নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ডিএসএলআর ক্যামেরার বেসিক টিপস.. :)

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২


মডেল: আমার পুত্র "প্রিয়"।

DSLR এর বেসিক ৩ টা জিনিস হইলো
১) শাটার স্পিড (Shutter Speed)
২) এপ্যার্চার (Aperture)
৩) আইএসও (ISO)
এই তিন প‌্যারামিটারের পারফেক্ট কম্বিনেশন করতে পারলেই মনমত ছবি তোলা সম্ভব। অল্পবিস্তর যদ্দুর জানলাম, তা শেয়ার করি। ভুল হইলে, শুধরে দেওয়ার মত অনেক বন্ধু আমার ফেসবুকে আছেন, এই ভরশায়।
১) শাটার স্পিড: ক্যামেরার লেন্সের সামনে আলো ঢুকার জন্য একটা ছিদ্র থাকে। ছিদ্রটা সবসময় বন্ধ থাকে। ছবি তোলার সময় কিছুক্ষণের জন্য ছিদ্রটা খুলে দেওয়া হয়। আলো যেন লেন্সের পিছনে থাকা সেন্সরে (আগেকার দিনের ফিল্মে) গিয়ে পড়তে পারে। কতক্ষণের জন্য এই আলো ঢুকতে দেওয়া হবে, এরে বলে শাটার স্পিড।
- আমি যদি চাই দ্রুতগামী কোন মানুষ, পাখী, গাড়ীর ছবি তুলবো। এমন ভাবে তুলবো যেন তা স্পষ্ট উঠে। সহজ করে বলতে গেলে, একটা ঘুরতে থাকা ফ্যানের ছবি এমন ভাবে তুলতে চাই যেন ফ্যানটা যতই ঘুরুক, ছবিতে প্রতিটা পাখা স্পষ্ট বুঝা যায়। তখন শাটার স্পিডি দিবো ১/৪০০০ বা আরো বেশী যদি সম্ভব হয় তা। তারমানে এক সেকেন্ডের চার হাজার ভাগের একভাগ সময়ে গিয়েই ছবিতটা তুলে আনবে। ফ্যানটা নিশ্চয়ই এত দ্রুত ঘরছে না। অতএব ছবিটা একেবারে স্থির আসবে। কিন্তু আমি যদি ফ্যানটা ঘুরছে এমনটা যেন বুঝা যায়, এই ছবি তুলতে চাই। তাহলে শাটার স্পিড কমায়ে দিতে হবে। ১/১০০ বা ১ সেকেন্ড বা ২ সেকেন্ড বা ৩০ সেকেন্ড যা খুশি।
- রাতের রাস্তায় গাড়ীর আলোর মুভমেন্ট যদি তুলতে চাই। তাহলে শাটার স্পিড বাড়ায়ে ১ সেকেন্ড, ৫ সেকেন্ড ইত্যাদি করে দিলে অনেক মজার একটা ছবি পাওয়া যায়। আলোর একটা তুলির আঁচরের মত করে লম্বা লম্বা দাগ পাওয়া যায়। কারন গাড়ীরা ফ্রেমে ঢুকার পর ১, বা ৫, বা যতক্ষণ শাটার স্পিড দেওয়া অতক্ষণ পর্যন্ত ফ্রেমের যে জায়গায় গাড়ীটা যাবে; এতদূর পর্যন্ত আলোর একটা তুলির দাগের মত থাকে।
- শাটার স্পিড যত কম দিবো, আলো তত কম সময়ের জন্য সেন্সরে ঢুকবে। তাই কম আলোতে কম শাটার স্পিডে কাজ করতে গেলে এপ‌্যার্চার ও আইএসও'ও বাড়িয়ে দিতে হবে। না হয় অন্ধকার ছবি আসবে। সহজ কথায় বলতে গেলে, আলো কম হলে শাটার স্পিডও কম রাখতে হবে।
২) এপ‌্যার্চার: এপ‌্যার্চার হইলো ল্যান্সে আলো ঢুকার ছিদ্রটা কত বড় আমি রাখবো তা। একে ইংরেজী f দিয়ে লেখা হয়। এপ‌্যার্চার ভেল্যু যা থাকে, তা আসলে ১/এপ‌্যার্চার ভেল্যু হিসাবে ধরতে হবে। তারমানে ১.৮ এপ‌্যার্চার মানে ১/১.৮ = ০.৫৫। ২২ এপ‌্যার্চার মানে ১/২২ = ০.০৪৫। অর্থাৎ এপ‌্যার্চার ভেল্যু কম মানে ছিদ্রটা অত বড়। এপ‌্যার্চার ভেল্যু একেবারে বেশী মানে, ছিদ্রটা একেবারেই ছোট।
- এপ‌্যার্চার ভেল্যু যত কম, যার ছবি তুলবো (সাবজেক্ট) তাকে ফোকাস করলে, তার আশেপাশে সব ব্লার (ঝাপসা) হয়ে যাবে। এখন যদি কারো ছবি তুলতে চাই, এমন ভাবে যে, শুধু তারেই দেখা যাবে স্পষ্ট, আশেপাশে সব ঝাপসা হয়ে যাবে। তখন এপ‌্যার্চার ভেল্যু দিবো ১.৮ বা আরো কম, যদি লেন্সে সাপোর্ট করে।
- পাহাড়ী অঞ্চলে গিয়ে ছবি তুলতে চাইলে, যদি চাই যার ছবি তুলবো, পিছনে তার পাহারটার ছবিটাও স্পষ্ট আসুক চাই। অর্থাৎ সাবজেক্টের সাথে তার আশেপাশের সব কিছু সহ চাই, তখন এপ‌্যার্চার বাড়ায়ে দিতে হবে।
- এপ‌্যার্চার কম মানে, লেন্সের ছিদ্র বড়। তারমানে বেশী লাইট ঢুকবে। তাই কম লাইটে এপ‌্যার্চার বেশী দিতে হবে। বেশী লাইটে এপার্চার কমায়ে দিতে হবে।
৩) আইএসও: আইএসও মানে প্রথমে ভাবছিলাম, Image Sensor Optimization। আসলে তা না, আইএসও হইলো International Organization of Standardization এর সেট করে দেওয়া ভেল্যু। ছবি তোলার সেন্সরের সেন্সিটিভিটির একটা ইনডেক্স। আইএসও ভেল্যু যত কম, তারমানে সেন্সরের সেন্সিটিভিটিও কম। অর্থাৎ আলো বেশী লাগবে।
- লাইট যত বেশী থাকবে, আইএসও তত কমায়ে দিতে হবে। লাইট যত কম থাকবে, আইএসও তত বাড়ায়ে দিতে হবে।
- আইএসও প্রয়োজনের চেয়ে বেশী বাড়ায়ে দিলে আবার বিপদ, ছবিতে নয়েজ চলে আসে। অর্থাৎ ছবিতে উল্টাপাল্টা স্পট, বার্ণ ইত্যাদি চলে আসবে।
শাটার স্পিড, এপ‌্যার্চার, আইএসও এর পারফেক্ট সমন্বয়েই আসলে যেমনটা চাই, এমনই একটা ছবি তোলা সম্ভব।

মন্তব্য ২২ টি রেটিং +১১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিলেন তাহলে?

আপনি কি ক্যামেরা বিষেষজ্ঞ??

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

সুখী মানুষ বলেছেন: নাহ ভাই, মাত্র সপ্তাহখানেক আগে একটা ডিএসএলআর কিনলাম। যেদিন প্রথম ক্যামেরা হাতে পাইলাম, দেখি কিছুই বুঝিনা। আস্তে আস্তে পড়াশোনা করে যদ্দুর শিখলাম, সবার সাথে শেয়ার করলাম, এই যা।

২| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: আমার মোবাইলের শাটার স্পীড নিয়ে সমস্যা। চলন্ত বাসে টিপ দেই এখানে ছবি ওঠে ওখানে।

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

সুখী মানুষ বলেছেন: হেহেহে

৩| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ক্যামেরা হলো ক্যানন ৬০০ডি
আগে লেন্স ছিল ১৮-৫৫ সে সময় ফোকাস ভাল আসতো
এখন ১৮-১৩৫ কিনেছি
কিন্তু ফোকাস ঠিকমতো আসতেছে না। এবং ছবিও ভাল উঠাতে পারতেছি না । এনিয়ে মনটা বড় খারাপ হয়ে আছে


আমি তো আর ফটোগ্রাফার না। অপশন তেমন বুঝি না। কোন মোডে রাখব ক্যামেরা

এখন প্রোগ্রাম মুডে আছে। ক্রিয়েটিভ অটোতে দিলে তো যেখানে ফ্লাস লাগে না সেখানেও ফ্লাস আসে । কি করব । একটু যদি বলতে উপকৃত হতাম।

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

সুখী মানুষ বলেছেন: আমিও নতুন। শিখে, যদি পারি এই ব্লগে এসে মন্তব্য করে যাবো। আশা করি অদ্দিন পর্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৪| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর এপার্চার আইএসও শাটার স্পিড এগুলো তো খুঁজেই পাই না। ছবি তুলে তুলে যদি দেখাতে তবেই মনে হয় পারতাম হাহাহাহ

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

সুখী মানুষ বলেছেন: P তে যাবেন, গোল বাটনটা ঘুরিয়ে। এরপর ডিসপ্লেতে দেখাবে।

৫| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২

গরল বলেছেন: ভাই ভাল লিখেছেন, সবই ঠিক আছে। তবে অ্যাপার্চারের উপর অবজেক্ট ঘোলা হবে না পরিষ্কার হবে তা নির্ভর করে না। অ্যাপার্চার আলোর পরিমান নিয়ন্ত্রণ করে ঠিক আছে কিন্তু অবজেক্ট ঘোলা হওয়া নির্ভর করে DOF (Depth of Field) এর উপর। DOF আবার নির্ভর করে লেন্স এর Focus Length এর উপর।

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

সুখী মানুষ বলেছেন: কথা সত্যা। কথাগুলা গুছায়ে লেখতে পারি নাই। অনেক ধন্যবাদ ভাই।
আমার চেয়েও আগে ডিএসএলআর চালায়, অথচ এই বেসিক ধারণাটা নাই, এমন কয়েকজনকে দেখে, ভাবলাম এমন একটা লেখা লেখে ফেলি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন বলে, কৃতজ্ঞ।

৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯

নিরব জ্ঞানী বলেছেন: চমৎকার ভাবে আপনি ডিএসএলআর -এর তিনটি বেসিক বিষয়ের উপর লিখেছেন। যারা ফটোগ্রাফিতে নতুন তাদের জন্য ভাল একটি পোস্ট।

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

সুখী মানুষ বলেছেন: জ্ঞানী ভাই, ধন্যবাদ। আমিও নতুন, এক সপ্তাহ হয় ডিএসএলআর চালাচ্ছি। আরো হাজার হাজার জিনিস শেখার বাকী। :)

৭| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

তপোবণ বলেছেন: আমি কিনব ভাবছি। এই লেখাটা কাজে লাগবে।

৮| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

সোহানী বলেছেন: আরে ধুর বছর পাচেঁক আগে বড় শখ করে জার্মান থেকে একটা ডিএসএল কিনেছিলাম। কয়েকদিন গুতাগুতি করে দেখি যা ছবি তুলেছি তা আমার অটো ক্যামেরায় এর চেয়ে ভালো ছবি তোলা যায়..... সাথে বিশাল ব্যাগ এক্সট্রা কেরি করতে হয়। তাই আপতত ওইটা আলমারিতে...... কারন ঘুরাঘুরির সময় এই বিশাল এক্সট্রা ব্যাগ কেরি করতে বড়ই বিরক্ত লাগে।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

সুখী মানুষ বলেছেন: তারমানে প্রোগ্রামে গিয়ে নিজের মত সেটিংস চেঞ্জ করে আপনি ছবি তোলার মজা পান নাই :)
ডিএসএলআরে অটোতে দিয়ে ছবি তোলা আর নরম্যাল ক্যামেরা ব্যাবহার করা অলমোষ্ট এক কথা।

১০| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একটা ক্যামেরা কিনবো কিনবো করছি সেই কবে থেকে কিনা হয়ে উঠছে না। শিখে রাখছি কাজে দিব।

১১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: ভালো পোস্ট। ধন্যবাদ।

১২| ০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:১৯

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: ধন্যযোগ,নতুনদের অনেক কাজে দিবে!

১৩| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কামের পোস্ট।+++

শোকেসে তুলে রাখলাম কামে লাগব। আমার একটা ডিএসএলআর আছে.....। :)

১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

কাবিল বলেছেন: আশা করি আরও শিখবেন, আরও শেয়ার করবেন।



ছবিট কি প্রিয়র?

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

সুখী মানুষ বলেছেন: হুমম প্রিয়'র :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.