![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমান্তে বাংলাদেশীদের মরতে হচ্ছে অনেক দিন ধরে , এটা কোন নতুন ঘটনা না। কিন্তু যখন ফেলানী হত্যা মামলায় বিচার শুরু হল মনে আশা জাগল যে অনেক দেরিতে হলেও অবশেষে সীমান্তে হত্যা নিয়ে কোন মামলার বিচার শুরু হল । একটা বিশ্বাস এর সৃষ্টি হল যে এই বিচারের মধ্যে দিয়ে সীমান্ত হত্যা বন্ধ হবে ।
কিন্তু এই মামলার রায়ের মধ্য দিয়ে সবার মধ্যে ধারনা সৃষ্টি করা হল যে এটা একটা সাজানো নাটক ছিল ।
কিছু সময় এর জন্য ধরে নিলাম যে বিএসএফ-এর ওই জোয়ান নির্দোষ ছিল । কিন্তু ফেলানী কে গুলি করে হত্যা করা হয়েছিল, যার লাশ তার কাটায় ঝুলচিল এটা তো সবাই জানে ও মানে । তাহলে কেউ তো এই হত্যা করেছে । তার বিচার করা হোক ।
যদিও ওই হত্যা যে জওয়ান অমিয় ঘোষ করেছিল সেটা মনে হয় কোন না কোন ভাবে সবাই জানে ।
যাই হোক, আশা করি বাংলাদেশের সরকার ও মানবাধিকার সংগঠন গুলো ওই দেশের সরকার ও মানবাধিকার সংগঠন গুলোর সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা করবে ।
যদিও এটা তাদের নিজ থেকে ই করা উচিৎ , কেননা এই বিচার ভারত কে সারা বিশ্বের কাছে লজ্জায় ফেলে দিয়েছে ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
আহমেদ আলিফ বলেছেন:
বিএসএফ দের মনে একটা ভয় ছিল "যদি কোনো দিন সিমান্ত হত্যার বিচার হয় !
এই বিচার নাটকটা করে তারা বিএসএফ কে এই গ্রিন সিগনাল দিল যে
তোমরা নিশ্চিন্তে বর্ডারে বাঙ্গালীদের মরো । ভবিষ্যতে কোনো বিচার হলে তোমরা এই ভাবে পার পয়ে যাবে