![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
লেখালেখি'র কারনে অনেকেই আমারে আনফ্রেন্ড, আনফলো করতেছেন। যারা এখনো আছেন তাদের সুবিধার জন্য বলি।
- আমি বিশ্বাস করি মানুষে, মানুষে কোন তফাৎ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন ... সবাই মানুষ। একই মানুষ। ইনকাম করার বুদ্ধি বা সুযোগের জন্য হয়ত কেউ ধনী, কেউ গরীব হয়। তাও চিরদিনের জন্য না।
- আমি বিশ্বাস করি, আমার কারনে কোন মানুষ, প্রাণী, পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়। বেঁচে থাকার জন্য যতটুকি ক্ষতি করি, তা করতেই হবে। তবে বিজ্ঞান যদি এমন কোন খাদ্য বের করে ফেলে যা খেয়ে বেঁচে থাকা যায়, তবে আমি উদ্ভিৎ, প্রাণী হত্যারও বিরুদ্ধে।
- আমি বিশ্বাস করি, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, জ্ঞান দিয়ে সব কিছু বিচার করতে হবে। কোন কিছুই যুক্তিহীন ভাবে মেনে নেওয়া ঠিক না, চাপিয়ে দেওয়া ঠিক না। আর যুক্তিকে যে ভয় পায়, সত্যকে যে ভয় পায়, সে আর যাই হোক বন্ধু হতে পারে না।ৎ
- আমি বিশ্বাস করি, ভালোবাসা ছাড়া আর কিছু নাই। এমনকি সৃষ্টিকর্তাকেও ভয় পাবার কিছু নাই। যিনি আমাকে, সমস্ত বিশ্বটাকে বানিয়েছেন তিনিতো বুদ্ধিমান, অবশ্যই সর্বোচ্চা বুদ্ধিমান। আর কোন বুদ্ধিমানই চায়না তাকে কেউ ভয় পাক। বরং চায় তাকে সবাই ভালোবাসুক।
এখন যাচই করে দেখেন। আমার বিশ্বাসের সাথে যদি অমত পোষণ করেন, তবে তা যুক্তি দিয়ে ধরিয়ে দিন। যুক্তিতে হারলে আমি আমার বিশ্বাস বদলাবো। আর যদি আমার বিশ্বাসগুলার সাথে অমত পোষণ করেন। এমনকি কোন যুক্তিও দিতে না পারেন। তবে ভাই আপনি আমাকে আনফ্রেন্ড, আনফলো করেন। আমার এতে কোন কষ্ট নাই। ভালোবাসার মানুষজন, যুক্তি বুঝার মানুষজন, সত্য মেনে নেওয়ার মত মানুষজন কম হলেও, তারাই আমার সাথে থাকুক। আর তাদের জন্য বন্ধুত্বের উপহার রইলো এই গানটা -https://www.youtube.com/watch?v=JCjtqO6u-n0
০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭
সুখী মানুষ বলেছেন: পবন ভাই, একটা সময় খুব একটিভ ছিলাম ব্লগে। তখন পড়তাম, মন্তব্যও করতাম। এখন আর সময় হয় না। এবং এই কারনে আমার পাঠকও নাই, মন্তব্য করার লোকতো দূরের কথা।
তবু ভাবনাগুলা এক জায়গায় রেখে যাই, এই আরকি...।
২| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯
ভ্রান্ত বালক বলেছেন: আমি আপনার বিশ্বাস এবং বন্ধুত্বকে শ্রদ্ধা করছি।কিন্তু সৃষ্টি কর্তা কে?আর বিশ্বকে কে বা বানিয়েছে?যদি উত্তরটা দিতেন?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩২
সুখী মানুষ বলেছেন: ধন্যবাদ।
- "সৃষ্টিকর্তা কে?" আবার কেমন প্রশ্নরে ভাই! যিনি মহাবিশ্বের সমস্ত পদার্থ, শক্তি (আলো, তাপ, চৌম্বক...) সৃষ্টি করেছেন তিনিই সৃষ্টিকর্তা। জীব যত আছি আমরা শুধু পদার্থ আর শক্তিকে রূপান্তর করতে পারি মাত্র।
- বিশ্বাসকে আমরা জীবেরা নিজেরাই বানিয়েছি। মানুষের কথা বাদই দিলাম, হাতি'র মত এত বড় প্রাণীও সামান্য কাঁদা দেখলে থেমে যায়। তাদের বিশ্বাস কাঁদায় তারা আটকে যাবে। বিখ্যাত শ্যামা সঙ্গীত আছে
পঙ্কে বদ্ধ কর করী (হাতি)
পঙ্গুরে লঙ্ঘাও গিরি
সকলই তোমারই ইচ্ছা
ইচ্ছাময়ী তারা তুমি...
আমি আমার বুদ্ধি অনুযায়ী উত্তর দিলাম। আরো পড়াশোনা করা মানুষ হয়ত আরো ভালো উত্তর দিতে পারবেন..
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪
পবন সরকার বলেছেন: আপনার যুক্তি ভালো তবে কথা হলো আপনি অন্যের লেখা পড়েনো না মন্তব্যও করেন না এই খানেই আপনার সাথে দ্বিমত।