নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

নারী\'র সম্পদ ও মুক্তি

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫

সম্পত্তিতে নারীর অংশ পাবার বিষয়টা বেশ ইন্টারেষ্টিং।
- হিন্দু মেয়েদেরা বাপের বাড়ীর কোন সম্পত্তি পান না। কারন, বিয়ের সময় অনুষ্ঠানে এবং যৌতুকে তা দিয়ে দেওয়া হয়। কিন্তু আদতে মেয়েটা নিজে কি কিছু পায়!
- মুসলমানদের ক্ষেত্রে মেয়েটা অনেক জায়গা থেকেই পায়। বাপের কাছ থেকে ভাই যা পায়, তার অর্ধেক। আবার স্বামীর সম্পদের কিছু একটা অংশ পান। এমনকি ছেলে মেয়েদের সম্পত্তিরও মনে হয় কিছু একটা পান। এই সবই আসলে কাগজে কলমে। হাতে কলমে কয়জন এই সম্পত্তি ভোগ করতে পারেন জানি না। আর বাপের বাড়ীর সম্পদের ভাগ নেওয়া মেয়েদেরকে বাপের বাড়ীর লোকজন ভালো নজরে দেখে বলেও মনে হয় না।

কিন্তু মা বাবার কাছে তো ছেলে, মেয়ে দুইজনই সমান! শুধু তাই না, সংসারে ছেলেদের চাইতে মেয়েরাই বেশী আদর নিতে জানে, সেবা ও ভালোবাসা দিয়ে।

হজরত মোহাম্মদ (সা:) সংসার জীবনে প্রচুর অর্থ সম্পদ পেয়ে ছিলেন তার স্ত্রী খাদিজা (রা:)'র কাছ থেকে। এ থেকে বুঝা যায়, হাজার বছর আগেও নারীরা আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন। অথচ এই আধুনিক যুগেও নারীরা আর্থিকভাবে কতটা স্বচ্ছল?

নারীর আর্থিক মুক্তি না মিললে অন্য মুক্তিগুলা পিছিয়েই থাকবে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর উপস্থাপন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

পলাশমিঞা বলেছেন: সব ঠিকাছে। শুধু একটা বিষয় অঠিক আর তা হলো, আমাদেরকে পড়ার জন্য বলা হয়েছে আমরা পড়ি না।
না পড়লে যা হয় তা এখন হচ্ছে।

লেখা পড়ে খুব ভালো লেগেছে।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

সুখী মানুষ বলেছেন: "শুধু একটা বিষয় অঠিক আর তা হলো, আমাদেরকে পড়ার জন্য বলা হয়েছে আমরা পড়ি না।" বুঝলাম না পলাশমিঞা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.