![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
দেশী উদ্ভাবনের নিউজগুলা আমি খুব আগ্রহ নিয়া পড়ি। এই যেমন
- বাতাসের সাহায্যে চলবে মোটরসাইকেল, লাগবেনা কোন জ্বালানী!
তিরিশ লাইনের বিশাল নিউজ। ইনায়ে বিনায়ে প্রথম উনত্রিশ লাইন লেখা। তিরিশ লাইনে গিয়া লেখা, অথচ বাংলাদেশের উমুক ডিস্ট্রিকের, তুমুক গ্রামের এক অবলা কিশোর বানিয়ে ফেললো বাতাস দিয়ে চলে এমন মোটর সাইকেল! নিউজ শেষ।
- সৌর শক্তি দিয়ে ডুবন্ত লঞ্চ খুঁজে বের করার পদ্ধতি আবিষ্কার করেছেন ওমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
ঘটনা কিছুই না, একটা মেটাল ডিটেক্টরে ২৫ টাকা দিয়া একটা ৯ ভোল্টের ব্যাটারি লাগাইলেই হয়। এই শিক্ষক সাহেব ২৫ টাকার ব্যাটারি না লাগায়ে পাঁচশো টাকা দিয়া একটা সোলার প্যানেল কিনে নেগেটিভ, পজিটিভ কানেক্ট করে দিছেন, ব্যাস।
- উদ্ভাবক তুমুক এবার উদ্ভাবন করলেন অনলাইন রেডিও ষ্টেশন!
খবর শুরু হয় খুব উত্তেজনাকর কথাবার্তি দিয়া। একটা রেডিও ষ্টেশন তৈরী করতে লাগে কোটি, কোটি টাকা। অথচ উদ্ভাবনের রক্ত যার শিরায় শিরায় টগবগ করে, তিনি কোটি টাকা বাঁচানোর জন্য নিজেই উদ্ভাবন করে ফেললেন এমন এক জিনিস, যাতে লাগবেনা কোন টাকা! আসলে ঘটনা কিছুই না, সাউটকাষ্ট টাইপ কিছু সফটওয়্যার পাওয়া যায়। ভদ্রলোক এই সফ্টওয়্যার নেক্সট, নেক্সট, ফিনিস এ ক্লিক করে ইনষ্টল করেছেন। তারপর ঐ সফ্টওয়্যারে কতগুলা অডিও ফাইল সিলেক্ট করে প্ল্যা বাটনে ক্লিক করেছেন। এই হইলো উনার বিশাল উদ্ভাবন!
আমি প্রায়ই ভাবি - লজ্জাহীন, জ্ঞানহীন কি উদ্ভাবকগুলা নাকি রিপোর্টারগুলা!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
সুখী মানুষ বলেছেন: হ ভাই, কিন্তু কষ্ট লাগে।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব শুধু বাংলাদেশী সাংবাদিক দ্বারাই সম্ভব...
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
সুখী মানুষ বলেছেন: জাতিকে সামান্যের সুখে মূর্খ রাখার এ এক অমোঘ রাস্তা। হোয়েন দে উইল এভার লার্ন!
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১
রানা আমান বলেছেন: উদ্ভাবকদের কথা আর বলে লাভ নেই , সাংবাদিকতার নীতিমালা না জানা অথবা জেনেও না মানা কিছু অপসাংবাদিক ই মুলত বেশিরভাগ অনলাইন নিউজপোর্টাল চালায় বলে মনে হয় । যা হোক আবোল তাবোল কিছু লিখে প্রকাশ করে দেওয়া নিয়ে কথা । অনেকে আবার তাদের ফেসবুক পেজে এসব নিউজ শেয়ার ও করে দেখতে পাই । এসব অপসাংবাদিক ই এ জাতীয় উদ্ভাবকদের প্রশ্রয়দাতা। অনলাইন নিউজপোর্টালগুলোর কথাও না হয় বাদ ই দিলুম , বাংলা ও ইংরেজী মিলিয়ে যে কটি দৈনিক নিয়মিত পড়ি তার মাঝে প্রথম আলো ও আছে , এটাতেও অপসাংবাদিকতার প্রভাব ভালোভাবেই চোখে পড়ে আর আমাদের টিভি চ্যানেলগুলোর কথা আর বলতেও চাই না । এককালে সাংবাদিকতা নিয়ে কিছু পড়াশোনার চেষ্টা করেছিলুম বলে অসঙ্গতি গুলো কিছু কিছু এখনো চোখে পড়ে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
পাটন বলেছেন: দুদলেই সমান সমান।কেউ কারো চেয়ে কম নহে।