নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব.............

শুটকাভাই

আমরাও মানুষ, আমাদেরও আছে খেয়ে পড়ে বাঁচার অধিকার।।।

শুটকাভাই › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাংলাদেশে ভন্ড পীরদের কিছু বিচিত্র নাম।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

এক নজরে বাংলাদেশে কুফর শীর্ক আর বেদআতের আস্তানা গুলোর লিষ্ট :___
মাইজ ভান্ডার দরবার শরীফ ফটিকছডি চট্টগ্রাম
→ঝিনজি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
→হেইত হইত ও হেঁহু ফকির শাহ্, আনোয়ারা, চট্টগ্রাম।
গোলাফ শাহ, ঢাকা
আদু মামা শাহ, ফেনী
আমীর ভান্ডার, পটিয়া চট্টগ্রাম
লেংড়া শাহ, চট্টগ্রাম
আগুনপানি শাহ চট্টগ্রাম
ধনভান্ডার শাহ, ফটিকছড়ি,
মুকিম শাহ, চট্টগ্রাম
→গুই বাবা শাহ্, পটিয়া, চট্টগ্রাম।
→লতা শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
→কাতাল শাহ্, পটিয়া, চট্টগ্রাম।
→গুনাগার আলী শাহ্, সাতকানিয়া, চট্টগ্রাম।
→পেটান শাহ্-১, বাঁশখালী, চট্টগ্রাম।
→পেটান শাহ্,-২, লোহাগাড়া, চট্টগ্রাম।
→জঙ্গি শাহ্, বাদুরতলা, চট্টগ্রাম।
→গাট্টি ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।
→মা'জুর অলি শাহ্, বাঁশখালী, চট্টগ্রাম।
→বাঘ শাহ্ ফকির, বাঁশখালী, চট্টগ্রাম।
→ডলম পীর, বাঁশখালী, চট্টগ্রাম।
→কল্লা শাহ্, খরমপুর, বি. বাড়িয়া।
→লুদত শাহ্ কুটান্দর, সায়েস্তাগনজ।
→টংটং শাহ্, লাখাই, হবিগনজ।
→উলু শাহ্, কালাপুর, চুনারুঘাট।
→পতুশাহ্, কালাপুর, চুনারুঘাট।
→বেজি শাহ্, পটিয়া,চট্টগ্রাম।
→কালু শাহ্, হাটহাজারি, চট্টগ্রাম।
→মিসকিন শাহ্, চট্টগ্রাম।
→গরিব শাহ্, চট্টগ্রাম।
→পানি শাহ্, চট্টগ্রাম।
→বদনা শাহ্-১, হাটহাজারি, চট্টগ্রাম।
→বদনা শাহ্-২, প্রবর্তক, চট্টগ্রাম।
→বালু শাহ্, চট্টগ্রাম ।
→পাগলা শাহ্, ফেনী।
→ভেনভেনিয়া শাহ্, চট্টগ্রাম।
→ফাইল্লা পাগলা শাহ্, সখিপুর, টাঙ্গাইল।
→পাঙ্খা বাবা,মহনগঞ্জ।
→লেংটা বাবা, ধর্মপাশা, সুনামগঞ্জ।
→মাস্তান শাহ্, দূর্গাপুর, নেত্রকোনা।
→ছাওয়াল (বাচ্চা) পীর, শেরপুর, ঢাকা।
→লেডির কান্দা,পূর্বাধলা, নেত্রকোনা।
→শাখা মাজার, চট্টগ্রাম।
→নিদর্শন দরবার, চট্টগ্রাম।
→গাঁধা শাহ্।
→ননুশাহ, সন্দীপ, চট্টগ্রাম
জহির শাহ। বাউফল,পটুয়াখালী।
কোকোনাট বাবার মাজার...
মোহছেন আউলিয়ার মাজারের পাশে...
রাজার বাঘ দরবার শরীফ
কুতুববাগ দরবার শরীফ
চিল্লা শাহ ,, পটিয়া। নারী খুর শাহ, কল কাতা।
ডলম পির গুনাগরি বদনা শাহ্ চকবাজার
বিরি বাবা শাহ
গোলাপ শাহ. গুলিস্থান, ঢাকা ।
শাহজী,চান্দগাও,চট্টগ্রাম।
ডাইল,চাইল,সিলেট।
হবিগনজে ডাইলা শাহ
টেক্সি ফকির-চট্টগ্রাম।
বালতি শাহ, সিলেট।
লেংলেং শাহ, সুনামগঞ্জ।
কালু শাহ মিরসরাই চট্টগ্রাম
গরম বিবি শাহ, দামপাড়া পুলিশ লেইন চট্রগ্রাম
জ্বিনের বাদশা জ্বীন বাবা পীর সাহেব বালিয়া
বোতল শাহ্, পটিকছড়ি, চট্রগ্রাম।
→পাতা শাহ, বড়লেখা, মৌলভীবাজার।
→কাবেরি শাহ, বড়লেখা, মৌলভী বাজার।
→কেতলি শাহ, কোলাউড়া, মৌলভী বাজার।
→পাঁচ পীরের মাজার, বিয়ানীবাজার, সিলেট।
→চাচা পাগলা, বগুড়া।
→চরম শাহ্, বরিশাল।
জিনের বাদশা লিটন দেওয়ানের জিন্দা পীরের দরবার
পানি বাবা
বিডি বাবা
শিকল বাবা
→ভুখা ফকির, বোয়ালখালী, চট্টগ্রাম।
→টাকশাহ্ মিয়া, চকবাজার, চট্টগ্রাম।
জিনজির পীর মৌলভী বাজার
ভন্ড পীর আমজাদ বেপারী সিরাজগঞ্জ
সোলেমান লেংটার মাজারে ,মতলব উত্তর বদরপুর (বেলতলী) গ্রামে
ইমাম মাহদীর সেনাপতি লুৎফর রহমান ফারুক গোপীবাগ
ল্যাংটা বাবার বাইজিখানা মাজার
সোলায়মন শাহর মাজার কওরান বাজার

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: তাদের বয়ান অ নাম মানেই বিনোদন।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

তাওিহদ অিদ্র বলেছেন: আমি অনেকদিন ধরে এইরকম নাম খুঁজছিলাম।আপনার অনুমতি পেলে এই নাম আমি ব্যবহার করতে চায়।ধন্যবাদ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

মানিজার বলেছেন: লখলুখুগে

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: চরমোনাই পীরের নাম নাই কেন? আপনে মুুরিদ নাকি?
সাথে সাথে ব্যাঙের ছাতার ন্যায় দেশে ছড়িয়ে থাকা কওমী, হাফেজী, নূরানী মাদরাসাগুলোর নামও দেন। আর জামায়াত-শিবিরের গোপন আস্তানাগুলোও দেন, যেখান থেকে ধর্মব্যবসার পরিকল্পনা করা হয়। দেশে ধর্মব্যবসায়ীর অভাব নাই। সবাই একে অন্যরে ছোট করার চিন্তায় আছে। বুঝতে পারেনা, থুতু একে অন্যের গায়ে মারলে দুজনেই অপরিষ্কার হয়ে যায়।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

তারেক ফাহিম বলেছেন: চট্টগ্রামে দেখি শাহের ছড়াছড়ি

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পীর কখনো ভণ্ড হয় না।
পীরের সাথে ভণ্ড যোগ করা অন্যায়।
যারা পীরের মুখোশে ভণ্ডামী করে তাদের
কে আর যাই বলা হোক ভণ্ড পীর বলা যাবেনা্র।
তারা প্রতারক, ভণ্ড .................ভণ্ড পীর নয়।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১

নয়ন বিন বাহার বলেছেন: এদের আবার ব্রাঞ্চও আছে দেখছি।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

ইমরান আশফাক বলেছেন: পীরের মূল নামের পূর্বে উপাধিগুলি অনেকটা নিন্মরুপ:

হযরত শাহ মোহাম্মাদ সুফি............ ইউসুফ গুলের ভুষি........... তরিকায় রফতানী............মালপানি আমদানী...........

অত:পর নক্সাবন্দি / বাক্সবন্দি /পেটরাবন্দি............. ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপক বিনোদন। মুসলমানদের আরো সচেতন হতে হবে। এসব মৃত পীর কিছুই করতে পারবে না তাদের জন্য...

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫২

শেখ আশেক ইব্রাহীম জিহাদ বলেছেন: মানে কি ? পীর আবার আসল হয় নাকি ।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

রাসেল ০০৭ বলেছেন: কথিত আছে, চট্টগ্রামে একবার কোন এক লোক একতা মরা কুত্তা দেখে সেটাকে বালি চাপা দিয়ে রাখে। পড়ে লোকজন সেই জায়গার নাম দেয় কুত্তা শাহর মাজার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.