নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগতম ।আমি একজন খুব সাধারন মানুষ।সব সময় সাধারনভাবে চলার চেষ্টা করি।

মুক্ত হৃদয়

মাঝে মাঝে মনে হয় জীবনটা ঘাসফুলের মত। হঠাৎ অনেক কিছু পেয়ে যাই, আবার হারিয়েও ফেলি নিমিশে।

মুক্ত হৃদয় › বিস্তারিত পোস্টঃ

একলা চলো র

২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪১

মাঝেমধ্যে কারণে - অকারণে , প্রয়োজনে -

অপ্রয়োজনে , একলা থাকতে হয়। তখন এই

catagorir গান গুলা শুনতে অনেক ভালোলাগে।







যদি তোর ডাক শুনে কেউ

না আসে তবে একলা চলো রে।

একলা চলো, একলা চলো, একলা চলো,

একলা চলো রে॥ যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও

অভাগা,

যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই

করে ভয়—

তবে পরান খুলে

ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে॥ যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও

অভাগা,

যদি গহন পথে যাবার কালে কেউ

ফিরে না চায়—

তবে পথের কাঁটা

ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে॥ যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,

যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয়

ঘরে-

তবে বজ্রানলে

আপন বুকের পাঁজর

জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে।।





আমার প্রিয় একটি গান। ১৯০৫

সালে রবিন্দনাথ এই গান টিই লিখেছেন।





link: m.youtube.com/watch?v=yKZzdT8Q52s

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.