![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্র জীবন সুখের জীবন কথাটা সবার ই জানা । কিন্তু আজ একটু অন্য ভাবে বলতে ইচ্ছা করতেছে, রাজাকারের জীবন সুখের জীবন।আমাদের দেশে অপঘাতে মৃত্যু খুব ই স্বাভাবিক হয়ে দারিয়েছে । হতেপারে সেটা কোন দুর্ঘটনায়, হয়তো কোন আততায়ী এর হাতে নয়ত বিনা চিকিৎসায় । এই ধরনের খবর দেখতে দেখতে আজ আমরা অভ্যস্ত হয়ে গেছি । এটা আমাদের মনে কোনরূপ দাগ ও কাটে না । এমনকি পত্রিকায় মাঝে মাঝেই দেখি যে অমুক নামের কোন মুক্তি যোদ্ধা না খেয়ে মারা যাচ্ছে, কেউ হয়তো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে । কত জন যে অসহায় জীবন কাটাচ্ছে তার তো কোন হিসাব ই নাই ।
কিন্তু দেখা যাচ্ছে যারা দেশের সবচেয়ে বড় শত্রু, তাঁদের জীবন ই সবার চেয়ে ভালো কাটতেছে (অবশ্য ভালোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে)। মুক্তিযুদ্ধের সময় তারা ছিল সবার চেয়ে নিরাপদ, মুক্তি যোদ্ধা বা পাকবাহিনীর থেকেও ভালো । যুদ্ধের শেসে তাঁদের বিচার না করে রাজনীতি তে যোগ দেয়ার সুযোগ করে দেয়া হল । এমনকি এখন যখন যুদ্ধাপরাধীর বিচার শুরু হওয়ার পর ও রাজাকাররাই সব থেকে নিরাপদ এ আছে । যারা রাজাকারের ফাঁসির দাবি তুলেছে তাঁদের জীবন ঝুঁকিপূর্ণ হলেই রাজাকারের জিবনে কোন ঝুকি নাই ।বিচারের নামে তাঁদের নিরাপত্তা দেয়া হচ্ছে । মুক্তিযোদ্ধারা যেখানে চিকিৎসায় অভাবে মারা যাচ্ছে সেখানে দেশের টাকায় রাজাকেরের চিকিৎসা হচ্ছে । সব অপরাধ প্রমান হওয়ার পর ও বয়স দেখিয়ে তাঁদের সাধারন মৃত্যুর সুযোগ দেয়া হচ্ছে, আসলেই কি এটা যুদ্ধআপরাধীর বিচার নাকি পুরুস্কার ????
২| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২
নীল আকাশ ২০১৪ বলেছেন: সুখের জীবন বলতে আপনি কি মীন করছেন? হাসপাতালে বা কারা অভ্যন্তরে থেকে শেষ জীবন পার করা বা ফাঁসিতে ঝোলাই কি সুখের জীবন? এত এত মানুষের ঘৃণা সহ্য করে দেশে থেকে যাওয়া কি সুখের জীবন?
তাদের কোন সন্তান সন্ততি সুখে শান্তিতে দেশের মাটিতে বিচরণ করতে পারছেনা। পড়াশোনা বা অন্যন্য অজুহাতে সবাই সৌদি আরব, ইংল্যান্ড বা আমেরিকায় সেটেল্ড। তাদের ছেলেমেয়রা সারা জীবন কাটিয়ে দেয় গালাগাল শুনতে শুনতে।
আপনি কোথায় সুখের খোঁজ পেলেন যে রাজাকার হবার বাসনা করছেন?
৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০২
অপূর্ণ রায়হান বলেছেন: আমি প্রস্তাব করেছিলাম একটা জঘন্য স্তম্ভ / স্কয়ার করা হোক , সেরা রাজাকারগুলারে নিয়া । সেই স্কয়ারে গিয়া আমরা বাদাম খাবো আর বাদামের খোসা , পুরান জুতা স্যান্ডেল ও পাথর মেরে আসবো । নতুন জেনারেশন তখন এমনি এমনি ই জিজ্ঞেস করবে ও জানবে কেন তাদের আমরা কতোটা ঘৃণা করি ।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩
শ্ঊভ বলেছেন: #নীল আকাশ, আপনি যদি এই লেখাটি পরে মনে করেন যে আমার রাজাকার হওয়ার বাসনা জেগেছে, তাহলে সেটা সম্পূর্ণই ভুল বোঝার কারনে । এই লেখা মতেই সেটা বুঝায় না।
এইসব রাজাকাররা কোন কোন সময় আমাদের দেশে মন্ত্রিত্ব ও করেছে, তাঁদের জন্য সেটা অবশ্যই যথেষ্ট সুখের ।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯
শ্ঊভ বলেছেন: #রায়হান, একমত
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
জাতির কুলাঙ্গারের জন্য একটি ঘৃনাস্তম্ভের দাবি।