![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে সালাম জানাই।আমি একজন মুসলিম।পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইন নিয়ে।তাই শিল্পের সব মাধ্যম আমাকে আকর্ষন করে।আমি আল্লাকে বিশ্বাস করি।আর ভালোবাসি তার সৃষ্টিকে।
আস্তে আস্তে শব্দ শুনি
কান পাতি দেয়ালের সাথে
কোথাও একটা পিন পতনের শব্দ নেই।
আমার মগজটাই টগবগিয়ে ওঠে
সেই ধবনি শিরায় উপশিরায়
আবেগে অনুভবে আমায় জানান দেয়
আমি একা বড্ড এক.।
ঘড়ির কাঁটাই লাফিয়ে লাফিয়ে
আমি বুড়ো হই
চুল পাকে,দাঁত পড়ে
অস্থি মজ্জা জানান দেই আর দেরি নেই
তারপরো হাপিত্তেশ বোবা ভালোবাসার।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো