![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরাও মানুষ, আমাদেরও আছে খেয়ে পড়ে বাঁচার অধিকার।।।
আমি আওয়ামী লীগ করি,
আমি বিএনপি,
আমি জাতীয় পার্টি,
আমি জামাত করি।
দলে দলে রেষারেষি হরতাল বোমাবাজি-
টাকা দিয়ে গাড়ী কিনি আগুনেতে পোঁড়া ফেলি-
এই নিয়ে বেঁচে আছি গোটা জাতি।
ঐ................................................।
চোরের ভাল লাগেনা জোৎস্না রাত্রি,
সুখী দম্পত্তি সেখানেই ঘর বাঁধবি,
দুর্ণীতিই মুলনীতি এরই মাঝে খুঁজে ফিরি
জীবনের প্রতিচ্ছবি।
ঐ.................................................।
এদেশ তো নয় কারো বাপব্যাটাদের,
এদেশ তো নয় স্বৈরাচার আলবদরের,
কাঁনামাছি ভোঁ ভোঁ যারে খুশী তারে ছোঁ (২),
স্বাধীনতাকে বুকে পুষে রাখি।
আমি আওয়ামী লীগ করি,
আমি বিএনপি,
আমি জাতীয় পার্টি,
আমি জামাত করি।
(বিঃদ্রঃ কেউ গাইতে চাইলে এগানের গীতিকার তথা সুরকারের সাথে যোগাযোগ করুন এই নম্বরেঃ ০১৭২২২৫০০৫৯। এই গীতিকারের আরো গান আছে)।
২| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:২৩
হাসান বৈদ্য বলেছেন: চোরের ভাল লাগেনা জোৎস্না রাত্রি,
সুখী দম্পত্তি সেখানেই ঘর বাঁধবি,....
ভালো লেগেছে
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ রাত ৯:০১
কেল্টু৮৬ বলেছেন: দারুন হয়েছে। কিপ ইট আপ।