নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব.............

শুটকাভাই

আমরাও মানুষ, আমাদেরও আছে খেয়ে পড়ে বাঁচার অধিকার।।।

শুটকাভাই › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত কিছু বাংলা প্রবাদ যা প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারেন।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

১।অকাল গেল সুকাল এল, পাকল কাঁটাল কোষ, আজ বন্ধু ছেড়ে যাও, দিয়ে আমার দোষ।

২। অকালে না নোয় বাঁশ,বাঁশ করে ট্যাঁশ ট্যাঁশ।

৩।অতি বড় ঘরণী না পায় ঘর; অতি বড় সুন্দরী না পায় বর।

৪।অধিক খেতে করে আশা, তার নাম বুদ্ধি নাশা।

৫।অন্ন বিনা চর্ম দড়ি, তৈল বিনা গায়ে খড়ি।

৬।অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে।

৭।অবংশো পতিতো রাজা মূর্খ পুত্রশ্চ পণ্ডিতঃ, অধনশ্চ ধনং প্রাপ্য তৃণবন্মন্যতে জগৎ।

৮।অরাধুনীর হাতে পড়ে রুই মাছ কাঁদে, না জানি রাধুনী মোর কেমন করে রাঁধে।

৯।অল্প বৃষ্টিতে কাদা হয়, বেশি বৃষ্টিতে সাদা হয়।

১০।আগে দেও কড়ি পিছে দিব বড়ি।

১১।আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে,পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে।

১২।আপন গাঁয়ে কুকুর রাজা আপন ঘরে সবাই রাজা।

১৩।আপন বুদ্ধি ছিল ভাল,পর বুদ্ধিতে পাগল হল।

১৪।আপন বোন ভাত পায় না, শালীর তরে মণ্ডা।

১৫। আবর তাঁতি গোবর খায়, স্ত্রীর বাক্যে মরতে যায়।

১৬।আমড়াতলায় আম পেলে, আমতলায় কেবা যায়।

১৭।আমার আমার যত কর, চিনির বলদ হয়ে মর।

১৮।আশা আর বাসা ছোট করে মরে চাষা।

১৯।আসতেও একা যেতেও একা, কার সঙ্গে বা কার দেখা।

২০।ইঙ্গিতে বুঝলে মন কাজ হতে কতক্ষণ।

২১।ইস্তক জুতো সেলাই, নাগাদ চণ্ডী পাঠ।

২২।উঁচান বাড়ি বড় ভয়, পড়লে বাড়ি সয়ে যায়।

২৩।যার যেখানে ব্যথা তার সেখানে হাত।

২৪। এ কি বিধির লীলা খেলা, কাকের গলায় তুলসিমালা।

২৫।এই ডুমুরের গুমোর কর, পাকলে ডুমুর পড়ে মর।

২৬।এক কলসি জল তুলে কাঁকালে দিলে হাত, এই মুখে খাবে তুমি বাগদিনীর ভাত।

২৭।এক গাঁয়ে ঢেঁকি পড়ে, আর গাঁয়ে মাথা ব্যাথা।

২৮। এক ছেলে তার ফুলের শয্যে, পাঁচ ছেলে তার কাঁটার শয্যে।

২৯।এক পয়সা নাই থলিতে, লাফিয়ে বেড়ায় তবু গলিতে।

৩০।এক পাগলে রক্ষা নেই সাত পাগলের মেলা।

৩১।এক মুখ সোনা দিয়ে ভরা যায়, পাঁচ মুখ ছাই দিয়েও ভরে না।

৩২।একদিন ঘি-রুটি, একদিন দাঁত-ছিরকুটি।

৩৩।একুশ কোঁড়া গুণে খান, ফুলের ঘায়ে মুচ্ছো যান।

৩৪।একে তো হনুমান, তায় আবার রামের বাণ।

৩৫।এখন না শুনলে বঁধু যৌবনের ভরে, পশ্চাতে কাঁদিতে হবে নয়নের নীরে।

৩৬।এঁটে ধরলে চিঁচিঁ করে, ছেড়ে দিলে লঙ্কা মারে।

৩৭।এত সুখ যদি কপালে তবে কেন তোর কাঁথা বগলে।

৩৮।কড়ি দিয়ে খাই দই,কি করবে মোর গোয়ালা সই?

৩৯।কথা টলার চেয়ে পা টলা ভালো।

৪০।কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখন নয়।

৪১।কাকের বাসায় কোকিলের ছা, জাত স্বভাবে কাড়ে রা।

৪২।কানা মেঘের বৃষ্টি সর্বত্র নয় দৃষ্টি।

৪৩।কামাতে না পারেন নাপিত ধামা ভরা ক্ষুর।

৪৪। কাশীধামে কাক মরেছে কুমিল্লাতে হাহাকার।

৪৫।কোথা রাম রাজা হবে, না কোথা রাম বনে যাবে।

৪৬। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল কাল হল তার এঁড়ে গরু কিনে।

৪৭।গাই কিনবে দুয়ে বলদ কিনবে বেয়ে।

৪৮। গায়ের গন্ধে ভূত পালায়, মাথায় ফুলেল তেল।

৪৯।ঘরে ভাত নেই দোরে চাঁদোয়া।

৫০।ছেঁদো কথার মাথায় জটা, খুলতে গেলে বিষম ল্যাঠা।

মন্তব্য ২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

adder69 বলেছেন: প্রিয়তে

২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

আমরা বাংলাদেশি বলেছেন: plus

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.