নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা

অনউর্বর মস্তিস্কের চিন্তা - ভাবনা

শ্ঊভ

আমি একজন ছাত্র

শ্ঊভ › বিস্তারিত পোস্টঃ

লঞ্চ উদ্ধার না হওয়া বেশি লজ্জাজনক নাকি লঞ্চ ডুবে যাওয়াটাই বেশি লজ্জাজনক

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১

পিনাক ৬ লঞ্চটি ডুবে যাওয়ার কয়েকদিন পরেও খুঁজে না পাওয়াকে অনেকেই লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন । লঞ্চ ডুবে যাওয়ার পর পর ই অনেকেই উদ্ধার তৎপরতা নিয়ে অনেক কথা বলেছে । কিন্তু দুঃখের বিষয় হল সবচেয়ে কম কথা হয়েছে সবথেকে জরুরী বিসয় নিয়ে ই । লঞ্চ কেন ডুবে গেলো, মুলত কাদের বার্থতা রয়েছে এর পিছনে , ভবিষ্যতে এ রকম যাতে না হয় এসব নিয়ে খুব কম কথা ই বলা হয়েছে ।



যতদূর জানতে পেরেছি তাতে লঞ্চ এর ধারন ক্ষমতা ছিল মোটামুটি ১০০ এর মত কিন্তু যাত্রী উঠেছিলো ৩০০ এর বেশি । লঞ্চ ডোবার মুল কারন ছিল এটাই । এখন কথা হচ্ছে এতো পরিমানে যাত্রী উঠলো সেটা কাদের দোষে যাত্রী দের নাকি লঞ্চ কর্তৃপক্ষের । হ্যাঁ এই দুই দলের কথাই আমাদের মাথায় আসে । কিন্তু দোষ কি শুধুই এই দুই দলের নাকি অন্য কারো দোষ ও রয়েছে ?? কোন যাত্রী নিশ্চয়ই সখের বসে অতিরিক্ত যাত্রী হয়ে ওঠে না। তারা বাধ্য হয়েই অতিরিক্ত যাত্রী হয় । আবার লঞ্চ মালিক রা ও তাঁদের কোন লঞ্চকে বসিয়ে রেখে অন্য লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠায় তা ও কিন্তু নয় । দেখা যাচ্ছে অতিরিক্ত যাত্রী সামাল দিতেই প্রতিটা লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানো হয় ।



এ ঘটনা শুধু মাত্র লঞ্চে নয় বাস ট্রেনে ও একই অবস্থা । আজ আমাদের দেশের যোগাযোগ বাবস্থার কেনো এই অবস্থা ? এর মুল কারন আমরা গরীব তা নয় এর মুল কারন আমাদের দুর্নীতি, আমাদের অবহেলা, আমাদের অসচেতনতা ।



যখন কোন বড় ধারনের দুর্ঘটনা শুধু মাত্র তখন কয়েক দিনের জন্য আমাদের মাথা বেথা হয় । কিন্তু এই ঘটনার এই যদি একটু সচেতন থাকা হয় তাইলে অনেকটা কমানো যায় ।



এখনো যোগাযোগ বাবস্থার এই হাল , স্থানে স্থানে দুর্নীতি, প্রশাসনের অবহেলা এসবের দায় কোন ভাবেই সরকার এড়াতে পারে না । শুধু মাত্র মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কয়েকটা টাকা ক্ষতিপূরণ দিলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। যোগাযোগ বাবস্থার উন্নতি, দুর্নীতি দমন এগুলো সরকারকেই করে হবে.।.।.।.।.।.।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

ঢাকাবাসী বলেছেন: একবিংশ শতাব্দীতে নদীতে ডোবা একটা ল্ন্চ খুজে পায়না সরন্জামের অভাবে যে জাতি, সেই জাতি একেকটা দেড়শ কোটি টাকা করে হালি দেড়েক ভিআ্ইপি হেলিকপ্টার কিনছে, শুধুমাত্র ভিআইপিদের ঘুরে বেড়ানোর জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.