নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব.............

শুটকাভাই

আমরাও মানুষ, আমাদেরও আছে খেয়ে পড়ে বাঁচার অধিকার।।।

শুটকাভাই › বিস্তারিত পোস্টঃ

বিগত জোট সরকারের যত ব্যর্থতা এবং অনিয়ম!!!

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৩

১। সরকারী চাকুরীজীবি ওএসডি হয়েছে সবচেয়ে বেশী,

২। বিদ্যুৎ উৎপাদন কিন্চিত পরিমানও বাড়েনি,

৩। বিমানে সাড়ে ৭০০ কোটি টাকা লোকসান,

৪। স্বাধীনতা বিরোধীদের হাতে স্বাধীনতা পদক,

৫। সারা দেশে সিরিজ বোমা হামলা,

৬। সারের পেছনে কৃষককে দৌড়াতে হয়েছে,

৭। হাওয়া ভবন দিয়ে ব্যাপক দুর্নীতি-লুটপাট হয়েছে,

৮। তাদের নিয়োগ দেয়া বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও সরকারি সম্পদের লুটপাটের অভিযোগ উঠে,

৯। অপারেশন ক্লিনহার্ট চালু হয়,

১০।বিরোধী নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও হামলা দিয়ে হয়রানি,

১১। দেশের সম্পদ লুট ও চুরি করে বিশ্বের দরবারে চোর হিসাবে আখ্যায়িত,

১২। স্কুল জাতীয়করণ খুবই কম হয়েছে,

১৩। কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় নাই,

১৪। প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই,

১৫। জনকন্ঠ নির্ভিক ও বলিষ্ঠ ভুমিকা পালন করেছিল বলেই বন্ধ করে দেয়া হয়েছিল,

১৬। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল,

১৭। মৌলবাদী জঙ্গি কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল, বাংলাভাইয়ের উথ্থান,

১৮। চট্টগ্রামে ধরাপড়া ১০ ট্রাক অস্ত্র চোরাচালান,

১৯। রেলপথ ছিলো অবহেলিত ও বঞ্চিত,

২০। মুক্তিযোদ্ধার ভুয়া তালিকা করা হয়েছিল,

২১। মাদক ও জঙ্গীবাদ সমাজে ব্যাধি হিসেবে দেখা দিয়েছিল,

২২। সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে নিরীহ গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ ও সিংগাইর হত্যাকাণ্ড সংঘটিত,

২৩। তারেক রহমানের বন্ধুদের নামে বন বিভাগ ও সরকারী জমি লীজ দিয়ে শিল্প স্থাপনের প্রক্রিয়া করা হয়েছিল,

২৪। বিআরটিসিকে পঙ্গু করা হয়েছিল,

২৫। কওমি শিক্ষাকে বাধাগ্রস্ত করা হয়েছিল,

২৬। তত্ত্বাবধায়কের ধারণা বিনষ্ট করেছিল,

২৭। নির্মানাধীন অনেক সেতু প্রকল্প বন্ধ হয়ে গিয়াছিল,

২৮। উচ্চ আদালতের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করেছিল,

২৯। ভারত সরকারের কারিগরি মূল্যায়ন কমিটি টিঁপাইমুখ বাঁধ প্রকল্পের অনুমোদন দেয়,

৩০। বিড়ির ক্ষেত্রে প্রথম জালিয়াতি ধরা পড়ে,

৩১। রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা মাফ করিয়ে নেয়,

৩২। শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা,

৩৩। আইভি রহমান, এএমএস কিবরিয়া, আহসানউলাহ মাস্টার, অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম ও মমতাজউদ্দিনসহ অনেককে হত্যা,

৩৪। নিজ সন্তানদের দিয়ে মানি লান্ডারিং হয়েছে,



আরও অনেক অনিয়ম আছে যা লিখতে গেলে কাগজে কুলাবে না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই এর সাথে বর্তমান ১৪ দলীয় জোট সরকারের ব্যর্থতা এবং অনিয়ম গুলো দিলে আমরা সাধারণ জনগণ তুলনা করতে পারতাম কারা বেশী খারাপ।

বিগত জোট সরকারের ব্যর্থতা এবং অনিয়মের কারণেই জনগণ এই সরকার কে ভোট দিয়েছিল, তা এই সরকার কি করেছে?

আর কত নিজ দলের দালালি করবেন? এবার একটু নিজ দলের সমালোচনা করেন।

২| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৭

পাহাড়ি জাহিদ বলেছেন: ১. বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা।
২. জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন।
৩. নিজেরগুলোসহ আওয়ামী নেতা-কর্মীদের খুন,ধর্ষন ডাকাতি, লুটপাটের হাজার হাজার মামলা প্রত্যাহার।
৪. বেগম খালেদা জিয়াকে তার তিন যুগের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঈদের পূর্বদিন অমানবিকভাবে উচ্ছেদ।
৫. ভারতের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তি সই।
৬. গোপন চুক্তির মাধ্যমে অথবা কোনো চুক্তি ব্যতীত ভারতকে রাষ্ট্রবিনাশী করিডোর প্রদান।
৭. টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতার পরিবর্তে সরবে তার পক্ষে ওকালতি।
৮. দেশের জনগণকে তিস্তা পানি চুক্তির আশা দিয়ে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ।
৯. ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান।
১০. বিচারবিভাগসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগ্ন দলীয়করণ।
১১. শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর লাখো-কোটি টাকা ডাকাতি।
১২. পঞ্চম সংশোধনী বাতিল।
১৩. সংবিধান থেকে আল্লাহ্র প্রতি আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেয়া।
১৪. কথিত ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে সারা দেশে ইসলাম বিরোধী আবহ তৈরি।
১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জোর করে বাঙালি বানিয়ে পিতার মতো পুনরায় পার্বত্য অঞ্চলকে অশান্ত করা।
১৬. তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল।
১৭. বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ নির্যাতন।
১৮. মানবাধিকারের চরম লঙ্ঘন।
১৯. সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।
২০. সরকারে সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ বিস্তার।
২১. ড. ইউনূসসহ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও নিগ্রহ।
২২. পারিবারিক জমিদারির মতো করে রাষ্ট্রকে ব্যবহার।
২৩. আরিয়াল বিলে বিমান বন্দর তৈরির নামে লুটপাটের অপচেষ্টা।
২৪. বিরোধী দলীয় চিফ হুইপকে প্রকাশ্য রাজপথে অর্ধউলঙ্গ করে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে প্রাণনাশের চেষ্টা করা।
২৫. নাটোরের বাবু, নরসিংদীর লোকমান, ঢাকার চৌধুরী আলমের মতো জনপ্রতিনিধিদের সরকারি পেটোয়া বাহিনী কর্তৃক প্রকাশ্যে হত্যা অথবা গুম-খুন।
২৬. দ্রব্যমূল্যের অসহনীয় বৃদ্ধি।
২৭. আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি।
২৮. দেশের সার্বিক অর্থনীতিতে ধস সৃষ্টি।
২৯. দেউলিয়া পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকে ইসলামী বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা।
৩০. আমাদের গর্ব ও ঐতিহ্যের রাজধানী ঢাকা ভাগ।
৩১. ডেস্টেনি/ইউনিপেটুইউ কেলেংকারী।
৩২. হলমার্ক কেলেংকারী।
৩৩. বিসমিল্লাহ গ্রুপ কেলেংকারী।
৩৪. পদ্মা সেতু কেলেংকারী।
৩৫. রেলওয়ের কালো বিড়াল কেলেংকারী।
৩৬. বিশ্বজিৎ হত্যা।
৩৭. একদিনে ৬০ জন মানুষ হত্যার রেকর্ড।
৩৮. রামুতে বৌদ্ধবিহারে আগুন কেলেংকারী।
৩৯. ইলিয়াস আলী সহ বিরোধী দলের অনেক নেতা গুম।
৪০. এমসি কলেজে আগুন।
৪১. বহদ্দার হাট ফ্লাইওভার ট্র্যাজেডি।
৪২. আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্রাজেডি।
৪৩. সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়া এবং গণমাধ্যমের উপর অব্যহত নিপীড়ন।
৪৪. ব্যাংকিং খাত সহ আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসকরন।
৪৫. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল কেলেংকারী।
৪৬. পাঠ্যপুস্তকে ধর্ম অবমাননামূলক বিষয় অর্ন্তভুক্ত করা
৪৭। ৬ মে আলেম উলামাদের হত্যা
৪৮. রানা প্লাজা ট্রাজেডি
৪৯. বিবিসি-সিএনএন-কানাডা-লাভালিন সাক্ষাতকার কেলেঙ্কারি
৫০. মন্ত্রিদের রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়ে টেলিভিশন ও ব্যাঙ্কের মালিক বনে যাওয়া


৪ বছরের বাকী আরও আছে অপেক্ষায় আইজুদ্দিন ।

৩| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০০

দূর আকাশের নীল তারা বলেছেন: গাধা যেমন কখনই ঘোড়া হয় না, তেমনি যে কোন দলের অন্ধ সমর্থক কখনই নিজ দলের দোষ দেখে না।

৪| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩০

িমল্টসুিম বলেছেন: গাধা যেমন কখনই ঘোড়া হয় না, তেমনি যে কোন দলের অন্ধ সমর্থক কখনই নিজ দলের দোষ দেখে না।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩১

িমল্টসুিম বলেছেন: ঠিক

৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

জামান2021 বলেছেন: বিগত জোট সরকারের ব্যর্থতা এবং অনিয়মের কারণেই জনগণ এই সরকার কে ভোট দিয়েছিল, তা এই সরকার কি করেছে?

আর কত নিজ দলের দালালি করবেন? এবার একটু নিজ দলের সমালোচনা করেন।

গাধা যেমন কখনই ঘোড়া হয় না, তেমনি যে কোন দলের অন্ধ সমর্থক কখনই নিজ দলের দোষ দেখে না।

আরও আছে অপেক্ষায় আইজুদ্দিন ।

৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

বিডি আমিনুর বলেছেন: হারুন বাই কেমন আছেন ?

৮| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

একাকী বাংলাদেশি বলেছেন: লিস্টি করেন করতে থাকেন................... সময় আসতেছে....... আমরাও লিষ্টি করুম

৯| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

ক্লিকবাজ বলেছেন: আুদা হারুণ, কেমন আছিস? পেমেন্ট কি রেগুলার পাচ্ছিস? শুনলাম গাজীপুরে হারার পর থেকে ইদানিং নাকি তোদের পেমেন্ট নিয়া বেশ ঘাপলা হচ্ছে।

১০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

আস্তআবাল বলেছেন: কিরে হারুইন্যা... কেমন আছস ....!!!

১১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

রাজীব বলেছেন: বিগত জোট সরকারের যত ব্যর্থতা এবং অনিয়ম!!!

৯। অপারেশন ক্লিনহার্ট চালু হয়,
২৮। উচ্চ আদালতের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করেছিল,

এগুলো কি অনিয়ম??? বুঝলাম আপনি রাজনীতিবিদ। কারন শুধুমাত্র সন্ত্রাসীরাই ক্লিনহার্টকে ভয় পেয়েছিল।

বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো কি অনিয়ম??? কিছুদিন আগেও তো ২ দফায় সরকারী চাকুরীর অবসেরের বয়স বাড়ানো হলো

১৫। জনকন্ঠ নির্ভিক ও বলিষ্ঠ ভুমিকা পালন করেছিল বলেই বন্ধ করে দেয়া হয়েছিল,
আমার দেশ ইসলামী টিভি বন্ধ।

২৭। নির্মানাধীন অনেক সেতু প্রকল্প বন্ধ হয়ে গিয়াছিল,
পদ্মা সেতু তো নির্মানাধীনও হতে পারলো না।

২৬। তত্ত্বাবধায়কের ধারণা বিনষ্ট করেছিল,
শুধু ধারনা নয় সবটুকুই গেছে।

৩১। রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তা মাফ করিয়ে নেয়,
হলমার্ককে আরো লোন দেয়া উচিৎ- অর্থমন্ত্রী



১। সরকারী চাকুরীজীবি ওএসডি হয়েছে সবচেয়ে বেশী,
৩। বিমানে সাড়ে ৭০০ কোটি টাকা লোকসান,
১০।বিরোধী নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও হামলা দিয়ে হয়রানি,
১১। দেশের সম্পদ লুট ও চুরি করে বিশ্বের দরবারে চোর হিসাবে আখ্যায়িত,
১৪। প্রশাসনের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই
১৬। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল
২৯। ভারত সরকারের কারিগরি মূল্যায়ন কমিটি টিঁপাইমুখ বাঁধ প্রকল্পের অনুমোদন দেয়,

বন্ধ হয়েছে কি???

তবে
কৃষিতে উন্নয়ন হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
সরকারী চাকুরীর বেতন বেড়েছে (তাও দিল চলে না)।
সরকারী চাকুরীতে নিয়োগ বেড়েছে।

১২| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

বলাক০৪ বলেছেন: এই রিমাইন্ডার পোস্টের জন্য ধন্যবাদ। দুইটাই দেশের চরম শত্রু। মনে রাখতে হবে।

১৩| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

মদন বলেছেন: দুজনের অনিয়মের তালিকাই এখানে এসেছে। তুলনা করে আগামিতে ভোট দেওয়া হবে ইনশাআল্লাহ।

যেহেতু আওয়ামীলীগ, বিএনপিএর অনিয়ম দেখিয়ে গতবার ভোট নিয়েছে। কাজেই একই অনিয়ম আওয়ামীলীগ করলে তাকে ডাবল মাইনাস দেওয়া হবে।

জয় বাংলা।

১৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

রাখালছেলে বলেছেন: সবই তো চোর । তাইলে কে ভাল হল । ভোট যে কারে দিমু চিন্তায় রাতে ঘুম হয় না । কি যে করি । কোন ব্লগার যদি ইলেকশনে খারাইতো ...ইশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.