![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
মরা'র চল্লিশ দিন আগে নাকি সিগনাল পাওয়া যায়। ছোটবেলোয় কে যেন বিষয়টা আমার মাথায় ঢুকায়ে দিছিলো। এরপর শুরু হইলো যন্ত্রনা!
হোঁচট খাই, মনে করি এইটাই সিগনাল। গালে কামড় পড়ে, মনে করি সিগনাল...
আর বাকী ৪০ দিন। তখন এক টাকা করে ভিউকার্ড কিনতাম। ভিউকার্ডগুলা বন্ধুবান্ধবদের বিলায়ে দেই। লাটিম, ঘুড়িগুলাও আর নিজের কাছে রাখিনা। মসজিদে গিয়ে নামাজ পড়ি। ৪০ দিন পর হবা'র পর দেখি মরি না! ভাবি, সিগনালটা ভুল ছিলো। আবার ভিউকার্ড কিনি, মসজিদে যাওয়া কমায়ে দেই।
কিছুদিন পড়লাম শ্রীকান্ত। মৃত্যুকে যে খুব কাছ থেকে দেখে। ঈন্দ্র'র সাথে মিশে যে শিখে, মরার'র আবার জাত কী! মরা'র ভয় মন থেকে কেটে গেলো। মনেমনে ভাবলাম, লাইফে শ্রীকান্ত না হইতে পারলে এইটা কোন লাইফ হইলো! একটা রাজলক্ষীর অভাবে আর শ্রীকান্ত হওয়া হইলোনা। তবু শ্রীকান্তের মত ভালোবাসা হৃদয়ে ধরতে বড় ইচ্ছা করে...
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২
পবন সরকার বলেছেন: এমনিতেই কারো লেখায় মন্তব্য করেন না- - তারোপর শ্রীকান্ত হইলে তো আপনারে খুঁইজাই পাওয়া যাইবো না।
২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৪
সুখী মানুষ বলেছেন: কারো লেখায় মন্তব্য না করা'র কারন এদ্দিনে বুঝতে পারছেনতো?
আর একটা জিনিস বুঝি না পবন দা, ব্লগ করলে কি মন্তব্য করতেই হবে? সামু'র শুরুর দিকে আমরা যখন ব্লগিং করতাম, তখনই ব্লগের স্বর্ণযুগ ছিলো মনে হয়। আমরা কত আড্ডা, পিকনিক আয়োজন করতাম! সামু'র অফিসে গিয়েও কত পিকনিক করছি! কই তখনতো মন্তব্য না করলে এমন করে কেউ অভিযোগ দিতো না!
আরেকটা জিনিস বুঝতে হবে, সবাই অতটা সময় পায় না, যে অন্যের লেখা পড়ে মন্তব্য করবে। তাই বলে নিজের লেখাটা ব্লগে শেয়ারও করতে পারবে না? এমন কোন ব্লগীয় নিয়ম কি আছে? সত্যিই জানি না।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শ্রীকান্ত ভালোলাগার মতো চরিত্র।