নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগতম ।আমি একজন খুব সাধারন মানুষ।সব সময় সাধারনভাবে চলার চেষ্টা করি।

মুক্ত হৃদয়

মাঝে মাঝে মনে হয় জীবনটা ঘাসফুলের মত। হঠাৎ অনেক কিছু পেয়ে যাই, আবার হারিয়েও ফেলি নিমিশে।

মুক্ত হৃদয় › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে যুক্ত হচ্ছে অনলাইন ডেটিং এর নতুন অপশন আক্স ফর রিলেশনশিপ!

২১ শে মে, ২০১৪ রাত ১১:৩০

ফেসবুক বন্ধুদের রিলেশনশিপ স্ট্যাটাস জানার ক্ষেত্রে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। এই ফিচারের

ফলে একজন ব্যবহারকারী তার বন্ধুর রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে প্রশ্ন করতে পারবে। ফেসবুক মনে করছে এই ফিচারের ফলে বন্ধুদের মধ্যে যোগাযোগের আন্তরিকতা আরো বৃদ্ধি পাবে। কিন্তু বিভিন্ন প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এরফলে বন্ধুদের মধ্যে আরো বেশি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাসের ক্ষেত্রে Ask বা জিজ্ঞেস

করো নামে একটি বাটন যুক্ত করছে। ব্যবহারকারীদের রিলেশনশিপ স্ট্যাটাসের ক্ষেত্রে পূর্বে এইস্থানে সিঙ্গেল, এঙ্গেজ কিংবা ইন-এ-রিলেশনশিপ অথবা রিলেশনশিপটি কার সাথে রয়েছে তা দেখাতো। কিন্তু

বর্তমানে এখানে Ask লেখাটি প্রদর্শিত হবে। ফলে একজন ব্যবহারকারী তার বন্ধুকে জিজ্ঞেস করতে পারবে কেন সে সিঙ্গেল কিংবা তার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড কেমন আছে। ব্যবহারকারীর ব্যক্তিগত প্রোফাইল পেজে এটি প্রদর্শিত হবে না, যে ব্যক্তি ব্যবহারকারীর প্রোফাইল দেখতে চাইবে সেই এটি দেখে থাকবে। এই

প্রশ্নটি করতে হলে ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর অবশ্যই ফ্রেন্ড হতে হবে। ব্যবহারকারী তার বন্ধুর রিকোয়েস্টে একটি রিলেশনশিপ তালিকা পাবে যে সে তার বন্ধুর প্রশ্নটির কি জবাব দিতে চাচ্ছে। তালিকায়

রয়েছে সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, অ্যাঙ্গেজড, মেরিড এবং ইন এ ওপেন রিলেশনশিপ। এই অনুরোধের ভিত্তিতে ব্যবহারকারী তার রিলেশনশিপ অবস্থা অপর আরেকজনকে জানাতে পারবে। ফেসবুক মনে করে এই রিলেশনশিপ আস্ক

প্রশ্নের মাধ্যমে অনলাইন ডেটিং এর ক্ষেত্র আরো বিস্তৃত হবে। ফেসবুকের মাধ্যমে অনলাইন ডেটিং এর একটি বিশাল গ্রুপ মনে করে এই ব্যবস্থাটি আরো আগেই

করা উচিত ছিল। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞ একটি অংশ

মনে করেন, কমপ্লিকেটেড সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নেতিবাচক অবস্থা সৃষ্টি করবে। অনেকেই এই আস্ক

প্রশ্নটি থেকে দূরে থাকতে চাইবে। Ask এর এই বাটনটি ইতিমধ্যে ডেক্সটপ এবং মোবাইল সংস্করণে প্রদর্শিত হচ্ছে। কিন্তু এই বাটনটির সাথে রিলেশনশিপের অবস্থানগত পরিপ্রেক্ষিতটি এখনো নতুন। এটি খুব শীঘ্রই সারাবিশ্বে একসাথে প্রদর্শিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.