নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

জানতে চাই...

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৬

ব্যাংকে টাকা রাখলে নাকি লাখে এক হাজার করে সরকার নিয়ে নিবে।
ঘটনাটা ডিটেইল কে জানেন, বলতে পারবেন?

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৯

বিজন রয় বলেছেন: বাজে কথা।

কে বলল?

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৬

সুখী মানুষ বলেছেন: ফেসবুকেও একই কথা লিখেছিলাম। একজন মন্তব্য করলো-
সহকর্মীর পোস্ট হতে....

ব্যাংকে চাকরী করতে গিয়ে শাখা পর্যায়ে পোস্টিং থাকাকালে এফডিআর এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছি । সেটা হলো এফডিআর হিসাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ এফডিআর এর প্রিন্সিপাল এ্যামাউন্ট হলো ১.০০ লক্ষ টাকা এবং মেয়াদ তিন মাস । এর কারণ হলো মধ্যবিত্ত বাঙ্গালি এবং গৃহিণীদের মধ্যে একটা প্রবণতা কাজ করে তা হলো, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের পরিমাণ ১.০০ লক্ষ টাকা হলেই তারা এফডিআর করতে পছন্দ করেন । কারণ এতে কিছু মুনাফা পাওয়া যায় এবং টাকাটা অপ্রয়োজনে খরচের ভয় থাকে না । এছাড়া কারো কাছে হঠাৎ কিছু টাকা চলে আসলে যা তাদের কয়েক মাস পরে খরচ করতে হবে তখন তিনি তা স্বল্পমেয়াদীতে এফডিআর করে থাকেন ।
যাই হোক এবার মূল প্রসঙ্গে আসি । সরকার আগামী পহেলা জুলাই থেকে ব্যাংক হিসাবের এ্যামাউন্ট ১.০০ লক্ষ ১ টাকা হতে ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত আবগারী শুল্ক (এক্সাইস ডিউটি)নির্ধারণ করেছেন ১০০০ টাকা । অর্থ্যাৎ আগামী কালকে আমাদের ব্যাংকে (জনতা ব্যাংক) কেউ ১.০০ লক্ষ টাকা তিন মাস মেয়াদে এফডিআর করলে মেয়াদ শেষে ৪.৫০% হার সুদে সুদ পাবেন ১১২৫ টাকা । উৎস কর (সোর্স ট্যাক্স) হিসাবে এই ১১২৫ টাকার ১৫% হিসাবে কাটা যাবে ১৬৯ টাকা এবং আবগারী শুল্ক ১০০০ টাকা । অর্থ্যাৎ মোট কাটা যাবে (১৬৯+১০০০)=১১৬৯ টাকা । তিন মাস পরে গ্রাহক ফেরত পাবে (১০০০০০+১১২৫-১১৬৯)=৯৯৯৫৬ টাকা । অর্থ্যাৎ গ্রাহক তিন মাস টাকা খাটানোর পর লাভ তো দূরের কথা উল্টো আসল হতে ৪৪ টাকা কম পাবে ।
আর যারা October এর ১ তারিখের পরে ৩ মাস মেয়াদী FDR করবে তাদের কে ১৭ ও ১৮ সালের মোট ২ বছরের Excise Duty দিতে হবে। এ ক্ষেএে সে পাবে = ৯৮, ৯৫৬/।

ইতিমধ্যে পহেলা এপ্রিল ২০১৭ এর পর যারা তিন মাস মেয়াদে ১.০০ লক্ষ টাকা এফডিআর করেছেন তাদের সবার ক্ষেত্রেই এই ঘটনা ঘটবে । বেশির ভাগ প্রাইভেট ব্যাংক গুলোর এফডিআর সুদের হার আমাদের ব্যাংকের সমান বা সামান্য কমবেশি হওয়ায় তাদের ক্ষেত্রেও একই বিষয় হবে ।
তিনমাস পর শাখায় গ্রাহকের সাথে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং একজন ব্যাংকারের নৈতিক দায়িত্ব হিসাবে বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে ফ্রেন্ডলিস্টের সকল ব্যাংকার বন্ধুদের প্রতি আহ্বান রইল । এছাড়া অন্যান্য পেশার বন্ধুদের প্রতি আহ্বান রইল এফডিআর এ বিনিয়োগ করার আগে মেয়াদ শেষে সকল সরকারি কর্তন শেষে কত টাকা মুনাফা পাবেন তা আগে নিশ্চিত হয়ে বিনিযোগ করতে । সবাইকে ধন্যাবাদ।

২| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাজে কথা না বিজন দা । এমন কথাই শুনতেছি । কার্যকারীতা শুরু হয়নি এখনো। দেখা যাক কি হয়

২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৫০

সুখী মানুষ বলেছেন: শুনলাম, শুরু হয়ে গেছে!

৩| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৫০

বিজন রয় বলেছেন: ফাতেমা আপা কেমন আছেন?

ব্যাংক তো এমনিতেই ১০% সহ অন্যান্য অনেক কিছুই কাটে।
এ আর নতুন কি!!!!!!!

৪| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৩০

নতুন নকিব বলেছেন:



জটিল জিনিষ!

এইসব টেকনিক সুদখোর পাবলিকগো ঘুম হারাম করে ছাড়বে দেখছি!

৫| ২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৩০

রবিউল ৮১ বলেছেন: বিষয়টা হলো আপনার একাউন্টে ১ লক্ষ টাকা এক দিনের জন্যও যদি টাচ করে গত বছর ৫০০ টাকা কেটেছে এই বছর থেকে ১০০০ টাকা কাটবে।আমার ষ্টান্ডার্ড চাটার্ড একাউন্টে আমার বন্ধু বিদেশ থেকে ১ লক্ষ টাকা পঠিয়েছিলো।আমি সেই টাকা যেদিন জমা হয় সেদিনই তুলে তার আপন জনকে দিয়ে দেই।বছর শেষে সরকার সুন্দর ভাবে তার বাপের টাকার মতো ৫০০ টাকা বাড়তি চার্জ করে। আমি বিষয়টা ব্যাঙ্কে ফোন দিয়ে তখন জানতে পারি। তার আগ পর্যন্ত বিষয় তা আমার জানা ছিলো না।আমি বন্ধুর উপকার করতে যেয়ে বছর শেষে খাইছি ধরা।ব্যাঙ্ক আমাকে এত দিন পরে চার্জ করলেও আমিতো বন্ধুরে তো আর এত দিন পরে চার্জ করতে পারি নাই তাই নিজেই গচ্ছা দিছি।এই বছর থেকে তা ১০০০ টাকা হবে। এখন এফডিআর করেন আর না করেন ব্যাঙ্কে ১ লাখ রাখবেন তো ;) ;) B-) B-)

২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৮

সুখী মানুষ বলেছেন: :(

৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৩

বিজন রয় বলেছেন: এতদিন মনে হয় উত্তর পেয়েছেন।

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:২৭

সুখী মানুষ বলেছেন: হুমম :)

৭| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

ইসফানদিয়র বলেছেন: আমাগো মাল মন্ত্রী

৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

মুরাদ সরকার বলেছেন: ভাইয়া আপনার সাথে ফেসবুকে যোগাযোগ করার লিংক টা একটু দেয়া যাবে?

৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:১০

রায়হানুল এফ রাজ বলেছেন: মাল কি যে শুরু করেছে???

১০| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬

বিজন রয় বলেছেন: তাহলে নতুন পোস্ট দেন।

প্রিয় কেমন আছে?

১১| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩০

জামাল উদ্দীন ১০৫৫ বলেছেন: অর্থমন্ত্রীর পদত্যাগের মত সময় এসে গেছে।

১২| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪১

বিজন রয় বলেছেন: উত্তরও দেন না। নতুন পোস্টও দেন না।

ঈদ মোবারক।

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

সুখী মানুষ বলেছেন: ঈদ মোবারক বিজন দা।
সরি, সামুতে ঢুকার সময় পাই নাই। যদি লগইন দেখায়, তো পেজ ওপেন থাকে'তো তাই হয়ত। ঢাকায় আছেন?

১৩| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৫

অচেনা আগন্তুক বলেছেন: সরকার যখন সৈ্বরাচার হয় তখনই এমন জন বিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করে!!!

আমরা সইতে থাকি- যেহেতু জাগবার মতো কেউ নেই.....

১৪| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: হ্যাঁ, ঢাকাতে আছে।
অফিস নেই তাই ব্লগে সময় কাটাচ্ছি।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.