![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে চলতে থাকা স্ববিরধী আচরণের কিছুটা উল্টো দিকেই যাচ্ছি বলেই মনে হচ্ছে। কারন ছোট বেলা থেকেই ডায়রি লেখার প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল কিন্তু সাধের ডায়রি লেখা কোনদিন হয়নি। যতবার লিখতে বসেছি প্রথম লাইন সম্পন্ন করার আগেই শেষ হয়ে গেছে আমার ডায়রি লিখন। ছুটে চলার অন্তহীন এ পথে জীবনকে দেখেছি অনেক রকম ভাবেই। জীবনের বৈচিত্রতায় কখনো মুগ্ধ হয়েছি আবার কখনো আশাহত হয়েছি কিন্তু প্রতিবারই এমন কিছু কথা থাকে যা একান্তই নিজের। বয়স বাড়ার সাথে সাথে ব্যক্তিগত কথাগুলোর পরিমান যেন বেরেই চলেছে । আর তাই মনের কথা গুলো লিখতে পারলে হয়ত নিজেকে হাল্কা লাগবে সেই আশাতেই সামুতে আকাউন্ট করলাম পাঁচ মাস আগে আর আজকে আমার প্রথম পোস্ট। আশা করি নিয়মিতই লিখব.........
©somewhere in net ltd.