নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা

অনউর্বর মস্তিস্কের চিন্তা - ভাবনা

শ্ঊভ

আমি একজন ছাত্র

শ্ঊভ › বিস্তারিত পোস্টঃ

===> দেশকে পিছিয়ে নেয়ার অন্তত একটা পদক্ষেপ তো ব্যার্থ হল...!!!! <===

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬

যেদিন প্রথম খবরটা দেখেছিলাম যে আমাদের দেশে বিয়ের বয়স কমানোর প্রচেষ্টা চলতেছে সেদিন পুরাই হতবম্ব হয়ে গেছিলাম । আমি তো কল্পনাই করতে পারি না যে কেউ মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে আনার পক্ষে মতামত দিতে পারে । যেখানে স্কুল কলেজ এর বিভিন্ন বই এর মাধ্যমে বাল্যবিবাহর ভয়াবহতা সম্পর্কে শিখানো হচ্ছে, সেখানে বলতে গেলে অনেকটা আইন করে বাল্য বিবাহ কে বৈধ করার চেষ্টা হয়েছিলো। চিন্তা করে দেখেন তো ১৫ বাছরের একটা মেয়ের কথা, যে কিনা তার পরার টেবিল গুছাতেই হিমশিম খাচ্ছে সে কিভাবে একটা পরিবারকে গুছিয়ে রাখবে । হ্যাঁ, যদি মনে করেন সন্তান জন্ম দেয়ার শারীরিক সক্ষমতা আসলেই বিয়ের যোগ্য হয়ে যায়, তাইলে হয়তবা অনেক মেয়েরা ১৫ বছরে সন্তান জন্ম দিতে সক্ষম হয়। কিন্তু আপনারা কি ভুলে যাচ্ছেন ১৫ বাছরে সন্তান জন্মদানের ভয়াবহতা । সেটা শুধু একটা মেয়ের জন্য না, একটা পরিবারের জন্য না, পুরা দেশের জন্য ভয়াবহ।

দেশ কে সম্পূর্ণ ইসলামপন্থী গড়ে তোলার উদ্দেশে একটা মহল হয়তো এর ভয়াবহতা জেনেও পক্ষে মতামত দিয়েছে, কিন্তু সবাই তো আর এক রকম নয়। দেশে অল্প হলেও ভালো বা সচেতন মানুষ আছে। যে কারণে দেশ কে পিছিয়ে নেয়ার এই প্রচেষ্টা আপাতত বার্থ হয়েছে । তবে মনে রাখতে হবে এই চক্র সব সময় ই দেশকে ধংস করা বা পিছিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাবে। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে সেই অপচেষ্টাকে রোধ করতে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে।

***** জয় বাংলা*****

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: ওনারা কি আসলেই কাজটা করা থেকে সরে এসেছেন !!!!!! তাহলে বেজায় খুশি ।

কিন্তু বাঙালীর সুইট সিক্সটিন অভিলাষের কি হবে , যারা এই আইন পাশ করানোর আশায় বুক বেঁধে ছিল তাদের এখন কি হপে !

২| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৯

শ্ঊভ বলেছেন: হ্যাঁ, আপাতত বিয়ের বয়স আগের মতই থাকছে #অপূর্ব রায়হান

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১

শ্ঊভ বলেছেন: হ্যাঁ, আপাতত বিয়ের বয়স আগের মতই থাকছে #অপূর্ব রায়হান

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮

শ্ঊভ বলেছেন: যারা এই আইন পাশ করানোর আশায় বুক বেধে ছিল তারা এখন নতুন কোন পন্থা খুঁজবে দেশকে পিছিয়ে রাখার জন্য। কি মনে হয় তারা কি চুপ করে থাকবে, তারা দেশকে পিছিয়ে নিতে সব সময় ই চেষ্টা করে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.