![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি লাশবাহি গাড়ি এসে দাড়ালো, একটি বাড়ির সামনে –
নামানো হলো কফিন,
হ্যাঁ একজন নগর কবির শববাহি কফিন,
যার ভেতরে নগর কবির সাদা কাপরে মোরানো শবদেহ,
দুই-একজন ছুটে এলো বাড়ির ভেতর থেকে,
আরো দুই-একজন এলো রাস্তা থেকে,
তবে কেউ চিনতে পারলো না,
ভাবলো হয়তো বেওয়ারিশ কেউ।
সবশেষে আসলেন কবির পত্নি, তিনি চিনলেন, তবে সময় নিলেন।
আট বছর আগের কোন একদিন কবি নিরুদ্দেশ হয়েছিলেন,
হয়তো কোনো রাগে বা নতুনভাবে কিছু পাবার আশায়,
আজ সব প্রাপ্তি শেষ, যাত্রা শুরু অনন্তের পথে।
২| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা কি কবিতা?
৩| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১১
স্বনির্বাসিত বলেছেন: চেষ্টা করেছি, কতটা হয়েছে জানি না। উত্তর আধুনিক কবিতা ও কথা বলার মধ্যে খুব একটা তফাৎ নাই। এই মহাদেব সাহার কবিতা দেখতে পারেন (কোথাও থাকবো না)।
যা হোক আমি নতুন লিখছি, ভুল ত্রুতি ক্ষমা করবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:৪৮
অধীতি বলেছেন: এন্টিহিরোর মৃত্যু
অথচ নাগরিক অভিমান ছন্দে বাঁধার লোকটি হারিয়ে গেলো।