নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগতম ।আমি একজন খুব সাধারন মানুষ।সব সময় সাধারনভাবে চলার চেষ্টা করি।

মুক্ত হৃদয়

মাঝে মাঝে মনে হয় জীবনটা ঘাসফুলের মত। হঠাৎ অনেক কিছু পেয়ে যাই, আবার হারিয়েও ফেলি নিমিশে।

মুক্ত হৃদয় › বিস্তারিত পোস্টঃ

আপনি ও পাঠায়ে দিতে পারেন আপনার নাম মঙ্গল গ্রহে।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

এই তো কদিন আগেই ভারতের মঙ্গলযান
প্রদক্ষিণ করতে শুরু করল মঙ্গল গ্রহকে।
এদিকে মানুষের পা এখনো মঙ্গল
গ্রহে না পড়লেও যুক্তরাষ্ট্র ১৩ বছরের
এক কিশোরীকে প্রস্তুত করছে মঙ্গল
গ্রহে পাঠানোর জন্য। কিন্তু পৃথিবীর কোনো মানব-মানবী ওই লাল
গ্রহে পা রাখার আগেই আপনার নাম
পৌঁছে যেতে পারে মঙ্গলে!
যুক্তরাষ্ট্রের মহাকাশ
গবেষণা সংস্থা নাসা আপনাকে এ সুযোগ
দিচ্ছে। ইন্দো এশিয়ান নিউজের বরাত দিয়ে জি নিউজ এ খবর জানিয়েছে। সবকিছু ঠিকঠাক
থাকলে আসছে ডিসেম্বরের ৪
তারিখে পরীক্ষামূলকভাবে মঙ্গল
অভিযানে রওনা দিচ্ছে নাসার
মঙ্গলযান অরিয়ন। নাসা আপনাকে সুযোগ
দিচ্ছে অরিয়নে করে আপনার নামটাও মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়ার। এ জন্য
আপনাকে কেবল নাসার
ওয়েবসাইটে গিয়ে অনলাইন নিবন্ধন
করতে হবে। নাসা জানিয়েছে,
ইতিমধ্যেই ৯৫ হাজার মানুষ লাল
গ্রহে নাম পাঠানোর জন্য এই নিবন্ধন করেছেন। নাসার নভোযান অরিয়নের
মাধ্যমে মঙ্গল গ্রহে নাম পাঠানোর
জন্য নিবন্ধনের সময় শেষ হবে ৩১
অক্টোবর। নাসার ওয়েবসাইটের নির্দিষ্ট পাতায়
গিয়ে নাম, দেশ এবং ডাক ও ইমেইল
ঠিকানা লিখে নিবন্ধন করলেই
আপনাকে একটা ডিজিটাল ‘বোর্ডিং পাস’
দেওয়া হবে। এরপর আপনি নাসার কাছ
থেকে একটা বার্তা পাবেন; যাতে লেখা থাকবে—‘সফল! অরিয়নের
প্রথম ফ্লাইট পরীক্ষাতেই আপনার নাম
উড়ে যাবে মঙ্গলে।’ এভাবে সংগ্রহ করা সব মানুষের নাম
একটা মাইক্রোচিপে করে মঙ্গল
গ্রহে নিয়ে যাবে নাসা। মঙ্গলযান
অরিয়নের কর্মসূচি ব্যবস্থাপক মার্ক
গ্রেয়ার বলেছেন,‘নাসা অভিযানের
সীমানা পেরিয়ে যেতে এবং ভবিষ্যতে পরিশ্রম করছে। এই নামগুলোর
উড়ে যাওয়ার মধ্য দিয়ে মানুষ আমাদের
ভবিষ্যৎ যাত্রার অংশ নিতে পারবেন।’ নাম নিবন্ধনের জন্য ভিজিট
করতে হবে নাসার ওয়েবসাইটের এই
পাতায়:

http://mars.nasa.gov/participate/send-your-name/orion-first-flight/


collected from prothomalo

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১২

অপূর্ণ রায়হান বলেছেন: বলেন কি !!!!

পোস্ট দুইবার এসেছে ।

২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮

টয়ম্যান বলেছেন: জলদি আমার নাম লেখেন ভাইডি B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.