![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
উপুর হয়ে বৃদ্ধ বয়সে কবিগুরু লেখতেন। একজন বললেন
- হেলান দিয়ে লেখা যায় এমন চেয়ার নিলেই হয়!
কবিগুরু হেসে বললেন
- এখন উপুড়হয়ে না লিখলে কিআর লেখা বেরোয়! পাত্রেরজল কমে তলায় ঠেকলেএকটু উপুড় তো করতেইহয়।
"আমার দেখা রাতগুলি" নামে একটা স্মৃতিচারণ লেখি মাঝেমাঝে। কেউ পড়ে না। তবু ছয়টা পর্ব মনে হয় লেখে ফেলছি। পাঠক বলতে আমাকে সহ দুই, তিনজন হবে। পাঠকপ্রিয়তা পায় নাই বলেই হয়ত লেখাটা আগাচ্ছে না। আজ ভাবলাম, একটা পর্ব লেখবোই লেখবো। প্রথমে বসে ট্রাই করলাম, লেখা মাথায় আসেনা। পরে উপর হয়ে ট্রাই করলাম, কাজ হয়না। ফ্ল্যাট হয়ে শোয়ে ট্রাই করলাম, না্হ কী লেখবো কিছুই মাথায় আসলো না।
কবিগুরু'র কথাইতো মনে হয় সত্যি! আমার লেখালেখির পাত্র মনে হয় এতদিন তলানীতে ছিলো। এখন একেবারে নি:শেষ হয়ে গেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮
সুখী মানুষ বলেছেন: আগে সুখে ছিলাম। আপনি জিজ্ঞাসা করার পর মনে হচ্ছে অতিরিক্ত সুখে আছি
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন:
কবিগুরু সেই কথাটি রূপক অর্থে বলেছিলেন। সেটা শুধু বার্ধক্যের সময়টাকে বুঝানোর জন্য বলেছিলেন।
আর, লেখালেখি কখনো নিঃশেষ হয় না। আপনি যতদিন লিখে যাবেন - আপনার লেখালেখির পরিমাণ ততটাই বাড়তে থাকবে।
ভাল করে লিখুন। সবাই পড়বে। ভাল লেখার কদর সবসময়ই আলাদা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯
সুখী মানুষ বলেছেন: কবিগুরু মজা করে কথাটা বলেছিলেন। আমিও মজা করেই বললাম, এত সিরিয়াসলি নিলে কবিগুরু এবং তার চ্যালাকে ভুল বুঝা হবে দিগন্ত ভাই। ক্ষমাপ্রার্থী
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
এতদিন আপনি সুখে ছিলেন, এবার আমরা সুখে থাকবো
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
সুখী মানুষ বলেছেন: এদ্দিন আপনারাও কেন সুখে ছিলেন না, এইটাইতো দু:খের বিষয়!
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৬
তানভীর আকন্দ বলেছেন: নিঃশেষ হওয়া ভাল, জেন গল্প মনে পড়তেছে একটা, এক পণ্ডিত কোনও এক জেন গুরুর কাছে গিয়ে জেন সম্পর্কে জানতে চাইলে গুরু তাকে জিজ্ঞেস করলেন, জেন সম্পর্কে সে কী কী জানে। সেই পণ্ডিত যা জানে তা বলে যেতে লাগল। একসময় সেই জেনগুরু পণ্ডিতকে চা খাবার আমন্ত্রণ জানালেন এবং কাপে চা ঢালবার সময় কাপ উপরে পড়লেও তিনি চা ঢালতে থাকলেন। তখন সেই পণ্ডিত তাকে বললেন চা-তো উপচে পড়ছে, তারপরও আপনি চা ঢালছেন কেন? তখন জেন গুরু উত্তর করলেন। চায়ের কাপ যখন পূর্ণ থাকে তখন তাতে আরও চা ঢাললে তা উপচেই পড়বে। চা ঢালবার জন্যে আগে কাপ খালি করতে হবে। আপনি জেন সম্পর্কে জানতে চান কিন্তু এর মধ্যেই আপনি জেন সম্পর্কে নিজের ধারণা নিয়ে বসে আছেন। নতুন কিছু জানবার জন্যে আপনাকেও আগে আপনার কাপ খালি করতে হবে, তা না হলে উপচে পড়বে...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
সুখী মানুষ বলেছেন: ভাই আমার জানাজানি নিয়ে প্রশ্ন উঠার মত কোন কিছু কি লিখেছি?
লেখা মাথায় আসেনা বললাম। এমন মাঝে মাঝে হয়। এইটারে মে বি রাইটার ব্লক বলে।
আপনার উদাহরণটা আগে জানতাম। কিন্তু আমার এই লেখার সাথে মিলটা খুঁজে পাচ্ছি না। যদি দয়া করে ভুলটা ধরিয়ে দিতেন, কাপ খালি করে বসে আছি, জানার জন্য।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও তো একই অবস্থা মনে হচ্ছে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
সুখী মানুষ বলেছেন: সাধু'রই যদি এই অবস্থা হয় তবে আমি পাপী কই যাই!
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
গেম চেঞ্জার বলেছেন: পোস্ট করেছি: ১৩৮৫টি
মন্তব্য করেছি: ৪১০০টি
মন্তব্য পেয়েছি: ৮২৩২টি
ব্লগ লিখেছি: ৯ বছর ৪ সপ্তাহ
অনুসরণ করছি: ৪ জন
অনুসরণ করছে: ১৯২ জন
প্রায় ১০ বছর ধরে ব্লগিং করছেন। আপনার মতো পুরান পাবলিকরে কি কমু। কেবল নিতেই আসেন আপনারা। নতুন ব্লগাররা এই স্বভাব নিয়ে শুরু করলেও অনেকেই নিজের ভুল বুঝতে পেরে শুধরে নেয়। কিন্তু আপনারা কিছু পাবলিক আছেন। এটাকেই স্বভাব হিসেবে তৈরি করে নেন।
আপনার মন্তব্য পাওয়া হয়েছে ৮২৩২ টি। করেছেন ৪১০০ টি।
আপনি যদি সবগুলো মন্তব্যের উত্তরও দিতেন তাহলেও মন্তব্য করার অংশটা হবার কথা ৪১১৬ টা। আমি টেকনিক্যাল ব্যাপারটা বুঝি একারণেই শুভংকরের ফাঁকিটা ধরে বলছি।
আপনি নিজের ব্লগেই সীমাবদ্ধ থাকেন। পোস্ট প্রস্রব করেই দৌড় লাগান। আর আশা করেন লোকেরা এসে আপনার পোস্টের গুনগান গাইতে থাকবে।
ব্লগ হলো পারস্পরিক মত বিনিময় তথ্য শেয়ার, জানার, লেখা পরিক্ষণ, রাজনীতি/অর্থনীতি, সমাজব্যবস্থা নিয়ে আলাপ করার জায়গা। অথচ আপনারা অনেকেই নিজেকে জাহির করতেই এখানে আসেন যদিও নিজেই জানেন এটা এখন গিভ এন্ড টেকের যুগ। আপনি কেবল নিতেই থাকবেন, নিতেই থাকবেন আর পাবলিক উদার হয়ে দিতেই থাকবে। বাস্তবতা সেটা বলে না।
ব্যক্তিগতভাবে আমি গিভ এন্ড টেক নীতি'কে ডিসলাইক করি। কিন্তু আপনাদের মতো কিছু পিপল দেখলে সেটাকে জায়েয মনে হতে থাকে।
যাক, অনেক বাজে(!) কথাই বলে ফেললাম। পারলে মাফ করে দিয়েন। আর আমার কথায় যদি একমত হন তাহলে ব্লগারদের পোস্টে একটু কষ্ট করে হলেও ঢুঁ দিয়েন। অনুরোধ থাকল।
যদি টাইম নিয়া সমস্যা থাকে তাহলে পোস্ট করা কমিয়ে হলেও অন্যদের ব্লগে একটু একটু যায়েন।
ভাল থাইকেন। শুভকামনা রইল।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
সুখী মানুষ বলেছেন: আপনার সব অভিযোগ সত্য, উপদেশ বাস্তব, শিরধার্য।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গেম চেঞ্জার এর সাথে সহমত !
প্রায় ৬ বছর ব্লগে আছি । কখনো সুখি ভাইর সাক্ষাত পাইনি ।
অনুপাত ১০ঃ ১ হোক সমস্যা নাই । কেউ আমার ব্লগে ভুলেও আসেন না , তিনি রবীন্দ্র নাথের নাতী হলে তাঁকে পুঁছার সময় নাই ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
সুখী মানুষ বলেছেন: হুম পুছাপিছুতে সময় না দেওয়াই ভালো।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখা এবং মন্তব্য উভয়ই জ্ঞানসমৃদ্ধ। ঋদ্ধ হৃদয়ে ফিরে গেলাম
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩
সুখী মানুষ বলেছেন: আমি অন্য ব্লগারদের (পাঠক বলবো না) মন্তব্য পেয়ে বুঝতে পারছি, আমার আর ব্লগে আসাটা মন হয় ঠিক হচ্ছে না।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
রুদ্র জাহেদ বলেছেন: আপনে শুধু লেখেন। ব্লগবাড়িতে অন্যের লেখা দেখেন?
পাঠক খুঁজে পাইব কেমনে আপনের লেখা?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
সুখী মানুষ বলেছেন: আগের মত সময় পাই না
কিন্তু ব্লগে ফেসবুকে ষ্টেটাস দেওয়ার জন্যতো সামোতে এসেই টাইপ করি। এই লেখাগুলাই মাঝেমাঝে সামুতে পোস্টও করে যাই।
ব্লগে শুধু লেখক হয়ে বসে থাকা বেমানান। এখানে সবাই লেখক, সবাই পাঠক।
আমি অন্য লেখকদের জন্য নিজে পাঠক খুব কম হই, এই জন্য ক্ষমাপ্রার্থী।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৭
পবন সরকার বলেছেন: মন্তব্য পইড়া মজা পাইলাম। আপনাকে ক্ষমাটমা করে যাবে না, আপনি লেখার পাশাপাশি পাঠক হবেন এটা আশা করি।
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
সুখী মানুষ বলেছেন: সময় পাই খুব কম, তাতে যতটুকু পারি পড়ি। কিন্তু মন্তব্য করা হয়না। আজকাল মন্তব্য কেমন যেন এটাকিং মুডে হয়, ভয় পাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৪
হাবিব বলেছেন: সুখী ভাই, কেমন আছেন।