নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্সটের জব, শিক্ষিতের এইম ইন লাইফ না কেন।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতির জায়গা। অথচ কাউকে বলতে শুনবেন না, এইম ইন লাইফে বলতেছে - গার্মেন্টস সেক্টরে চাকরী করতে চাই। ইউনিভার্সিটি পাশ করা যে কাউকে জিজ্ঞাসা করে দেখেন। একজনও পাবেন কি না সন্দেহ যে পাশ করে গার্মেন্টসে চাকরী করতে চায়।

আমরা ধরেই নিছি, অল্প বা অশিক্ষিতদের কর্মক্ষেত্র হচ্ছে গার্মেন্টস। এই ওয়ার্কফোর্স যদি শিক্ষিত হতো, নিশ্চয়ই আরো ভালো আউটপুট আসতো। আর ধরে নিলাম স্বল্প বা অল্প শিক্ষিতরা নাহয় বেজলাইনে কাজ করলো। ম্যানেজার, জেনারেল ম্যানেজার এইসব পোষ্টওতো আছে, নাকি?

এই অক্ষমতা গার্মেন্টসের মালিকপক্ষের না অন্য কারো জানি না। তবে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি যে সেক্টরটার উপর দাঁড়ায়ে আছে, এই সেক্টরে মিডলম্যান, টপম্যান বেশীরভাগই পুষতে হচ্ছে বিদেশী। ইন্ডিয়ান, শ্রীলংকান তাই এই সেক্টরে অসংখ্য। একশো জন অদক্ষ শ্রমিক আমরা বিদেশ পাঠিয়ে যে রেমিটেন্স পাচ্ছি, একজন দক্ষ বিদেশীকে আমরা তা রেমিটেন্স আকারে তার দেশে পাঠিয়ে দিচ্ছি। এই দশা থেকে অবশ্যই দেশের উতরাতে হবে। শুভশ্য শিঘ্রম।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২

সঞ্জয় নিপু বলেছেন: জানিনা আপনি কি গার্মেন্টস লাইনে আছেন কিনা, আমি ভাই গত ১০ বছর ধরে আছি,
এখানে একটা মানুষের জীবনে সাইন করার চান্স ৫০/৫০, যেমন, যে যেই পোস্টে আছেন না কেন, সে যদি প্রপার চ্যনেলে ধরতে পারে, মানে কাজের জ্ঞান অনুযায়ী সঠিক পোষ্ট, এবং সেখানে কর্ম দক্ষতা দেখাতে পারে তাহলে সে অনেক উপরে উঠতে পারবে, আর কেউ যদি যোগ্যতা অনুযায়ী সেই কাজের মুল্যায়ন না পায় তাহলে মর্কেটে তার পরিধি ব্যপক করার কোন সুযোগ থাকবে না, গার্মেন্টস ট্রেডে কাজের মিড লেভেল এর পোষ্ট গুলোতে কাজের মুল্যায়ন হয় না বললেই চলে আর দেশে কি রাজনীতি একটা গার্মেন্টস ফ্যক্টরী তে যে পরিমান রাজনীতি চলে একজনের বিরুদ্ধে আরেক জন সেটা আর কোন ট্রেডে নাই, এখানে কাজ করার লোকের অভাব নেই আবার কাজ না জেনে ও অনেক বড় পোস্টে বসে আছে এমন লোকের ও অভাব নেই, তাই আমাদের সমাজ এই ট্রেড কে এখনো খুব বেশী ভাল চোখে দেখে না, আর আমরা আপনি যারা জানি তারা আপনার মতন এই কথাটাই ভাবি।
যে কারনে, কোন বড় প্রবলেম হলে দেশে পুলিশ থাকতে ও র‍্যব বা আর্মি নামায় ঠিক সেই কারনেই দেশে যোগ্য লোক থাকতে ও বাহির থেকে লোক এনে বড় বড় পোস্টে বসায়, আমার দেখা এমন অনেক আছে।
আপনার ভাবনা সঠিক কিন্তু এখন আসছে অনেক ভাল মানুষ আসছে এই ট্রেডে বিশেষ করে আর্মি অফিসাররা রিটায়ার্ড করার পর জয়েন করে গার্মেন্টসে।
অনেক ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬

সুখী মানুষ বলেছেন: আমি মিডিয়াতে আছি ভাই। অনেক তথ্য জনালাম আপনার কাছ থেকে। কিছুটা হতাশ হলাম। আবার আশার কথা শোনে আশান্বিতও হলাম। দেশের স্বার্থেই এই সেক্টরটাকে নোংড়ামীর হাত থেকে বাঁচানো দরকার। আরো দরকার দেশের মেধাগুলাকে বিভিন্ন সুযোগ দিয়ে ভিতরে ঢুকানো। পলিটিক্স ফ্রি এনভার্মেন্টে মেধাবী লোকগুলা কাজ করতে পারলে অবশ্যই দেশের আরো বেশী উন্নতি হবে। আর পরীক্ষিত প্রমানীত সেক্টর হলো গার্মেন্টস এই জন্য।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯

সুখী মানুষ বলেছেন: আমাদের উন্নতির স্বার্থেই।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২১

করুণাধারা বলেছেন: একশ জন অদক্ষ শ্রমিক আমরা বিদেশ পাঠিয়ে যে রেমিটেন্স পাচ্ছি, একজন দক্ষ বিদেশীকে আমরা তা রেমিটেন্স আকারে তার দেশে পাঠিয়ে দিচ্ছি। এই দশা থেকে অবশ্যই দেশের উতরাতে হবে। শুভশ্য শিঘ্রম।

খুব সত্যি কথা।

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৪

সুখী মানুষ বলেছেন: এই কথাগুলাই আমার কাছে বেশী কষ্টের মনে হচ্ছিলো। জায়গামত কথাটা বুঝতে পেরেছেন বলে খুব শান্তি লাগছে ভাই।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বলদের মতো খাটা লাগে, দশ তারিখের আগে বেতন পাওয়ার ঘটনা বিরল, মালিকের ভাই ভাতিজারা সবার মাথার উপরে ছড়ি ঘুরায়... এরকম সেক্টরে কে জব করবে?

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭

সুখী মানুষ বলেছেন: নদীর এপাড় কয় ছাড়িয়া নি:শ্বাস...
ভাই মিডিয়া সেক্টরের খবরও কিছু রাখেন দয়া করে। তখন মনে হবে আপনারা স্বর্গ সেক্টরে আছেন।

দুনিয়ার কোথাও নেই
শান্তির চাকুরী। :)

তবে গার্মেন্টসের উপর ভিত্তি করেইতো আমাদের অর্থনীতি। তাই এই সেক্টরকে যত দ্রুত সম্ভব আধুনিকায়ন করতে হবে নিজস্ব মেধা দিয়ে।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জব করতে চায় না নাকি চাইলেও পাওয়া যায় না? বেকার এত বেড়ে গিয়েছে কোথাও কোন পোস্ট খালি থাকে না...

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০

সুখী মানুষ বলেছেন: জব পাওয়া, না পাওয়া নিয়ে বিশাল তর্ক বিতর্ক আছে ভাই। তবে শেষ কথা হচ্ছে, যাদের আগ্রহ আর মেধা আছে, তারা ঠিকই কোন না কোন পজিশনে ঢুকে। পরে নিজের জায়গা করে নিতে পারে।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮

বিজন রয় বলেছেন: বিরাট প্রশ্ন!! সম্ভবত আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গী।

ভাল আছেন তো?

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১

সুখী মানুষ বলেছেন: ইয়েস, সামাজিক দৃষ্টিভঙ্গিই মূল।
- আপনার ছেলে কোথায় জব করে?
এই প্রশ্নের উত্তর কেউ "গার্মেন্টসে" বলতে চায় না।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১

টারজান০০০০৭ বলেছেন: "স্বদেশের ঠাকুর ছাড়ি, বিদেশী কুকুর ধরি" --- আমাদের এই মানসিকতা আর গেলো না। শামসুর রহমানের একটা কবিতার লাইন মনে পড়িল "বাংলাদেশ , তুমি কি হ্যাট কোট পড়া বিদেশিকে দেখে নিজের উরুদ্বয় ফাক করে দেবে ?" ইন্ডাস্ট্রিগুলো এখন বিদেশিদের দেইখা ফাক কইরা দিতাছে। তাহাদের ধারণা দেশীরা তাহাদের সন্তুষ্ট করিতে পারিবে না ! X(

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

সুখী মানুষ বলেছেন: এরচেয়ে সহজ করে এই ঘটনার ব্যাখ্যা সম্ভব না।
আমি যা পারি নাই, তা অল্প কথায় বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
কিন্তু আমাদের এর আশু সমধান দরকার। যে খাত আমাদের সবচেয়ে বড় লাভের ক্ষেত্র, তার যতটা বেশী সম্ভব ক্রিমই আমরা খেতে চাই। লোকার দক্ষ লোকবল নিয়ে।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮

সালমান মাহফুজ বলেছেন: সিস্টেমটাই বোধহয় এখানে কারণ হিসাবে দায়ী । যেই সেক্টরের ৯৫ % লোক খুবি নিম্ন মানের জীবনযাপন করে , সেখানে গিয়ে গায়ে গন্ধ লাগাতে চান না ওনারা ।

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

সুখী মানুষ বলেছেন: কিন্তু এই অবস্থা থেকে উতরানোর বুদ্ধি কী!

৯| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

রিফাত হোসেন বলেছেন: সুখীমানুষ শব্দটা খুব ভাল লাগে।

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

সুখী মানুষ বলেছেন: সুখ লাগলো শোনে :)

১০| ২২ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন কিছু জানা হলো

১১| ০১ লা মে, ২০১৭ দুপুর ১:০৩

আফা আমি-ই দেশপ্রেমিক বলেছেন: দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে.....

১২| ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:০৪

ভবঘুরে যাত্রি বলেছেন: গ্রাজুয়েশন শেষ। গার্মেন্টস এই চাকুরীরত আছি। বেশ ভালই আছি ।

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:৪৬

সুখী মানুষ বলেছেন: প্রফেশনের শুরুতে যদি এমন করে ভাবতে পারতাম, আপনার মতই সিদ্ধান্ত নিতাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.