![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেটকে রাজনীতির সাথে মিলাবেন না । এই কথাটি প্রায় ই শোনা যায় । অন্তত কোন পাকিস্তানি সমর্থকের সমর্থনের কারন জানতে চাইলে এটাই বলে, কেননা এর চেয়ে ভাল উত্তর তাদের জানা নাই, আসলে নাই ও ।
ক্রিকেটে ভাল করলে যদি দেশের মাথা উচু হয়, খারাপ করলে যদি ১৬ কোটি মানুষ কষ্টে ভেঙ্গে পরে (১৬ কোটির চেয়ে কিছু কম হবে কারন অনেক পাকিস্তানি সাপোর্টার বাংলাদেশ হারলে খুশই হয়), তাহলে সেটাকে আমরা কি করে রাজনীতির বাইরে রাখতে পারি ?
ক্রিকেট যদি বাংলাদেশের পতাকা বহন করতে পারে তাইলে সেটা কি করে রাজনীতির বাইরে হতে পারে ?
ক্রিকেট জদ এক দেশের সাথে অন্য দেশের সম্পর্কের উন্নতি বা অবনতি ঘটাতে পারে তাহলে আমরা কি করে সেটাকে রাজনীতির বাইরে বলতে পারি...... ????
©somewhere in net ltd.