![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
DSLR ক্যামেরায় সাধারণত ২৯ মিনিট ৫৯ সেকেন্ডের বেশী একটানা ভিডিও করা যায়না। এর কারন কিন্তু ক্যামেরার বা ম্যামরির ক্যাপাসিটি না। এর কারন হইলো ইউরোপিয়ান আইন। তাদের আইনে ভিডিও ক্যামেরা হইলো, যাতে ৩০ মিনিট বা তার বেশী একটানা ভিডিও করা যায়। আর এইসব ক্যামেরার ট্যাক্সও অনেক বেশী। এখন DSLR ক্যামেরায় যদি একটানা ৩০ মিনিটের বেশী ভিডিও করার অপশন দিতে হয়, তারে ভিডিও ক্যামেরার ক্যাটাগরীতে ট্যাক্স দিতে হবে, যার পরিমান অনেক বেশী।
এখন ইউরোপ ছাড়া অন্য দেশের জন্য যে DSLR ক্যামেরাগুলা বিক্রির জন্য তৈরী করা হয়, তাতে ৩০ মিনিটের বেশী ভিডিও করা যায় কি না, বা অন্য দেশের ট্যাক্সের আইন কী রকম তা জানি না।
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৬
সুখী মানুষ বলেছেন: কেন?
২| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: মেমোরি কত আপনার?
৩২ জিবি?
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯
সুখী মানুষ বলেছেন: ১৬জিবি।
কিন্তু ম্যামরি ১টিবি দিলেও এর বেশী রেকর্ড হবে না। যদি ক্যামেরাটা ইউরোপিয়ান মার্কেটের জন্য বানায়ে থাকে। এবং ভিডিও ক্যামেরা হিসাবে ট্যাক্স পে করে না থাকে।
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২
কাক ভেজা বলেছেন: ধন্যবাদ
নতুন জিনিস জানলাম
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সুখী মানুষ বলেছেন: স্বাগতম
৪| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:৫৭
রাকু হাসান বলেছেন: জানা ছিল না জানলাম,,,,
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১
সুমন কর বলেছেন: অবাক !!