকে সম্মান করেন আমিও আপনাকে সম্মান করি। আমাদের এই সম্পর্ক যেন দীর্ঘ দিন থাকে এই কামনা করি। আমাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়। আপনাকে আমি আঘাত দেই নাই উল্টা আঘাত পাইছি।

১৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:৩১

প্রামানিক বলেছেন: আবার ফিরে আসলাম, আপনার লেখা আমি অনেক পড়েছি। কখনও কি খারাপ মন্তব্য করেছিরে ভাই। আপনার এলাচের দানা গল্পেও মন্তব্য করেছি। সেখানে আপনি বলেছেন প্রামানিক ভাই আপনি আমার আপনা মানুষ। এরপরে কি আপনাকে আমি আঘাত দিতে পারি?

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫৫

সুখী মানুষ বলেছেন: একটা কথা কাটাকাটি হইলো। এর সমাধান ব্লগে হবে না। হয় মহাখালি এসে আমারে জানান। না হয় আমি কোথায় গিয়ে আপনার সাথে দেখা করবো বলেন। দুই ভাই এক সাথে চা/কফি খাওয়ার আগ পর্যন্ত এর মিটমাট হবে না। jahangir arun লেখে সার্চ দিলে ফেসবুকে খুঁজে পাবেন। ইনবক্স করেন। ফোন নম্বর দিচ্ছি।

১৫| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: হুকুম আলী সাহেব আপনার বাড়াবাড়ি কিন্তু আমার পছন্দ হচ্ছে না। আমার ইমেইল এ্যাড্রেস এখানে দিলেন কেন? আমি কি আপনাকে দিতে বলেছি? আমার ইমেইল পেলেন কই? যতসব আজেবাজে লোকের কাজকারবার।

ভাই সুখি মানুষ, আমি আপনার সাথে সময় পেলে ফেসবুকে যোগাযোগ করবো। আমি বর্তমানে কিছুটা কাজের চাপে আছি, সময়ের অভাবে লিখতেও পারছি না ব্লগে লেখাও দিতে পারছি না। আপনার সাথে অবশ্যই আমি যোগাযোগ করবো।

১৬| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: ভাই সুখি মানুষ, আপনি একটু কষ্ট করে হুকুম আলীর লেখা ইমেইল মুছে দেন। ব্লগে ইমেইল বা ফোন নাম্বার দেয়া ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.